Shuru
Apke Nagar Ki App…
হেসলাডি মোড় হইতে ব্রজরাজপুর পর্যন্ত রাস্তার কাজ সহ ব্লক এলাকার মোট পাঁচটি পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার দুপুরে। ফিতা কেটে যার শুভ উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন সঙ্গে উপস্থিত ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, পুরুলিয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো ও সুমিতা সিংহ মল্ল, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা এবং বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো।।
"Pratham khabar" NEWS
হেসলাডি মোড় হইতে ব্রজরাজপুর পর্যন্ত রাস্তার কাজ সহ ব্লক এলাকার মোট পাঁচটি পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার দুপুরে। ফিতা কেটে যার শুভ উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন সঙ্গে উপস্থিত ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, পুরুলিয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো ও সুমিতা সিংহ মল্ল, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা এবং বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো।।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আদর্শ গ্রাম গড়ে তোলার প্রারম্ভিক কর্মসূচির শুভারম্ভ হলো স্বামী বিবেকানন্দের ১৪১ তম জন্ম বার্ষিকী ও স্বামী, ইসাত্মানন্দজির ঢেলাতবামু গ্রামে পদার্পণের তেত্রিশ বছর পূর্তি অনুষ্ঠানের মাধ্যমে ঢেলাতবামু কালী মন্দির প্রাঙ্গনে। সমাজসেবার মাধ্যমে গ্রাম উন্নয়নের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে বিবেক বাহিনী ব্রতচারী সখা এবং প্রাণকৃষ্ণ পান্ডে মেমোরিয়াল ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন সেই সংগঠনের উদ্যোগেই আয়োজিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি।সকালে প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করতে এ'দিন উপস্থিত ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, বরাবাজার প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক, সহ কলকাতা থেকে আগত বিশিষ্ট গুণীজনেরা। অনুষ্ঠান শেষে গ্রামের প্রতিটি পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় একটি করে কম্বল। আদর্শ গ্রাম গঠনের লক্ষ্য নিয়ে, বিবেকানন্দ ত্রিশূল সেবা নামক প্রকল্পের মাধ্যমে একটি আদর্শ গ্রাম তৈরি করতে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কর্মসূচিতে এগিয়ে যেতে বিভিন্ন বিষয়ে যুব ও মহিলাদের সঙ্গে এক বিশেষ আলোচনারও আয়োজন হয় এদিন।1
- পুরুলিয়া RPF পোষ্টের ও সি সঞ্জয় কুমার তেওয়ারি দিল্লিতে বিশেষ রেল সেবা পুরস্কার নিয়ে অফিসে ফিরতেই সম্মর্দ্ধনা দিলেন স্টাফেরা।1
- মানবাজার:মানবাজারে ২৩ বছর ধরে চলছে অনুষ্ঠান1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রাম শহরে সচেতনতার বার্তা দিলেন কাউন্সিলার অজিত মাহাত1
- स्वामी विवेकानंद की जयंती पर भाजयुमो ने निकाली रैली रानीगंज : स्वामी विवेकानंद के जयंती के अवसर पर आसनसोल जिला भारतीय जनता युवा मोर्चा की तरफ से रानीगंज रेलवे स्टेशन से एक रैली निकाली गई। इस रैली का नाम अभिलेख यात्रा रखा गया था। यह रैली रानीगंज रेलवे स्टेशन से निकली और तिलक रोड नेताजी मोड होकर फिर से रानीगंज रेलवे स्टेशन पर आकर समाप्त हुई। यहां युवा गर्जन सभा का भी आयोजन किया गया। इस मौके पर यहां भाजपा जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, भारतीय जनता युवा मोर्चा के प्रदेश सचिव मुकुंद झा, राष्ट्रीय सदस्य विशाल त्रिवेदी, बाबन मंडल, अनिरुद्ध चक्रवर्ती, अभिक मंडल, अभिराज शर्मा, दिनेश सोनी, रानीगंज मंडल एक अध्यक्ष शमशेर सिंह, बिजन मुखर्जी, रानीगंज विधानसभा प्रभारी आशा शर्मा भी उपस्थित थे। इस मौके पर मुकुंद झा ने सभा को संबोधित करते हुए कहा कि स्वामी विवेकानंद ने एक ऐसे देश का सपना देखा था। जहां पर कोई भेदभाव नहीं होगा जहां पर सभी लोग आत्म सम्मान के साथ अपनी जिंदगी जिएंगे। उन्होंने कहा था कि हिंदू होने पर गर्व होना चाहिए लेकिन आज स्थिति ऐसी हो गई है कि अगर बंगाल में कोई कहता है कि वह हिंदू है तो ममता बनर्जी की पुलिस उसे गिरफ्तार कर लेगी। उन्होंने कहा कि इस तरह के बंगाल के कल्पना किसी ने नहीं की थी और अगर बंगाल को इस स्थिति से निकलना है तो सबको एकजुट होकर अगले विधानसभा चुनाव में प्रतिद्वंद्विता करनी होगी। उन्होंने कहा कि स्वामी विवेकानंद या नरेंद्र नाथ दत्त ने एक सपना देखा था और आज दिल्ली में बैठे एक और नरेंद्र बंगाल को नई दिशा देने का एक बार सपना देख रहे हैं जिसे हम सबको मिलकर पूरा करना है।1
- " যুব দিবসে " বার্নপুরের সাঁওতাল পাড়ায় " ইওর অর্গানাইজেশন" / বাঁদনা পরবের আগে মহিলাদের উপহার........... বার্নপুর, ১২ জানুয়ারিঃ সাঁওতাল সম্প্রদায়ের মানুষজনদের সর্বশ্রেষ্ঠ পবিত্র উৎসব হলো " বাঁদনা পরব" । এই পরব উপলক্ষে প্রতিবারের মত এইবছরও সামাজিক সংগঠন " ইওর অর্গানাইজেশনে" র তরফ থেকে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হিরাপুর থানার বার্নপুরে শ্যামডিহি সাঁওতাল পাড়ায় ৮৯ জন মহিলাকে নতুন শাড়ি দেওয়া হল। একদিকে, পরবের আগে উপহার পেয়ে মুখের হাসির ঝলক, অন্যদিকে, ধামসা মাদলের তালে তাল মিলিয়ে নৃত্যের সাথে সংগঠনের মহিলা সদস্যদের পা মেলানো এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে দামোদর নদের ধারে এই ছায়াবৃত প্রান্তিক অঞ্চলে। এই নতুন শাড়ি দেওয়ার ব্যয়ভার সমস্তটাই বহন করেছেন সংগঠনের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চিফ পেট্রোন ডাঃ মহাদেব মাজি। এছাড়া ছিলেন ডাঃ ধারা মাজি, শিক্ষক বিশ্বনাথ মিত্র, শিক্ষিকা সুনন্দা পাল দত্ত, শিক্ষক সন্দীপ মুখোপাধ্যায় , শিক্ষক সৌরভ লায়েক, অতনু চক্রবর্তী, প্রসেনজিৎ দাস, সঙ্গীতশিল্পী সংঘমিত্রা মুখোপাধ্যায়, শিক্ষিকা প্রগতি মন্ডল ও প্রাক্তন শিক্ষক জে কে পট্টনায়ক। এদিনের এই অনুষ্ঠান নিয়ে সূদুর আমেরিকা থেকে প্রবাসী বাঙালি দেবযানী সরকার বলেন, প্রতিবছর বাঁদনা পরবের সময়, ঐ এলাকার মহিলাদের আমরা শাড়ি দিয়ে থাকি। আগামী দিনেও ওদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবো। ইওর অর্গানাইজেশনের আর এক অন্যতম সদস্যা কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ ধারা মাজি বলেন, বাঁদনা পরবে ওদের আনন্দে আমরা শরিক হতে পেরেছি, এটাই আমাদের পরম প্রাপ্তি। শিক্ষিক সৌরভ লায়েক বলেন, ইওর অর্গানাইজেশনের কাছে সাঁওতালদের এই পরব দুর্গাপুজোর মতো গুরুত্বপূর্ণ। শিক্ষিকা ও আবৃত্তিকার সুনন্দা পাল দত্ত বলেন, এই এলাকায় আমরা দুর্গাপুজোর সময়েও সমস্ত ছোট বড় বাচ্চাকে নতুন পোশাক দিয়ে থাকি। সন্দীপ মুখোপাধ্যায় বলেন, স্বামী বিবেকানন্দ সারা ভারত ঘুরে প্রত্যক্ষ করেছিলেন যে মানুষের মধ্যে দেবত্বের রূপ আছে। তাদের দুঃখ যন্ত্রণাও আছে। সেই মহাপুরুষের জন্ম তিথিতে আমরা শ্যামডিহি সাঁওতাল পাড়ার মতো সুযোগবঞ্চিত জনজাতির আনন্দে একাত্ম হতে পেরেছি, এটাই সবচেয়ে বড় সৌভাগ্যর বিষয়। রেস্টুরেন্ট-ব্যবসায়ী অতনু চক্রবর্তী বলেন, এই সাঁওতাল পাড়ার মানুষেরা আমাদের সংগঠনকে যেরকম ভালোবাসেন, তার তুলনায় আমরা তেমন কিছুই করতে পারি না। বিশ্বনাথ মিত্রর মতে, প্রতিবছর একদিকে এই সরল জনজাতির মহিলাদের সাঁওতালি নাচ ও পুরুষদের বাদ্যযন্ত্রের দ্রিমি দ্রিমি আওয়াজ, অন্যদিকে, ওদের জন্য আমাদের এই সামান্য উপহার এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে। স্বাভাবিক ভাবেই পরবের আগে একটা উপহার পেয়ে খুবই খুশি সাতমনি হাঁসদা, মঙ্গলি হেমব্রম, মঞ্জু হাঁসদা, বিন্দা সোরেন, সোনামনি মুর্মু ও মালতী মুর্মুরা। তারা বলেন, এই মানুষগুলো সময়ে সময়ে আমাদের কাছে আসেন, খোঁজ খবর এটাই অনেক। তার সঙ্গে উপহার তো বাড়তি পাওনা।1
- হুড়া থানা এলাকায় খেজুর রস থেকে গুড় তৈরির করতে আসা এক ব্যক্তি ধর্ষনের অভিযোগে গ্রেফতার, ঐ ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার ইঁদপুর থানা এলাকায়।1