সপ্তম শ্রেণী পড়ুয়া একমাত্র কন্যা এবং স্বামীকে ফেলে রেখে সেল্প হেল্প গ্রুপের অর্থাৎ স্ব_সহায়ক গ্রুপের টাকা নিয়ে উধাও গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। গৃহবধুর স্বামী জুটন চন্দ্র চৌধুরী এবং মেয়ে ঋষিতা চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন গতকাল ব্যাংকে স্ব সহায়ক গ্রুপের টাকা এবং রাবার বোর্ডের ২ লক্ষ টাকা জমা দেবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর আর বাড়িতে ফিরে আসে নি। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না পেয়ে গতকাল গভীর রাতে বিশালগড় থানায় অভিযোগ করেছে গৃহবধূর স্বামী। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী মেয়ে এবং নপুর স্ব_ সহায়ক গ্রুপের সমস্ত মহিলারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরীকে খুঁজে দেওয়ার জন্য। কারণ তাদের গ্রুপের সমস্ত টাকা সেই গৃহবধুর কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গৃহবধূর মেয়ে ঋষিতা চৌধুরী ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মাকে খুঁজে দেওয়ার জন্য
সপ্তম শ্রেণী পড়ুয়া একমাত্র কন্যা এবং স্বামীকে ফেলে রেখে সেল্প হেল্প গ্রুপের অর্থাৎ স্ব_সহায়ক গ্রুপের টাকা নিয়ে উধাও গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায়। গৃহবধুর স্বামী জুটন চন্দ্র চৌধুরী এবং মেয়ে ঋষিতা চৌধুরী সংবাদ মাধ্যমে জানিয়েছেন গতকাল ব্যাংকে স্ব সহায়ক গ্রুপের টাকা এবং রাবার বোর্ডের ২ লক্ষ টাকা জমা দেবে বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর আর বাড়িতে ফিরে আসে নি। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পর তার সন্ধান না পেয়ে গতকাল গভীর রাতে বিশালগড় থানায় অভিযোগ করেছে গৃহবধূর স্বামী। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী মেয়ে এবং নপুর স্ব_ সহায়ক গ্রুপের সমস্ত মহিলারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন গৃহবধূ রেখা দেববর্মা চৌধুরীকে খুঁজে দেওয়ার জন্য। কারণ তাদের গ্রুপের সমস্ত টাকা সেই গৃহবধুর কাছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গৃহবধূর মেয়ে ঋষিতা চৌধুরী ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মাকে খুঁজে দেওয়ার জন্য
- Shuru UserBijoynagar🙏on 14 August
- User5397Udaipur, Gomati🙏on 14 August
- User8414Sabroom, South Tripura🙏on 13 August
- From theVishnupur, Bankura💣on 11 August
- User4003Rampurhat - Ii, Birbhum🙏on 10 August
- Ringham debbarma DebbarmaKhowai, Tripura😂on 10 August
- User4500Khowai, Tripura💣on 10 August
- ১৭ পরিবারের ৪৭ ভোটার বিভিন্ন দল ত্যাগ করেন আইপিএফটির দলের যোগদান1
- Post by Gouranga Majumder1
- Post by Sanjit Sarkar1
- বলাগড় থানার খামারগাছি থেকে জিরাট যাওয়ার পথে নতুন টোল প্লাজা এর কাছে রাস্তা বেহাল! রাতেরবেলা যান চালকেরা হচ্ছেন নাকাল!!1
- 63690261911
- ভাইরাল ভিডিও : রাম মসুলমান ছিলেন হিন্দু ছিলেন না : মদন মিত্র।।1
- রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান ।1
- # রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।1