Shuru
Apke Nagar Ki App…
নবদ্বীপে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী ৩১ তম ইতিহাস লোকসংস্কৃতি ও পুরাতত্ত্ব সম্মেলন। দেবাশীষ সিংহ - নদীয়া। নবদ্বীপ পুরাতত্ত পরিষদ আয়োজিত ৩১ তম বর্ষ ইতিহাস পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হলো নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সভা গৃহে ,একুশ ও বাইশে ডিসেম্বর২০২৪ দুদিন ব্যাপী এই সম্মেলনের প্রথম দিন বত্রিশ জন ও দ্বিতীয় দিনে আঠাশজন প্রতিনিধি ইতিহাস লোকসংস্কৃতি ও পুরাতত্ত্ব বিষয়ে লেখা প্রবন্ধ পাঠ করেন। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে বলে জানাজায়। এবিষয়ে পুরাতত্ত্ব পরিষদের অন্যতম সম্পাদক রাখহরি শী আমাদের ক্যামেরার সামনে কি বললেন শুনুন।
Debasish Singha
নবদ্বীপে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী ৩১ তম ইতিহাস লোকসংস্কৃতি ও পুরাতত্ত্ব সম্মেলন। দেবাশীষ সিংহ - নদীয়া। নবদ্বীপ পুরাতত্ত পরিষদ আয়োজিত ৩১ তম বর্ষ ইতিহাস পুরাতত্ত্ব ও লোকসংস্কৃতি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হলো নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সভা গৃহে ,একুশ ও বাইশে ডিসেম্বর২০২৪ দুদিন ব্যাপী এই সম্মেলনের প্রথম দিন বত্রিশ জন ও দ্বিতীয় দিনে আঠাশজন প্রতিনিধি ইতিহাস লোকসংস্কৃতি ও পুরাতত্ত্ব বিষয়ে লেখা প্রবন্ধ পাঠ করেন। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে বলে জানাজায়। এবিষয়ে পুরাতত্ত্ব পরিষদের অন্যতম সম্পাদক রাখহরি শী আমাদের ক্যামেরার সামনে কি বললেন শুনুন।
More news from Nadia and nearby areas
- সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন উপলক্ষে নবদ্বীপ ব্লক কমিটি আয়োজিত সলিল সমারোহ অনুষ্ঠান। দেবাশীষ সিংহ - নদীয়া। গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটি নবদ্বীপ ব্লক আয়োজিত সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো সলিল সমারোহ। সংস্কৃতির পিঠস্থান নদীয়ার নবদ্বীপ শহরে সুপ্রাচীন সাধারণ গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটি, নবদ্বীপ ব্লক আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। বাইশে ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল সাড়ে দশটায় নবদ্বীপ সাধারন গ্রন্থাগার মঞ্চে গণনাট্য সংঘ নবদ্বীপ শাখার শিল্পীদের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে সলিল সমারোহ অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটি নদিয়া জেলা কমিটির অন্যতম সদস্য অমিত অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষন দেন সংগঠনের নবদ্বীপ শহর এলাকার সম্পাদক সুভাষ সাহা। এরপর শুরু হয় এদিনের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান। প্রথমেই অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ,তারপর অনুষ্ঠিত হয় সংগীত ,আবৃত্তি প্রতিযোগিতা। জানাজায় এদিন সারাদিন ধরে চলা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিযোগীদের সান্ধ্যকালীন অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। এছাড়া আরো জানাজায় সলিল চৌধুরী শতবর্ষ উদযাপন কমিটির আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। ব্লক ,জেলা ও রাজ্য,এদিন সারা রাজ্যের সাথে নদিয়া জেলার পাঁচটি ব্লকে অনুষ্ঠিত হয়।1
- সরস্বতী গৌড়ীয় মঠ গাদিগাছা নবদ্বীপ নদীয়া।।1