মনিপাল হাসপাতালের সাংবাদিক বৈঠক গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও মিনিমালি ইনভেসিভ সার্জারিতে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রেস মিটের আয়োজন করল মণিপাল হাসপাতাল। শনিবার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা। প্রেস মিটে চিকিৎসকরা জানান, বর্তমান সময়ে পেট, অন্ত্র, লিভার, পিত্তথলি ও কোলোরেক্টাল সংক্রান্ত রোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাব এর অন্যতম কারণ। তবে আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এখন এসব জটিল রোগের চিকিৎসা আগের তুলনায় অনেক সহজ, নিরাপদ ও কার্যকর হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, মিনিমালি ইনভেসিভ সার্জারি, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারির ফলে রোগীদের বড় কাটাছেঁড়ার প্রয়োজন হচ্ছে না। এতে অপারেশনের পর ব্যথা কম হচ্ছে, সংক্রমণের ঝুঁকি কমছে এবং রোগীরা খুব অল্প সময়ের মধ্যেই বাড়ি ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন। বিশেষ করে গলস্টোন, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, কোলোরেক্টাল ক্যান্সার এবং লিভারের বিভিন্ন জটিল রোগে এই আধুনিক পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে জানান বিশেষজ্ঞরা। প্রেস মিটে আরও জানানো হয়, মণিপাল হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল টিম রোগ নির্ণয় থেকে শুরু করে সার্জারি ও পরবর্তী চিকিৎসা পর্যন্ত সমন্বিত পরিষেবা প্রদান করে। উন্নত ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করাই হাসপাতালের লক্ষ্য।শেষে চিকিৎসকরা সাধারণ মানুষকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সময়মতো রোগ নির্ণয় হলে বড় রোগ থেকেও সহজে রক্ষা পাওয়া সম্ভব বলেও তারা জানান।
মনিপাল হাসপাতালের সাংবাদিক বৈঠক গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও মিনিমালি ইনভেসিভ সার্জারিতে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রেস মিটের আয়োজন করল মণিপাল হাসপাতাল। শনিবার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা। প্রেস মিটে চিকিৎসকরা জানান, বর্তমান সময়ে পেট, অন্ত্র, লিভার, পিত্তথলি ও কোলোরেক্টাল সংক্রান্ত রোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাব এর অন্যতম কারণ। তবে আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এখন এসব জটিল রোগের চিকিৎসা আগের তুলনায় অনেক সহজ, নিরাপদ ও কার্যকর হয়ে উঠেছে। চিকিৎসকদের মতে, মিনিমালি ইনভেসিভ সার্জারি, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারির ফলে রোগীদের বড় কাটাছেঁড়ার প্রয়োজন হচ্ছে না। এতে অপারেশনের পর ব্যথা কম হচ্ছে, সংক্রমণের ঝুঁকি কমছে এবং রোগীরা খুব অল্প সময়ের মধ্যেই বাড়ি ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন। বিশেষ করে গলস্টোন, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, কোলোরেক্টাল ক্যান্সার এবং লিভারের বিভিন্ন জটিল রোগে এই আধুনিক পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে জানান বিশেষজ্ঞরা। প্রেস মিটে আরও জানানো হয়, মণিপাল হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল টিম রোগ নির্ণয় থেকে শুরু করে সার্জারি ও পরবর্তী চিকিৎসা পর্যন্ত সমন্বিত পরিষেবা প্রদান করে। উন্নত ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করাই হাসপাতালের লক্ষ্য।শেষে চিকিৎসকরা সাধারণ মানুষকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সময়মতো রোগ নির্ণয় হলে বড় রোগ থেকেও সহজে রক্ষা পাওয়া সম্ভব বলেও তারা জানান।
- সামডিতে পাড়ায় সংলাপ অনুষ্ঠান:- সালানপুর:-আজ অর্থাৎ শনিবার থেকে সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় উন্নয়নের পাঁচালির পাড়ায় সংলাপ।যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম মুক্তাইচন্ডী পাহাড়ে পুজো দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।তারপর তিনি পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের কাছে 15বছর ধরে রাজ্য সরকারের দ্বারা উন্নয়ন মূলক কাজ গুলি তুলে ধরেন।পাশাপাশি পাড়ার মানুষের সমস্যার কথা গুলি শুনেন এবং সমাধানের আশ্বাসদেন।এদিন তিনি জানান উন্নয়ননের পাঁচালি পাড়ায় সংলাপ অনুষ্ঠানে আজ সামডি অঞ্চলে করা হচ্ছে।রাজ্যের উন্নয়ন মূলক কাজ ও প্রকল্প গুলি এলাকার মানুষদের সামনে অবগত করা হচ্ছে।মানুষ সমস্ত সুবিধা গুলি ঠিকমত পাচ্ছে কি না তা দেখা হচ্ছে।তাছাড়া এখনো পাড়ায় ছোট ছোট কিছু সমস্যা রয়েছে তা তাদের মুখে শোনা হচ্ছে।আগামী দিনে চেষ্টা করা হবে যাতে সমস্যা গুলি সমাধান করা যায়। তাছাড়া এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল সহ আরো অনেকে।1
- रक्तदान के साथ सामूहिक सुंदरकांड पाठ कर श्री राम कथा का श्रद्धालुओं ने किया श्रवण बर्नपुर : श्री नरसिंहबांध बालाजी धाम की ओर से विशाल हनुमान ध्वजा पदयात्रा के उपलक्ष्य पर एसएसपी ग्राउंड में आयोजित श्री रामकथा के दौरान शुक्रवार को रक्तदान शिविर और धाम में सामूहिक सुंदरकांड पाठ का आयोजन किया गया। इस दौरान बर्नपुर वोलेंट्री ब्लड डोनर्स की सहयोग से रक्तदान शिविर का आयोजन कथास्थल पर हुआ, जिसमें कुल 24 लोगों ने रक्तदान किया। उन्हें प्रमाणपत्र देकर उन्हें समान्नित किया गया। इस दौरान नरेश अग्रवाल, दीपक तोदी, पवन गुटगुटिया, सुमन गुहा, शिवनाथ वर्मा सहित अन्य उपस्थित थे। वही श्री राम कथा के दौरान पूज्य श्री राममोहन महाराज जी ने कहा कि सत्संग का सुख एक पल का भी हो तो स्वर्ग का आनंद मिलता है। कवीर दास जी कहते है, बैकुंठ तो है, मगर उनकी कथा नहीं है, लेकिन पृथ्वी पर कथा है, तो प्रभु भी साथ है। उन्होंने कहा कि समाज में बढ़ कर अपनी ज्ञान नहीं देना चाहिए। जबतक सलाह नहीं मांगा जाए, तबतक नहीं देना चाहिए। वही इस कथा के दौरान पवन भाई जी, सोनू भाई जी, धाम के संचालक संतोष भाई जी, मुख्य यजमान धर्मेंद्र मित्तल, बबिता देवी मित्तल, पवन अग्रवाल, बजरंग अग्रवाल, विमल अग्रवाल, प्रमोद अग्रवाल, मुकेश अग्रवाल सहित सैकड़ों की संख्या में श्रद्धालु मौजूद थे।1
- দেবারতি কলা কেন্দ্রের উদ্যোগে জয়পুর ফরেস্ট অফিস প্রাঙ্গণে একটি বৃহৎ শিল্প সংস্কৃতি মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই কলা উৎসবে শিশু শিল্পী থেকে শুরু করে অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত চিত্রশিল্পী সহ প্রায় 200 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বিশিষ্ট শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটি শিল্প ও সংস্কৃতির এক মহান মিলন উৎসব হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে, যার মধ্যে রয়েছে চিত্রকলা, ভাস্কর্য, নৃত্য, সংগীত এবং আরও অনেক কিছু। শিল্পীরা তাদের সৃজনশীলতা এবং প্রতিভা প্রদর্শন করেছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল শিল্প ও সংস্কৃতির প্রচার এবং প্রসার। এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে যেখানে শিল্পীরা তাদের কাজ প্রদর্শন করতে পারেন এবং দর্শকরা তাদের সৃজনশীলতা উপভোগ করতে পারেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি আবারও প্রমাণ করেছে যে শিল্প ও সংস্কৃতি মানুষকে একত্রিত করতে পারে।1
- প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সংগীতের সঙ্গে রাজ্য গীত গেয়ে ছাত্রছাত্রীরা দেশ ও রাজ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় হবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও অভিভাবকেরা।1
- গড়বেতার ছোট আঙ্গারিয়া দিবসকে সামনে রেখে শহীদ স্মরণসভা তৃণমূলের ৪ঠা জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া দিবস। প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয়।এইদিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এক ঝাঁক নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে এক জোটে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৪ঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় ১১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আর অভিযোগ ওঠে CPIM এর দুষ্কৃতীদের উপর। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা করছে তৃণমূল।1
- Post by News Arambagh Town1
- ১০০ দিনের কাজের নাম পরিবর্তন ঘিরে তোলপাড় দেশের রাজনীতি। মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে ভারতবর্ষের ঐতিহ্যকে কালিমালিপ্ত করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। নাম পরিবর্তন করে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা করার অভিযোগ তুলে ফের সরব হল কংগ্রেস। দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অনশন সত্যাগ্রহ আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। রবিবার সকাল থেকে এই কর্মসূচিতে যোগ দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবীর চক্রবর্তী পর্যবেক্ষক ওমপ্রকাশ জয়সওয়াল সহ জেলা ও ব্লকের নেতৃত্বরা। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন,"সোনিয়া গান্ধী, মনমোহন সিংয়ের গ্রীন প্রজেক্ট ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প। যা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামীণ এলাকার মানুষদের রোজকারের জায়গা হয়েছিল। সেই জাতির জনক মহোত্মা গান্ধীর নাম পরিবর্তন করে দিল দেশের প্রধানমন্ত্রী। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। নতুন নিয়মে আবার বলা হয়েছে ৬০% কেন্দ্র দেবে আর ৪০% রাজ্য দেবে। যে রাজ্য সরকারের অর্থনীতি ভারে মা ভবানী তারা কিভাবে টাকা দেবে। সরাসরি কেন্দ্রীয় সরকার পরিচালনা করতে চাইছে এই প্রকল্প। এই ভাবেই ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে ফেলে দিতে চাইছে আর এই প্রকল্পকেও বন্ধ করে দিতে চাইছে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন জারি রয়েছে।"1
- স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।1
- 10/01, 11:51 pm] Santosh Kumar Mandal: आसनसोल से तबादला कर डीआरएम विनीता श्रीवास्तव को बनाया गया मुरादाबाद की नई डीआरएम आसनसोल : आसनसोल की डीआरएम रही श्रीमती विनीता श्रीवास्तव का ट्रांसफर मुरादाबाद की नई डीआरएम के पद पर किया गया है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड द्वारा आदेश पत्र जारी कर श्रीमती विनीता श्रीवास्तव को मुरादाबाद की नई डीआरएम का पद सौंपा गया है। सूत्रों के अनुसार श्रीमती विनीता श्रीवास्तव ने मानवता के आधार पर इस डिविजन में उनकी पोस्टिंग करने की अपील की थी। जिस पर रेलवे बोर्ड ने मुहर लगा दी है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड के अंडर सेक्रेटरी /ई ओ 3 दिवाकर दत्त रोदुला ने आदेश पत्र जारी किया है। गौरतलब है कि उनका ट्रांसफर वेस्ट सेंट्रल रेलवे में किए जाने का आदेश जारी किया गया था लेकिन श्रीमती विनीता श्रीवास्तव के आवेदन पर उन्हें मुरादाबाद की नई डीआरएम बनाया गया है।1