Shuru
Apke Nagar Ki App…
ছিনতাই এর ঘটনায় বাদুড়িয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার ২, অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি চেকবুক দুইটি পাসবুক ও ৪২ হাজার টাকা, অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ১০ দিন পুলিশ হেফাজত নেয়ার পর আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করল বাদুড়িয়া থানার পুলিশ, যা বাদুড়িয়া থানার পুলিশের একটি বড় সাফল্য বলে মনে করছেন এলাকার মানুষ.
BPN LIVE
ছিনতাই এর ঘটনায় বাদুড়িয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার ২, অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি চেকবুক দুইটি পাসবুক ও ৪২ হাজার টাকা, অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ১০ দিন পুলিশ হেফাজত নেয়ার পর আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করল বাদুড়িয়া থানার পুলিশ, যা বাদুড়িয়া থানার পুলিশের একটি বড় সাফল্য বলে মনে করছেন এলাকার মানুষ.
More news from 24 Paraganas South and nearby areas
- "শিশু সুরক্ষার শুরু সচেতনতা ও শিক্ষার মাধ্যমে। যখন শিশু নির্যাতন ও অনলাইন শোষণের ঘটনা বাড়ছে, তখন সঠিক জ্ঞানই শিশুদের সবচেয়ে বড় সুরক্ষা। Missing Link Trust শিক্ষা, শিল্প ও প্রযুক্তির মাধ্যমে মাঠে নেমে শিশু যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করছে। তাদের MASSp প্রোগ্রামের মাধ্যমে শিশুরা অনিরাপদ পরিস্থিতি চিনতে শেখে, নিজের অধিকার বোঝে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে। স্কুল, পরিবার ও সমাজ একসাথে এগিয়ে এলে তবেই প্রতিটি শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। — মধ্যপূর্ব গুরগুড়িয়া আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক"1
- রাজ কুমার ঘোষ। কালনা। পূর্ব বর্ধমান নিঃশর্ত দাবি তে SIR সমস্ত ভারতীয় নাগরিকদের নাম তুলতে হবে। যাদের ভোটার লিস্টে নাম ছিল তাদের নাম সেই ভাবেই রাখতে হবে। SIR এর নামে মানুষকে হয়রানি করা চলবে না। এই সমস্ত দাবি নিয়ে এদিন শুক্রবার সকলে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে সামিল হলেন স্থানীয়ও এলাকার মানুষজনেরা। ভারতের নাগরিক সমাজ ও সকল মুসলিম সমাজের মানুষ এদিন এই রেল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি। জিআরপি আরপিএফ এর বাধা অতিক্রম করে এদিন রেল অবরোধ চালায় মানুষজন। শুক্রবার ৭. ৫০ থেকে ৮. ০২ পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকায় এলাকার মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় কালনা জিআরপি এবং আরপিএফ। পরবর্তী সময়ে তাদের আশ্বাসে রেল অবরোধ সরিয়ে নেয় তারা।1
- পৌষ মাস শেষ হয়ে গেল! পৌষের শেষ মঙ্গলবারেও বেশ কিছু পৌষকালী পূজা হয়েছে কৃষ্ণনগরে। রইলো ঐদিনের একটি পূজার ভিডিও, সেবক সংঘের, গত 13/01/25 তারিখে তোলা। আগের দিন সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, রয়েছে স্টেজ। পূজা উপলক্ষে পার্শ্ববর্তী লজে সন্ধ্যায় খাওয়ানো হয়েছে প্রসাদ। মেনুতে ছিলো- খিচুড়ি, বেগুনি, ছ্যাঁচড়া, আলুর দম, পায়েস ও একটি করে রসগোল্লা। ভিডিওতে প্রসাদ খাওয়ানোর দৃশ্যও সংযোজিত আছে। আমি ওখানে প্রসাদ আহার করেছিলাম।1
- মেদিনীপুর কলেজিয়েট স্কুল মঞ্চে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের মধ্যে একা গেল প্রবল উন্মাদনা।1
- শুক্রবার বিকেলে উদ্বোধন হবে ৩৭ তম ঘাটাল শিশু মেলা। উদ্বোধন করবেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব সাথে থাকবেন রুক্মিণী। কিন্তু মেলা উদ্বোধনের আগে থেকে ভাইরাল মেলায় আসা অস্থায়ী এই দ্বিতল রেস্টুরেন্ট।1
- ভারতীয় নমো সংঘের উদ্যোগে গঙ্গা এবং জলঙ্গী নদী বাঁচাও কর্মসূচী বেথুয়াডহরীতে1
- আজ জেলা সফরে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কলেজিয়েট মাঠে হবে জনসভা সেই জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা জুড়ে বাসে করে তৃণমূল কর্মী সমর্থকেরা পাড়ি দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে যার কারণে যাত্রী পরিবহনকারী বাসের সংখ্যা অত্যন্ত কম । ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।1
- দাসপুরের আজুড়িয়ায় এসে কি বললেন তৃণমূলের সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মী রাজন্যা হালদার1
- ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর পীরতলায় পথ দুর্ঘটনা, আহত ১। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা। বাইকের সাথে সাইলের ধাক্কা। গুরুতর জখম সাইকেল চালক। তাকে উদ্ধার পড়ে পাঠানো হয় হাসপাতালে।1