পৌরসভার চলতি অর্থবছরের বাজেট পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার । জলপাইগুড়ি পৌরসভার চলতি আর্থিক বছরের জন্য গৃহীত বাজেট নিয়ে পর্যালোচনা করা হলো পুরসভার কনফারেন্স হলে। এদিনের এই বিশেষ বৈঠকে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ার পার্সন পাপিয়া পাল,ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য পৌর কাউন্সিলররা।বৈঠক শেষে ভাইস চেয়ারম্যান বলেন, উত্তরবঙ্গের মধ্যে যত পুরসভা আছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেট আমাদের জলপাইগুড়ি পুরসভার। সাতশো চার কোটি টাকা বাজেট পেশ করা হল। তার মধ্যে বিভিন্ন রাস্তা ঘাট সংস্কার, পর্যটনের আলোকে বর্তমান ও অতীত কে স্বরণীয় করতে এই প্রজন্মের কাছে তুলে ধরতে জলপাইগুড়ি পুসভাকে ওয়েব সাইড তৈরী করে সোস্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হবে। জলপাইগুড়ির হাইস্কুলের সামনের পুকুর ও দুলাল দিঘি সংস্কারের জন্য রিতি মত টেন্ডার হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানান। চেয়ার পার্সন পাপিয়া পাল জানান, মূলত বাজেট গৃহীত হবার পর থেকে কতটা কাজ সম্পন্ন করা গিয়েছে এবং যে কাজ গুলো আগামীতে করা হবে সেই বিষয় ছাড়াও সম্প্রতি রাজ্যে সরকারের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান পাওয়া গিয়েছে সেই অর্থ ক
পৌরসভার চলতি অর্থবছরের বাজেট পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার । জলপাইগুড়ি পৌরসভার চলতি আর্থিক বছরের জন্য গৃহীত বাজেট নিয়ে পর্যালোচনা করা হলো পুরসভার কনফারেন্স হলে। এদিনের এই বিশেষ বৈঠকে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ার পার্সন পাপিয়া পাল,ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য পৌর কাউন্সিলররা।বৈঠক শেষে ভাইস চেয়ারম্যান বলেন, উত্তরবঙ্গের মধ্যে যত পুরসভা আছে তার মধ্যে সবচেয়ে বড় বাজেট আমাদের জলপাইগুড়ি পুরসভার। সাতশো চার কোটি টাকা বাজেট পেশ করা হল। তার মধ্যে বিভিন্ন রাস্তা ঘাট সংস্কার, পর্যটনের আলোকে বর্তমান ও অতীত কে স্বরণীয় করতে এই প্রজন্মের কাছে তুলে ধরতে জলপাইগুড়ি পুসভাকে ওয়েব সাইড তৈরী করে সোস্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হবে। জলপাইগুড়ির হাইস্কুলের সামনের পুকুর ও দুলাল দিঘি সংস্কারের জন্য রিতি মত টেন্ডার হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানান। চেয়ার পার্সন পাপিয়া পাল জানান, মূলত বাজেট গৃহীত হবার পর থেকে কতটা কাজ সম্পন্ন করা গিয়েছে এবং যে কাজ গুলো আগামীতে করা হবে সেই বিষয় ছাড়াও সম্প্রতি রাজ্যে সরকারের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান পাওয়া গিয়েছে সেই অর্থ ক
- বর্ষ শেষে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান1
- Good morning friends1
- শিল্প মেলা # জলপাইগুড়ি # Jalpaiguri shilpo mela1
- Year-End Festivities: বর্ষবরণের প্রস্তুতিতে সেজে উঠেছে জলপাইগুড়ির তিস্তা উদ্যান!1
- গ্রামীণ চিকিৎসক সংগঠন পতাকা উত্তলন। জলপাইগুড়ি জিলাপরিষদ হল।1
- জলপাইগুড়ি চা বাগান 1 জানুয়ারি সকাল 8am Happy New year 2025🙏🌹💗🌹🙏1
- ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত জলপাইগুড়ি , সেজে উঠেছে তিস্তা উদ্যান1