আজ ১২ই জানুয়ারি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। সোমবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বিবেকানন্দ স্ট্যাচু প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধের শপথ নেওয়া হয়। এরপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ। জাতীয় সংগীতের সুরে সমগ্র এলাকা এক ভাবগম্ভীর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। স্বামীজির আদর্শ ও জীবনদর্শনের ওপর ভিত্তি করে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কচিকাঁচাদের নিয়ে 'বসে আঁকো' প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দায়বদ্ধতা থেকে সোসাইটির পক্ষ থেকে এলাকার প্রায় ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান যুব সমাজের অবক্ষয় রোধে স্বামীজির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা স্বামীজির সেই কালজয়ী মহামন্ত্র— 'ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না'— যুব সমাজের কাছে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তাঁদের দেশ ও দশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি শেষ পর্যন্ত একটি মিলন উৎসবে পরিণত হয়। স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তীকে ঘিরে দিনভর এলাকায় এক বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আজ ১২ই জানুয়ারি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। সোমবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বিবেকানন্দ স্ট্যাচু প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধের শপথ নেওয়া হয়। এরপর স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ। জাতীয় সংগীতের সুরে সমগ্র এলাকা এক ভাবগম্ভীর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। স্বামীজির আদর্শ ও জীবনদর্শনের ওপর ভিত্তি করে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কচিকাঁচাদের নিয়ে 'বসে আঁকো' প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সামাজিক দায়বদ্ধতা থেকে সোসাইটির পক্ষ থেকে এলাকার প্রায় ১০০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান যুব সমাজের অবক্ষয় রোধে স্বামীজির শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা স্বামীজির সেই কালজয়ী মহামন্ত্র— 'ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না'— যুব সমাজের কাছে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তাঁদের দেশ ও দশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি শেষ পর্যন্ত একটি মিলন উৎসবে পরিণত হয়। স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তীকে ঘিরে দিনভর এলাকায় এক বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
- সাত সকালেই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল ট্রাক্টর চালকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর মোদীয়ান কলেজ মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মহম্মদ বাজার থানা এলাকা থেকে বালি বোঝাই করে নিয়ে আসছিল এক ট্রাক্টর চালক। তবে গাড়ি চালকের অসাধারণতার কারণে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌছাই মল্লারপুর থানার পুলিশ।মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যাক্তির নাম কাঞ্চন মির্ধা( ৩২)। বাড়ি মহম্মদ বাজার থানা এলাকায়।1
- ভগবানগোলায় বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির দ্বিতীয় সম্মেলন, মাসিক প্রশিক্ষণের আশ্বাস বিধায়ক রিয়াদ হোসেনের সরকার1
- सोशल मीडिया पर एक बच्चे का मज़ेदार वीडियो वायरल हो रहा है, जिसमें उसके एक्सप्रेशन पर यूज़र्स ने लिखा, अब होगी पूरी फैमिली की फील्डिंग सेट।वीडियो को ह्यूमर और रिएक्शन मीम के तौर पर खूब शेयर किया जा रहा है। #Viral #TrendingReels #InternetBuzz #FunnyVideo #MemeCulture #Reels1
- बांग्लादेशियों का फर्जी सर्टिफिकेट बनाने के आरोप में युवक गिरफ्तार सालानपुर : पश्चिम बंगाल मे चल रही एसआईआर परिकिर्या के बिच आसनसोल सलानपुर थाना पुलिस को एक बड़ी सफलता हाथ लगी है, इस सफलता मे सलानपुर थाना पुलिस ने सलानपुर थाना अंतर्गत देंदुआ से इलाके से छोटन सेन नाम के एक युवक को गिरफ्तार किया है, छोटन सेन के ऊपर आरोप है की वह मयना सेन नाम की एक बांग्लादेशी महिला को भारतीय नागरिकता से जुड़ी कई कागजात और दस्तावेज जाली कागजातों के आधार पर उन विभागों से जुड़े अधिकारीयों को गुमराह कर बनाकर दे चूका था, जिसकी जाँच के दौरान छोटन सेन की करतूत सामने आई और सलानपुर थाना पुलिस ने उसे गिरफ्तार कर लिया, पुलिस सूत्रों के मुताबिक छोटन सेन ने मयना सेन ही नही बल्कि अन्य कई और बांग्लादेशियों को भारतीय नागरिकता से जुड़ी कागजातों को बनाया है, जिसके लिये उसने उनसे मोटी रकम भी ली है, जिसकी जाँच भी चल रही है, जाँच रिपोर्ट सामने आने के बाद मामले मे और भी खुलासे हो सकते हैं1
- প্রতিযোগিতার কঠোর মঞ্চ নয়, বরং তাঁর সহজাত নেতৃত্ব দানের সুললিত প্রতিভাই তাঁকে বারে বারেই তুলে এনেছে পাদপ্রদীপের আলোয়। সুদক্ষ আইনজীবী হিসেবে পরপর মাইল ফলক ছুঁয়ে যাওয়া তরুণ এই অমায়িক হাস্যময় ব্যক্তিটি পশ্চিম বর্ধমান জেলায় ইতিমধ্যেই তাঁর ধারালো প্রতিভার স্বাক্ষর রেখেছেন।সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষিপ্রতা ও গভীর বিচক্ষণতা বোধই তাঁকে এনে দিয়েছে নেতৃত্ব দানের এক বিস্ময়কর শক্তি। সদা হাস্যময় এই মানুষটির নাম 'সঞ্জীব কুন্ডু'। সর্বসম্মতিক্রমে এবং সর্বোচ্চ অধিনায়িকার আশীর্বাদ পুষ্ট হয়ে এ বছরও তিনি পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন।বয়সে তরুণ হলেও অভিজ্ঞতায় ঋদ্ধ এই আইনজীবী 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের অত্যন্ত স্নেহভাজন। তাঁর ওপর জেলা সভাপতির দায়িত্ব অর্পণ করে মমতা বালা দেবী যদিও অত্যন্ত খুশি। পরম নিশ্চিন্তেই তাঁর সংগঠন প্রসারণের দায়িত্ব তিনি সঞ্জীব বাবুর উপর অর্পণ করেছেন। এবং মমতা বালা দেবীর সেই আশীর্বাদকে পাথেয় করেই সঞ্জীববাবু তাঁর সংগঠনকে এক সম্মানজনক উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন বিগত দিনগুলিতে। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও সভাপতি পদে ঐতিহাসিক জয় পেয়েছেন সঞ্জীব বাবু। এত কম বয়সে সভাপতির মত ওজনদার পদে বিপুল জয় পাওয়া তাঁর জীবনের আরও এক মাইল ফলক ছুঁয়ে যাওয়া। দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশন' এর সকল আইনজীবী বন্ধুদের জন্য ইতিমধ্যেই তিনি বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডও শুরু করেছেন যা তাঁকে এনে দিয়েছে বাড়তি সম্ভ্রম এবং মর্যাদা। সঞ্জীব বাবু বলেন, অন্য কারো সাথে নয়, প্রতি মুহূর্তে তিনি তাঁর নিজের সঙ্গেই প্রতিযোগিতা করেন। তাঁর কাজের মূল্যায়ন করেন, এবং সেই প্রেরণাতেই তিনি সামনের পথ এগিয়ে চলেন। দ্বিতীয়বারের জন্য পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর সঞ্জীবাবু বলেন, চলতি বছরেই এ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগেই তিনি সমগ্র জেলার মতুয়া ভাই-বোনদের সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাবেন। সংগঠনের উন্নয়নের জন্য তিনি একনিষ্ঠ ভাবে লড়াই করে যাওয়ার সংকল্পে ব্রতী হয়েছেন। তিনি বলেন, তাঁর সংগঠনের যেসব ভাই-বোনেরা এখনো সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, তাঁদের সার্বিক উন্নয়নের জন্য তিনি সব রকম ভাবে প্রয়াসী হবেন। দ্বিতীয়বারের জন্য সঞ্জীব বাবু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বর্ধমান জেলার সর্বোচ্চ সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন অংশের অসংখ্য মানুষ। অগণিত শুভানুধ্যায়ী মানুষের আশীর্বাদ পাথেও করে এক নতুন চ্যালেঞ্জ সামনে নিয়েই এখন থেকেই তিনি আগামীর পথ পাড়ি দিতে চান বলে জানালেন সদ্য নির্বাচিত জেলা সভাপতি সঞ্জীব কুন্ডু।2
- RANIGANJ : रानीगंज में गूँजा 'वीर संन्यासी' का जयघोष: स्वामी विवेकानंद की 164वीं जयंती पर निकाली गई भव्य शोभायात्रा REPORT : Faizan Siddiqui #Asansol #asansoltoday #RaniganjNews #RaniganjCity #asansolnews #asansolcityofbrotherhood #asansolcity #Raniganj #raniganjbazar #RaniganjVidhansabha1
- নলহাটিতে বিভিন্ন বুথে ‘উন্নয়নের সংলাপ’—উপস্থিত বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং!!1
- রবিবার হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর রামপুরহাট স্টেশন এবং সংলগ্ন এলাকা পরিদর্শন যেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন নতুন রেল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং স্টেশনের সামগ্রিক পরিকাঠামো, বিশেষত তারাপীঠের তীর্থযাত্রীদের সুবিধার বিষয়গুলি পর্যবেক্ষণ করেন, যা স্টেশনটিকে একটি গুরুত্বপূর্ণ জংশন হিসাবে গড়ে তুলতে সাহায্য করছে1
- BLO শিক্ষক হামিমুল ইসলামের রহস্যমৃত্যু, স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার1