আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার ও কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। সেইমতো বীরভূমের রামপুরহাটে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকেই স্টেট ব্যাঙ্ক বন্ধ রেখে ব্যাংকের সামনে ধর্মঘটে বসেন ওই ব্যাংকের কর্মীরা। নেতাজির জন্মদিনের পাশাপাশি সরস্বতী পুজো, মাসের চতুর্থ শনিবার, রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সাধারণতন্ত্র দিবস। ফলে গত ২৩ জানুয়ারি, শুক্রবার থেকে এমনিতেই ব্যাংক বন্ধ ছিল রাজ্যে। তার মধ্যে আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। যে কারণে এই নিয়ে টানা পাঁচদিন খুললো না ব্যাংকের দরজা। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়েছে সর্বাধিক। ব্যাহত এটিএম পরিষেবাও। বীরভূম সহ রামপুরহাট শহরেও বিভিন্ন স্থানে এদিন সকাল থেকে এটিএমের বন্ধ থাকতে দেখা গিয়েছে। বহু এটিএমে আবার টাকা ছিল না।
আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার ও কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। সেইমতো বীরভূমের রামপুরহাটে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকেই স্টেট ব্যাঙ্ক বন্ধ রেখে ব্যাংকের সামনে ধর্মঘটে বসেন ওই ব্যাংকের কর্মীরা। নেতাজির জন্মদিনের পাশাপাশি সরস্বতী পুজো, মাসের চতুর্থ শনিবার, রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সাধারণতন্ত্র দিবস। ফলে গত ২৩ জানুয়ারি, শুক্রবার থেকে এমনিতেই ব্যাংক বন্ধ ছিল রাজ্যে। তার মধ্যে আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। যে কারণে এই নিয়ে টানা পাঁচদিন খুললো না ব্যাংকের দরজা। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়েছে সর্বাধিক। ব্যাহত এটিএম পরিষেবাও। বীরভূম সহ রামপুরহাট শহরেও বিভিন্ন স্থানে এদিন সকাল থেকে এটিএমের বন্ধ থাকতে দেখা গিয়েছে। বহু এটিএমে আবার টাকা ছিল না।
- সালারের খাঁড়েরা গ্রামে ভরদুপুরে দুঃসাহসিক চুরি : নগদ টাকা,স্মার্ট ফোন সহ লক্ষাধিক টাকার গহনা লুট1
- গান শুনতে গিয়েছে মা-বাবা, বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের মা-বাবা বাড়ির বাইরে গান শুনতে যাওয়ার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জগন্নাথপুর এলাকায়। মৃত যুবকের নাম নরেশ মণ্ডল(৩৩(। পরিবার সূত্রে জানা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- AAG KE BJP KA KUCH MITTING DURGAPUR RATH MADAIN ME1
- দুর্গাপুরে বিজেপির কমল মেলা। উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর আগে মাঠ পরিদর্শন করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।1
- ৩৩ টি সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মুড়াগাছা সেন্ট্রাল কমিটির উদ্যোগে1
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের পোলো ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পন্নবলম জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তাঁকে প্রথাগতভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে এক ঐতিহাসিক ও গর্বের দিন। ১৯৫০ সালের এই দিনেই দেশ তার সংবিধান লাভ করে এবং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে দেশপ্রেমের আবহে পোলো ময়দান ভরে ওঠে।1
- প্রজাতন্ত্র দিবসে বার্তা ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রওশন সেখের1
- ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোন ভবিষ্যৎ নেই। দুর্গাপুরে বললেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি সিটি সেন্টারের বিলাসবহুল হোটেলে আসেন। সেখানে তাকে সংবর্ধনা দেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ জেলা নেতৃত্ব।1
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:-দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের লোকো স্টেডিয়াম মাঠে আসানসোল রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুদীর কুমার শর্মা। পতাকা উত্তোলনের পর তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআরএম সুদীর কুমার শর্মা বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে গর্ব ও সম্মানের দিন। ১৯৫০ সালের এই দিনেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। তিনি আরও বলেন, ভারতীয় রেল সর্বদা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং জাতির অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছে। পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানান, এই প্রজাতন্ত্র দিবসে দেশ গঠনের কাজে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে আসার শপথ নেওয়ার জন্য।1