দূষণের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের ভয়েস ১ দূষনের যন্ত্রনা ভোগ করছে স্থানীয়রা, আর চাকরীর বেলায় স্থানীয়দের ভোটার আধার কার্ড দেখলে তাদেরকে বঞ্চিত করে বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে। এমনই এক অভিযোগ এনে দলের ঝান্ডা হাতে নিয়ে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনিতে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কর্মী সমর্থকদের ,আর এইপ্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের। মাইকিং বাইট = স্বপন বন্দ্যোপাধ্যায় ( জেলা তৃণমূল সহ সভাপতি ) ভয়েস দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারবার বলেছেন স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে কাজের ক্ষেত্রে, এখানে কোনো কারখানা কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ, উল্টে রাজ্য সরকারের কোনো শ্রম নিয়ম নীতি মানতে চাইছে না কারখানা গুলি, এতে প্রতিনিয়ত কারখানাগুলির দূষণের যন্ত্রনা ভোগ করেও দুর্গাপুরের স্থানীয়রা থাকছেন ব্রাত্য আর বহিরাগতরা পাচ্ছে গুরুত্ব। এই আন্দোলনে কোনো বিহিত না হলে প্রয়োজনে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হবে বলে জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়।
দূষণের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের ভয়েস ১ দূষনের যন্ত্রনা ভোগ করছে স্থানীয়রা, আর চাকরীর বেলায় স্থানীয়দের ভোটার আধার কার্ড দেখলে তাদেরকে বঞ্চিত করে বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে। এমনই এক অভিযোগ এনে দলের ঝান্ডা হাতে নিয়ে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনিতে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কর্মী সমর্থকদের ,আর এইপ্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের। মাইকিং বাইট = স্বপন বন্দ্যোপাধ্যায় ( জেলা তৃণমূল সহ সভাপতি ) ভয়েস দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারবার বলেছেন স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে কাজের ক্ষেত্রে, এখানে কোনো কারখানা কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ, উল্টে রাজ্য সরকারের কোনো শ্রম নিয়ম নীতি মানতে চাইছে না কারখানা গুলি, এতে প্রতিনিয়ত কারখানাগুলির দূষণের যন্ত্রনা ভোগ করেও দুর্গাপুরের স্থানীয়রা থাকছেন ব্রাত্য আর বহিরাগতরা পাচ্ছে গুরুত্ব। এই আন্দোলনে কোনো বিহিত না হলে প্রয়োজনে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হবে বলে জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়।
- User3627Faridpur Durgapur, Paschim Bardhaman👏20 hrs ago
- মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মৃত্যু আরপিএফ জওয়ানের। মৃত আরপিএফ জওয়ানের নাম অলক কুমার কুন্ডু (৫০)। ভিড়িঙ্গি টিএন স্কুলের সংলগ্ন এলাকার বাসিন্দা। হাওড়ার কাশীপুরে পোস্টিং ছিলেন। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। বুধবার সকালে বাইক নিয়ে বেনাচিতি বাজারে যাচ্ছিলেন। তখনই একটি মোটর ভ্যানের পিছনে ধাক্কা মারে ওই আরপিএফ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা।1
- घर में वज़न घटाने के लिए एक्सरसाइज कर रहे एक शख़्स का वीडियो सोशल मीडिया पर तेज़ी से वायरल हो रहा है। शुरुआत में वीडियो मज़ेदार लगता है, लेकिन अचानक फर्श टूटने से वह व्यक्ति नीचे वाली मंज़िल में गिर जाता है। यह हादसा देखते ही लोगों की हँसी चिंता में बदल गई। वीडियो फिटनेस के साथ-साथ घर की सुरक्षा को लेकर भी चेतावनी देता है। #WeightLossGoneWrong #ViralVideo #WorkoutFail #FitnessReality #ExerciseFail #ShockingVideo #TrendingReels #GymAtHome #RealityCheck1
- ২ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ঝগড়াপুর বড়বাঁধ সংস্কার কাজের শুভ সূচনা1
- হাতির সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে গণ মঞ্চের দাবিসমূহ ১/হাতির সমস্যার সাইজ সমাধান চাই. ২/অবিলম্বে উত্তর বাঁকুড়া থেকে সমস্ত বুনো হাতির দলকে তাড়িয়ে দিতে হবে। ৩/হাতিতে নষ্ট করার সমস্ত ক্ষতিপূরণ ১৫ দিনের দিতে হবে। ৪/ময়ূর ঝরনা প্রকল্পের দুটো রূপায়ণ করতে হবে । এদিন সংগ্রামী গণ মঞ্চের সংগঠনের সম্পাদক শুভ্রাংশু মুখোপাধ্যায় বলেন, গত এক মাস ধরে সোনামুখী ব্লকের ৬০টি হাতি রাতভর তান্ডব চালাচ্ছে।1
- পশ্চিমবঙ্গ, বাঁকুড়া: হাতির তান্ডব বাঁকুড়ার বিভিন্ন গ্রামে1
- উন্নয়নের পাঁচালীর ডালি সাজিয়ে রাস্তায় রাস্তায় তৃণমূল কংগ্রেসের একাংশ গোঘাটের পশ্চিমপাড়ার বাবুরামপুরে।1
- বরাবাজার:চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান1
- জয়দেব মেলার জন্য অজয় নদে অস্থায়ী সেতুর দাবিতে জয়দেব সেতু অবরোধ। চরম উত্তেজনা কাঁকসার বিদবিহারের নবগ্রামে। দুই জেলার সংযোগকারী রাস্তায় বাঁশ বেঁধে এবং টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভের জেলে প্রায় আধঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে দুই জেলার গুরুত্বপূর্ণ রাস্তা। অস্থায়ী সেতু করা না হলে অবরোধ উঠবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা।1