Shuru
Apke Nagar Ki App…
তেহট্টে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, সিসি ক্যামেরায় ধরা পড়লো ঘটনা তেহট্টের মালািয়াপোতায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১ যুবকের*ষ। মৃতের নাম রিক ঘোষ (২৩)। বাড়ি ধুবুলিয়া থানার চোয়াখালী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক বাইকে চেপে কৃষ্ণনগরের দিক থেকে তেহট্টের দিকে যাবার সময় একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। তখনই অপর দিক থেকে আসা একটি লরি তাকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পুলিশের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘাতক লরিটি পলাতক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
Santu Saha
তেহট্টে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, সিসি ক্যামেরায় ধরা পড়লো ঘটনা তেহট্টের মালািয়াপোতায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ১ যুবকের*ষ। মৃতের নাম রিক ঘোষ (২৩)। বাড়ি ধুবুলিয়া থানার চোয়াখালী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক বাইকে চেপে কৃষ্ণনগরের দিক থেকে তেহট্টের দিকে যাবার সময় একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। তখনই অপর দিক থেকে আসা একটি লরি তাকে পিষে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পুলিশের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘাতক লরিটি পলাতক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
More news from Maldah and nearby areas
- ভারত সরকার সংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় গাজোলে আজ থেকে শুরু হয়ে গেল ৪৯ তম বিষান নাট্য মেলা 2025-26. পাঁচ দিন ধরে চলবে এই নাট্যমেলা.গাজোলে বিষান নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সারা গাজোল পরিক্রমা করা হয়। নাটকের জন্য হাটুন। এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্কুল পড়ুয়া থেকে নাট্যপ্রেমীরা অংশগ্রহণ করেছিলেন।উপস্থিত ছিলেন নাট্য মেলার উদ্বোধক রাজ্য অ্যাকাডেমির সদস্য সচিব ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, বিষান নাট্য সংস্থার পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়, সম্পাদক গদাধর রায়,সভাপতি প্রদ্যুৎ নারায়ন সরকার,কলকাতা ও আলিপুর দুয়ারের নাট্যকর্মীরা ও পরিচালকরা এই বর্ণনাটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল।আজ থেকে বিশাল নাট্য সংস্থার মূল মঞ্চে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি সারা গাজোল পরিক্রমা করে নাট্য মেলা প্রাঙ্গণে শেষ হয়।1
- সদ্য ঠান্ডা কোম্পানি কলকাতার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন গিজার চিমনি সকল ইলেকট্রনিক্স মেরামত ও হোম সার্ভিস হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদের কল করুন ☎️8️⃣8️⃣2️⃣0️⃣2️⃣0️⃣7️⃣1️⃣4️⃣9️⃣1
- এরাই কি সেই অন্ধ ভক্ত1
- হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিলেন পুর্ব ক্যানিং এর বিধায়ক সওকাত মোল্লা।1
- বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল BJP র তরফ থেকে এক নম্বর মন্ডলের BJP সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে অটল বিহারী বাজপাইজি র জন্মদিন পালন এবং সুশাসন দিবস পালিত হল, বারুইপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের শহীদ বেদীতে।1
- ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জোতঘনশ্যাম অঞ্চলের মশালচক বুথ তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় মহিলা বুথ তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে কর্মী বৈঠকের আয়োজন। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ হুদাইত সহ ঐ অঞ্চলের তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।1
- মতুয়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হছে, ভারত বাংলাদেশ সিমান্ত বর্ত্তি গ্রাম মতুয়া মহা সংঘে ধর্মীয় গান ও হরিচাঁদ ও গুরুচাঁদ এর পুজো অর্চনা চলে। মালদহের, বামনগোলা ব্লকে চাঁদপুর অঞ্চলে রাঙামাটি এলাকায় মতুয়া সংগের ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের যে অত্যাচারের শিকার হয়েছে দিপু দাস, সহ পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে এক হওয়া কথা তুলে ধরেন।এই অনুষ্ঠানে বামন গোলা চাঁদপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়।1
- শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়লাভ করলো জয়পুর হাইস্কুল1
- Post by Just chilled company1