বাংলা বছরের শেষ দিনে মধুপুর থানার সাফল্য। আর অন্যদিকে দুই মদ ব্যাপারীর মাথায় হাত। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ নিয়ে মধুপুর বাজার চৌমুহনী এলাকায় সুরজ রায়ের ওরফে শানুর বাড়িতে হানা দিয়ে ১৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সূরয রায় ওরফে শানুকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানার পুলিশ। একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে ১১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয়। যদিও মদ বেপারী হারেজ মিয়া পুলিশের আচ পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। জানা যায় মদ গুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান থানার অফিসার তপন দেবনাথ। পরে সূরজ রায় কে মধুপুর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান পুলিশ। অন্যদিকে গত এক মাসে মধুপুর থানা পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। তবে আগামী দিনেও পুলিশের অভিযানের জারি থাকবে বলে জানান মধুপুর থানার অফিসার।
বাংলা বছরের শেষ দিনে মধুপুর থানার সাফল্য। আর অন্যদিকে দুই মদ ব্যাপারীর মাথায় হাত। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ নিয়ে মধুপুর বাজার চৌমুহনী এলাকায় সুরজ রায়ের ওরফে শানুর বাড়িতে হানা দিয়ে ১৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সূরয রায় ওরফে শানুকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানার পুলিশ। একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে ১১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয়। যদিও মদ বেপারী হারেজ মিয়া পুলিশের আচ পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। জানা যায় মদ গুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান থানার অফিসার তপন দেবনাথ। পরে সূরজ রায় কে মধুপুর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান পুলিশ। অন্যদিকে গত এক মাসে মধুপুর থানা পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। তবে আগামী দিনেও পুলিশের অভিযানের জারি থাকবে বলে জানান মধুপুর থানার অফিসার।
- শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের একটি গ্রাম1
- সোনামুড়া দুটি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা পরিদর্শনে এলাকার বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী ।1
- কুমিল্লার সদর দক্ষিনে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ সক্রিয় কর্মীকে গণধোলাই1
- সদর খাটে1
- হেফাজত ইসলাম। চাঁদপুর সদর। সরাসরি লাইভ1
- উদয়পুর সমুদ্রের উত্তাল ঢেউ 🌊#shortsfeed #youtubeshorts #travel #dighabeach❤️#viralvideo 🙏1
- একই রাতে সোনামুড়া শহরের প্রাণ কেন্দ্রে দু-দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চোরের হানা1
- মনমুগ্ধকর বাঁশির সুর বৈশাখী মেলা রামচন্দ্রপুর গাইবান্ধা সদর গাইবান্ধা1