এক যাত্রীবাহী টুকটুক দুর্ঘটনায় গুরুতর আহত চারজন । ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে কদমতলা থানাধীন মহেশপুর থেকে ধর্মনগর যাওয়ার সড়কে বিষ্ণুপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। তাদের মধ্যে রয়েছে টুকটুক চালক সহ টুকটুক থাকে আর তিনজন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে পাশাপাশি খবর দেওয়া হয় কদমতলা থানায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় দমকল বাহিনী কর্মীরা সহ কদমতলা থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে আসা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতরা হল যথাক্রমে টুকটুক চালক সন্দীপ চক্রবর্তী বাড়ি পানিসাগর বিলথৈ এলাকায়। টুকটুকে থাকা যাত্রী অংশু চক্রবর্তী , সন্তোষ চক্রবর্তী ,সুজন চক্রবর্তী তাদের সকলের বাড়ি শনিছড়া নদীয়াপুর এলাকায়। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে কদমতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে টুকটুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত জারী রেখেছে।
এক যাত্রীবাহী টুকটুক দুর্ঘটনায় গুরুতর আহত চারজন । ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাতে কদমতলা থানাধীন মহেশপুর থেকে ধর্মনগর যাওয়ার সড়কে বিষ্ণুপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। তাদের মধ্যে রয়েছে টুকটুক চালক সহ টুকটুক থাকে আর তিনজন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে পাশাপাশি খবর দেওয়া হয় কদমতলা থানায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে যায় দমকল বাহিনী কর্মীরা সহ কদমতলা থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আহতদের নিয়ে আসা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতরা হল যথাক্রমে টুকটুক চালক সন্দীপ চক্রবর্তী বাড়ি পানিসাগর বিলথৈ এলাকায়। টুকটুকে থাকা যাত্রী অংশু চক্রবর্তী , সন্তোষ চক্রবর্তী ,সুজন চক্রবর্তী তাদের সকলের বাড়ি শনিছড়া নদীয়াপুর এলাকায়। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের সকলকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে কদমতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে টুকটুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত জারী রেখেছে।
- ইঞ্জিনিয়ার নি*গ্রহের প্র*তিবাদে ডেপুটেশন, উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে1
- অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরার ডেপুটেশন জেলা শাসকের নিকট।1
- শিবশক্তি সম্প্রদায় ধর্মনগর উত্তর ত্রিপুরা1
- "সফর"_ কাঞ্চনপুর- ফুলবাড়িয়া, ময়মনসিংহ।1
- Unakoti Rock CarvingsHistorical landmark in Uttar Unakuti R.F.,Tripura ‧ 👌1
- লক্ষীপুরের রায়পুর ৭ নং ভাবনি কাঞ্চনপুর এলাকায় চো-রি-র অভিযোগে যুবককে পি-টি-য়ে হ-ত্যা1
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন ও উত্তর#Tripura Tet 2 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়1
- হেলিকপ্টার দিয়ে উড়ে কমলপুর আসলেন হযরত মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী (মা:জি:য়া) জৈনপুরী।1
- Post by Swapna Malakar3