Shuru
Apke Nagar Ki App…
Sawanp Malakar
- UUser9759Haldibari, Coochbehar😡on 1 October
- UUser6597Kailashahar, Unakoti💣on 1 October
More news from West Tripura and nearby areas
- Post by User16261
- মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে মৃনাল দেববর্মার শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ রবিবার বিকালে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলার সামগ্রী সহ কম্বল এবং মিষ্টি বিতরণ করেন ফিল্ম জগতে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বলকারী জম্পুইজলা মহকুমার পেকুয়ারজলা গ্রামের কৃতি সন্তান ফিল্ম ডাইরেক্টর মৃণাল দেববর্মা। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মুহূর্তে হঠাৎ মাদ্রাসায় উপস্থিত হন মৃণাল বাবু। গাড়ি করে নিয়ে আসেন বিভিন্ন ধরনের সামগ্রী। মাদ্রাসার ছাত্র শিক্ষক, এলাকার অভিভাবকরা মৃণাল বাবুর এই মানবিক উদ্যোগ দেখে বেজায় খুশি হন। তিনি ফিল্ম জগতে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক ব্যাতিক্রমী নজির গড়তে যাচ্ছেন বলে মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। জাত পাত নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করাই মৃণাল বাবুর মূল লক্ষ্য। সমাজের প্রতিটা ছেলে ও মেয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাক এটাই চাইছেন তিনি। রাজ্যের সব কয়টি ধর্মীয় ও সামাজিক সংগঠন এইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করুক এই কামনা করেন ফিল্ম ডিরেক্টর মৃণাল দেববর্মা। জম্পুইজলা মহকুমার একমাত্র কৌমি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সুশৃংখল পরিবেশ দেখে আপ্লুত হয়ে যান মৃণাল বাবু। মৃনাল বাবুর এই শুভ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক সহ কমিটির কর্মকর্তারা। তিনি রাজ্যের সব ধর্ম ও বর্ণের মানুষকে আর্থিকভাবে এবং বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সহযোগিতা করে থাকেন যা গোটা রাজ্যেই এক অনন্য নজির বলে মনে করেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা অল ইন্ডিয়া মিল্লী কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মাওলানা জাকির হোসাইন আলজলিলী। সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।1
- পূর্ব লক্ষী বিলে শনি দেবের পূজায়-🙏🌺🙏 প্রথম থেকে_ শেষ পর্যন্ত _কি হলো_ দেখুন 😲❗1
- Post by Sanjit Sarkar2
- প্রতি বছরের মতো এবারও মালদার আইহো ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় শ্রীশ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো আরাধনা হয়ে গেল মহা ধুমধামে। যাকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাকঢোল, পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পুজোয় সামিল হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ অন্যান্যরা।1
- বাবরি মসজিদ শিলান্যাসে আরবের ইমাম নয় : সব জানতেন হুমায়ুন কবীর : সত্যিটা ফাঁস করলেন হাফেজ খোন্দেকার মহঃ ইউসুফ1
- Post by Artist Satyam1
- Post by User16261