Shuru
Apke Nagar Ki App…
Kashmen
Kashmen Debbarma
Kashmen
More news from West Bengal and nearby areas
- Post by Artist Satyam1
- এবার হরিশ্চন্দ্রপুর থানায় প্রথমবার মালদার নবনিযুক্ত পুলিশ সুপার। সমগ্র থানা চত্বর পরিদর্শন করলেন। সাক্ষাৎ করলেন পুলিশকর্তাদের সঙ্গে। আলোচনা করলেন বিভিন্ন বিষয় নিয়ে। মালদা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বৃহস্পতিবারই প্রথম হরিশ্চন্দ্রপুর থানায় আসেন মালদার নবনিযুক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যিনি এর আগে পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন। প্রদীপ কুমার যাদবের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। এদিন পুলিশ সুপারের সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। থানার প্রত্যেকের সঙ্গে পরিচয় করেন পুলিশ সুপার। সমগ্র থানা চত্বর পরিদর্শন করেন। থানা সংলগ্ন কালী মন্দিরে গিয়ে দেবী প্রণাম করেন।এদিন নতুন পুলিশ সুপারকে দেখতে থানার বাইরে ভিড় জমিয়ে ছিল আশেপাশে থাকা মানুষ। সামনে বিধানসভা নির্বাচন। সাম্প্রতিককালে মালদার একাধিক অপরাধে বিহার যোগ উঠে এসেছে। হরিশ্চন্দ্রপুর বিহার সংলগ্ন।এই পরিস্থিতিতে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও কতটা আটোসাটো করা যায়। নাকা চেক পয়েন্ট গুলোতে কিভাবে আরো নিরাপত্তা বাড়ানো যায়। এই বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার।1
- সৈয়দকুলুট গ্রামে গত কয়েকদিন ধরে চলতে থাকা নির্মীয়মান রাস্তার জটিলতা অবশেষে কাটলো শুক্রবার1
- Post by User24841
- বো*মা উদ্ধার, প্লাস্টিকের জার ভর্তি তাজা বো*মা রামপুরহাটে1
- गणित की दुनिया में 0 से अनंत तक की यात्रा कभी समाप्त नहीं होती। हर संख्या के बाद एक और बड़ी संख्या मौजूद होती है। यही कारण है कि गणित में “आख़िरी नंबर” जैसा कोई सिद्धांत नहीं है। संख्या रेखा सकारात्मक और नकारात्मक दोनों दिशाओं में अनंत तक फैली होती है। यह अवधारणा हमें सिखाती है कि संख्याएँ बिना किसी सीमा के बढ़ती और घटती रह सकती हैं। #Infinity #MindBlowingFacts #MathFacts #DidYouKnow #KnowledgeReels #ExploreMore1
- তিপ্রা মথার কর্মীদের ব্রয়লার মুরগির মত ছুঁলে ফেলার হুমকি দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।1
- Post by Artist Satyam1
- এবার এসআইআর আতঙ্কে তৃণমূলের এক বি.এল.এ-এর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায়। যা নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক।জানা গেছে, মৃত বি.এল.এ-এর নাম বরকত সেখ। বয়স ৩২ বছর।বাড়ি মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক-৩নং ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চকসেহেরদি এলাকায়। তিনি ছিলেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বি.এল.এ। তার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকার শতাধিক ভোটারের ভোটার তালিকায় নাম-পদবিতে গোলমাল ছিল। যা নিয়ে ওই সমস্ত ভোটাররা এসআইআর আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্ক কাজ করছিল তৃণমূলের বি.এল.এ বরকত সেখের মধ্যেও। তাই এই বিষয়ে তিনি সহ কয়েকজন গ্রামবাসী মিলে শুক্রবার বিকালের দিকে কালিয়াচক-৩নং ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করতে যান। কিন্তু আলোচনায় বিডিও কোন সদুত্তর দিতে না পারায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে খবর। এরপর তৃণমূলের বি.এল.এ বরকত সেখ সহ অন্যান্যরা বিডিও অফিস থেকে বেড়িয়ে আসেন। আর বেড়িয়ে আসার পরপরই তৃণমূলের বি.এল.এ বরকত সেখ হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয় বলে খবর। সঙ্গে সঙ্গে তাকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর জন্য মৃতের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা এস.আইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলেন। একই অভিযোগ করেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারও। তিনি গোটা ঘটনা নিয়ে আগামী দিনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।1