সিদ্ধিনাথ মন্দির কপলানী আশ্রম । গ্রাম+পোস্ট-শ্যামসুন্দরপুর পাটনা,। থানা- পাঁশকুড়া। জেলা - পূর্ব মেদিনীপুর। রাজ্য - পশ্চিমবঙ্গ ।দেশ - ভারত বর্ষ (পূর্বভারত) শ্রী গুরু গোরক্ষনাথ সম্প্রদায়। নাথ সম্প্রদায়ের বহুৎ প্রাচীন এই সিদ্ধিনাথ স্থানটি। এইখানে কপিলমুনি ভগবান গুপ্ত রূপে সাধনা করেছিলেন। শ্রী গুরু গোরক্ষনাথ এইখানে কপিল ভগবানের চিরা সংস্কার করেন । নাম রাখেন সিদ্ধিনাথ। সেই থেকে এ স্থানের নাম পড়ে সিদ্ধিনাথ। সিদ্ধিনাথ মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে এই পুকুরটির অধিক মাহাত্ম্য রয়েছে। এই পুকুরটির নামেই এই গ্রামের নাম ছিল সিদ্ধিকুন্ডু পাটনা। বিষয় টা হচ্ছে এত প্রাচীন প্রসিদ্ধ স্থানটি দিনেরপর দিন আর্থিক অসুবিধার কারণে জীর্ণ হতে চলেছে। এ বাবারই সম্পত্তি কলেজ দখল করে কলেজের উন্নয়ন করছে কিন্তু বাবা সিদ্ধিনাথ মন্দিরের উন্নয়নের জন্য তারা কোনো রকম সহযোগিতা করছে না। কলেজ কর্তৃপক্ষের ভাব দেখে বুঝা যায় তারা মন্দিরের উন্নয়ন চায়না। মন্দির নষ্ট হয়ে যাক ।তারা আরো কিছু সম্পত্তি কলেজের আন্ডারে করে নিতে চাই। তারা তিন একর জায়গা নিয়েও অধিক জায়গা নিয়ে রাখেছে। এইজন্য সনাতনী ভাই বোন কে অবগত করাতে চাই ,এই প্রাচীন মন্দির টিকে বাঁচানোর জন্য তারা সকলে এগিয়ে আসে। এই প্রাচীন ধার্মিক স্থান টিকে রক্ষা করার জন্য মহান্ত পীর যোগী বিজয় নাথজী কে সহযোগিতা করুন।
সিদ্ধিনাথ মন্দির কপলানী আশ্রম । গ্রাম+পোস্ট-শ্যামসুন্দরপুর পাটনা,। থানা- পাঁশকুড়া। জেলা - পূর্ব মেদিনীপুর। রাজ্য - পশ্চিমবঙ্গ ।দেশ - ভারত বর্ষ (পূর্বভারত) শ্রী গুরু গোরক্ষনাথ সম্প্রদায়। নাথ সম্প্রদায়ের বহুৎ প্রাচীন এই সিদ্ধিনাথ স্থানটি। এইখানে কপিলমুনি ভগবান গুপ্ত রূপে সাধনা করেছিলেন। শ্রী গুরু গোরক্ষনাথ এইখানে কপিল ভগবানের চিরা সংস্কার করেন । নাম রাখেন সিদ্ধিনাথ। সেই থেকে এ স্থানের নাম পড়ে সিদ্ধিনাথ। সিদ্ধিনাথ মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে এই পুকুরটির অধিক মাহাত্ম্য রয়েছে। এই পুকুরটির নামেই এই গ্রামের নাম ছিল সিদ্ধিকুন্ডু পাটনা। বিষয় টা হচ্ছে এত প্রাচীন প্রসিদ্ধ স্থানটি দিনেরপর দিন আর্থিক অসুবিধার কারণে জীর্ণ হতে চলেছে। এ বাবারই সম্পত্তি কলেজ দখল করে কলেজের উন্নয়ন করছে কিন্তু বাবা সিদ্ধিনাথ মন্দিরের উন্নয়নের জন্য তারা কোনো রকম সহযোগিতা করছে না। কলেজ কর্তৃপক্ষের ভাব দেখে বুঝা যায় তারা মন্দিরের উন্নয়ন চায়না। মন্দির নষ্ট হয়ে যাক ।তারা আরো কিছু সম্পত্তি কলেজের আন্ডারে করে নিতে চাই। তারা তিন একর জায়গা নিয়েও অধিক জায়গা নিয়ে রাখেছে। এইজন্য সনাতনী ভাই বোন কে অবগত করাতে চাই ,এই প্রাচীন মন্দির টিকে বাঁচানোর জন্য তারা সকলে এগিয়ে আসে। এই প্রাচীন ধার্মিক স্থান টিকে রক্ষা করার জন্য মহান্ত পীর যোগী বিজয় নাথজী কে সহযোগিতা করুন।
- #ছাত্রীদের_ভর্তি_চলছে প্রকৃত নারী শিক্ষায় সুস্থ ও সুন্দর সমাজ গড়ে ওঠে এগরা #নিবেদিতা_বালিকা_বিদ্যালয় প্রাথমিক থেকে মাধ্যমিক (বাংলা মাধ্যম) ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে, এবং ছাত্রীদের পঠন-পাঠনের জন্য হোস্টেলও আছে, #স্থান_এগরা ( মহকুমা হাসপাতাল রাস্তায়) পূর্ব মেদিনীপুর, 9474075040, 9933010129, 9474895337,1
- নামটি তোমার আহমদুল্লাহ খোদার সাথে জড়িত | পূর্ব মেদিনীপুর কাঁপানো সেরা গজল | পীরজাদা মুকাররিম সাহেবের কন্ঠে।1
- সকাল থেকে উপোস করে, বাড়ির কূল দেবী লক্ষ্মীপূজো করার পর দেওয়া হয় "বড়ির বিয়ে"।পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কয়েকটি গ্রামের বাসিন্দাদের বিশ্বাস অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার বড়ির বিয়ে দিলে সংসারে মঙ্গল হয়।আর বড়ির বিয়ে দেওয়ার পর বাড়ির ছেলে মেয়েদের বিয়ে ঠিক করলে তাদের বিবাহিত জীবন সুখের হয়*1
- *** National Institute of Fashion Technology এর ছাত্র ছাত্রীরা চন্ডীপুর ব্লক-এর হবিচক গ্রামের পটুয়া পাড়াতে *** বাংলার প্রাচীন পটচিত্র শিল্পকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করাতে এবার পূর্ব মেদিনীপুর এর চন্ডীপুর ব্লক এর হবিচক গ্রামের পটুয়া পাড়াতে এক দিনের কর্মশালাতে উপস্থিত হলো National Institute of Fashion Technology এর ছাত্র ছাত্রীরা। ২২শে নভেম্বর ৩৫ জনের একটি ছাত্র-ছাত্রীর দল সকাল ১১টা থেকে বিকেল ৪.৩০ টা অবধি পটচিত্র অঙ্কনের ক্লাস করলো পটচিত্র শিল্পী আবেদ চিত্রকর ও সায়েরা চিত্রকরের কাছে। আবেদবাবু বলেন ফ্যাশন টেকনোলজি প্রতিষ্ঠানের পক্ষথেকে এমন সুন্দর পদক্ষেপ নেওয়াতে তিনি খুব খুশি। এরফলে বাংলার প্রাচীন পট শিল্পের সঙ্গে ফ্যাশন ডিজাইনএর মেলবন্ধন এই লোক শিল্পকলাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। ছাত্র-ছাত্রী ও প্রশিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করতেপেরে খুবই খুশি। . . .1
- আপাতত স্বস্তিতে মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা। সমুদ্র লাগোয়া হোটেল-রিসোর্ট ভেঙে ফেলা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নোটিশে অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। ১৩ ই ডিসেম্বর পর্যন্ত ওই নিদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।1
- পূর্ব মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সুজায় হাজরা .. #পূর্ব মেদিনীপুর #তৃণমূল কংগ্রেস #1
- নোনা ট্যাংরা মাছের পোনা কোনো চাষি ভাইদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করুন নম্বরে ডেলিভারি করা হবে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর আপ টু দীঘা বুকিং করুন। *** ক্যাশ অন ডেলিভারি করা হয়।1
- Iman Chakraborty Live Stege Singing Bengali Song Vebe Dekhecho ki | #Kanchi | পূর্ব মেদিনীপুর1