Shuru
Apke Nagar Ki App…
বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার তরফে আজ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাদুড়িয়া থানা তে। এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার SP হোসেন মেহেদী রহমান সহ অ্যাডিশনাল SP, SDPO বাদুড়িয়া, CI স্বরূপনগর সহ বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল পরামানিক। সকলের উপস্থিতিতে বাদুড়িয়া থানা চত্বর এলাকা থেকে প্রায় ১০০ গরিব দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়, বসিরহাট পুলিশ জেলার তরফে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ গরিব দুঃস্থ মানুষ।
BPN LIVE
বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার তরফে আজ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাদুড়িয়া থানা তে। এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার SP হোসেন মেহেদী রহমান সহ অ্যাডিশনাল SP, SDPO বাদুড়িয়া, CI স্বরূপনগর সহ বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল পরামানিক। সকলের উপস্থিতিতে বাদুড়িয়া থানা চত্বর এলাকা থেকে প্রায় ১০০ গরিব দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়, বসিরহাট পুলিশ জেলার তরফে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ গরিব দুঃস্থ মানুষ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বারাসাত থানার অন্তর্গত নেতাজীপল্লীতে গতকালকে একটি গর্ভবতী গো মাতাকে প্রথমে বিষ খাইয়ে হত্যা করা হয়,,,এবং গাড়িতে করে গরুটিকে নিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাদের আটক করে,,,এরপর রাতে বারাসাত থানায় FIR করা হয়,,,সেই FIR এর ভিত্তিতে গতকাল রাতেই বারাসাত থানা তাদের গ্রেফতার করে,,,,,1
- মল্লিক পটল চারা সেন্টার.Contact no-8327317301. কাজলি বোম্বাই , হরিবাদ, পাপড়াn, সাদা পটল , হাইবিত, নাট বোম্বাই, লাদেন পটল প্রয়োজনে এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায়। আমাদের সাথে যোগাযোগ করুন। বাগদা, হেলেঞ্চা, দত্তপুলিয়া, আংগ্রাল, মন্ডল পাড়া, দেবী পুর, চাদপাড়া, ঝিকড়া.সব বাজারে পাওয়া যায় আমাদের পটল চারা.আমাদের নার্সারিতে পটল চারা তৈরিতে মাটির লতা ব্যবহার করা হচ্ছে।l সম্পূর্ণ সবুজ রঙের লতা দিয়া তৈরি.গিট ঘোনো,৩-৪ টা কোরা ফল গীতা পটল। লম্বা ধরণের পটল4
- 😀Ajke amader bangaon ta abhishek banerjee aschilen onek pass take dekhe khub bhalo laglo joy bangla 😊1
- Post by RN1
- উন্নয়নের পাঁচালী—আকনা অঞ্চলে ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনায় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক1
- তারকেশ্বরে ছাত্র-ছাত্রীদের অভিনব উদ্যোগে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য উৎসব1
- just chilled company Kolkata AC fridge washing machine micro oven geyser chimany All Electronics Repair & Home Service WhatsApp & Call Now ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- Best পটল chara centre in bongaon.Contact no-8327317301.পটল চাস করুনের শ্রেষ্ঠ প্রকার।এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায়4