অসামাজিক কাজকর্ম কুসংস্কার দূর করতে যাত্রা উৎসব অসামাজিক কাজকর্ম আর কুসংস্কারে যখন সমাজ আবদ্ধ হয়ে পড়ে, তখন মানুষের মধ্যে জাগরণের বার্তা নিয়ে মঞ্চে উঠে আসে যাত্রা। যাত্রার সংলাপ, গান ও অভিননের মধ্য দিয়েই প্রশ্ন তোলা হয় সামাজিক অবক্ষয়, কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে। লোকসংস্কৃতির এই শক্তিশালী মাধ্যম আবারও প্রমাণ করল যাত্রা শুধু বিনোদন নয়, সমাজকে পথ দেখানোর এক অস্ত্র। এই সামাজিক জাগরণের ধারাবাহিকতায় শুরু হল জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে লোকশিল্প ও যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকেরা।পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের সামনে ফুটবল ময়দানে শনিবার এই উৎসবের সূচনা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিম বর্ধমানের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে লোকসংগীত, লোকনৃত্য ও যাত্রাশিল্পের পরিবেশনা দর্শকদের মন কেড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, অনুভা চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের বক্তব্যে সমাজ সংস্কারে লোকসংস্কৃতির ভূমিকা এবং যাত্রার প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। রবিবার থেকে পরপর দুদিন ধরে এই ময়দানে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। সামাজিক বার্তায় ভর করে যাত্রার মঞ্চে উঠে আসবে প্রতিবাদ, সচেতনতা ও জাগরণের গল্প। সব মিলিয়ে লোকজ সংস্কৃতির ছোঁয়ায় নতুন করে জেগে উঠছে গ্রামীণ এলাকা।
অসামাজিক কাজকর্ম কুসংস্কার দূর করতে যাত্রা উৎসব অসামাজিক কাজকর্ম আর কুসংস্কারে যখন সমাজ আবদ্ধ হয়ে পড়ে, তখন মানুষের মধ্যে জাগরণের বার্তা নিয়ে মঞ্চে উঠে আসে যাত্রা। যাত্রার সংলাপ, গান ও অভিননের মধ্য দিয়েই প্রশ্ন তোলা হয় সামাজিক অবক্ষয়, কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে। লোকসংস্কৃতির এই শক্তিশালী মাধ্যম আবারও প্রমাণ করল যাত্রা শুধু বিনোদন নয়, সমাজকে পথ দেখানোর এক অস্ত্র। এই সামাজিক জাগরণের ধারাবাহিকতায় শুরু হল জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে লোকশিল্প ও যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকেরা।পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের সামনে ফুটবল ময়দানে শনিবার এই উৎসবের সূচনা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, পশ্চিম বর্ধমানের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে লোকসংগীত, লোকনৃত্য ও যাত্রাশিল্পের পরিবেশনা দর্শকদের মন কেড়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, অনুভা চক্রবর্তী ও প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের বক্তব্যে সমাজ সংস্কারে লোকসংস্কৃতির ভূমিকা এবং যাত্রার প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। রবিবার থেকে পরপর দুদিন ধরে এই ময়দানে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। সামাজিক বার্তায় ভর করে যাত্রার মঞ্চে উঠে আসবে প্রতিবাদ, সচেতনতা ও জাগরণের গল্প। সব মিলিয়ে লোকজ সংস্কৃতির ছোঁয়ায় নতুন করে জেগে উঠছে গ্রামীণ এলাকা।
- সামডিতে পাড়ায় সংলাপ অনুষ্ঠান:- সালানপুর:-আজ অর্থাৎ শনিবার থেকে সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় উন্নয়নের পাঁচালির পাড়ায় সংলাপ।যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম মুক্তাইচন্ডী পাহাড়ে পুজো দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন।তারপর তিনি পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের কাছে 15বছর ধরে রাজ্য সরকারের দ্বারা উন্নয়ন মূলক কাজ গুলি তুলে ধরেন।পাশাপাশি পাড়ার মানুষের সমস্যার কথা গুলি শুনেন এবং সমাধানের আশ্বাসদেন।এদিন তিনি জানান উন্নয়ননের পাঁচালি পাড়ায় সংলাপ অনুষ্ঠানে আজ সামডি অঞ্চলে করা হচ্ছে।রাজ্যের উন্নয়ন মূলক কাজ ও প্রকল্প গুলি এলাকার মানুষদের সামনে অবগত করা হচ্ছে।মানুষ সমস্ত সুবিধা গুলি ঠিকমত পাচ্ছে কি না তা দেখা হচ্ছে।তাছাড়া এখনো পাড়ায় ছোট ছোট কিছু সমস্যা রয়েছে তা তাদের মুখে শোনা হচ্ছে।আগামী দিনে চেষ্টা করা হবে যাতে সমস্যা গুলি সমাধান করা যায়। তাছাড়া এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সামডি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল সহ আরো অনেকে।1
- रक्तदान के साथ सामूहिक सुंदरकांड पाठ कर श्री राम कथा का श्रद्धालुओं ने किया श्रवण बर्नपुर : श्री नरसिंहबांध बालाजी धाम की ओर से विशाल हनुमान ध्वजा पदयात्रा के उपलक्ष्य पर एसएसपी ग्राउंड में आयोजित श्री रामकथा के दौरान शुक्रवार को रक्तदान शिविर और धाम में सामूहिक सुंदरकांड पाठ का आयोजन किया गया। इस दौरान बर्नपुर वोलेंट्री ब्लड डोनर्स की सहयोग से रक्तदान शिविर का आयोजन कथास्थल पर हुआ, जिसमें कुल 24 लोगों ने रक्तदान किया। उन्हें प्रमाणपत्र देकर उन्हें समान्नित किया गया। इस दौरान नरेश अग्रवाल, दीपक तोदी, पवन गुटगुटिया, सुमन गुहा, शिवनाथ वर्मा सहित अन्य उपस्थित थे। वही श्री राम कथा के दौरान पूज्य श्री राममोहन महाराज जी ने कहा कि सत्संग का सुख एक पल का भी हो तो स्वर्ग का आनंद मिलता है। कवीर दास जी कहते है, बैकुंठ तो है, मगर उनकी कथा नहीं है, लेकिन पृथ्वी पर कथा है, तो प्रभु भी साथ है। उन्होंने कहा कि समाज में बढ़ कर अपनी ज्ञान नहीं देना चाहिए। जबतक सलाह नहीं मांगा जाए, तबतक नहीं देना चाहिए। वही इस कथा के दौरान पवन भाई जी, सोनू भाई जी, धाम के संचालक संतोष भाई जी, मुख्य यजमान धर्मेंद्र मित्तल, बबिता देवी मित्तल, पवन अग्रवाल, बजरंग अग्रवाल, विमल अग्रवाल, प्रमोद अग्रवाल, मुकेश अग्रवाल सहित सैकड़ों की संख्या में श्रद्धालु मौजूद थे।1
- ছন্দে ছন্দে মধুর আনন্দে গুটিগুটি পায়ে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ সগৌরবে একশত বছর অতিক্রম করেলো। সেই উপলক্ষে 10 থেকে 12 জানুয়ারি২০২৬ তিন দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হয়ে গেল। ১০ই জানুয়ারি ২০২৬ সকাল ৮ টায় পতাকা উত্তোলন এবং বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।পরে প্রদীপ প্রোজ্জ্ব্যলন অতিথি বরন এবং নৃত্য গীতে মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং বরণ ছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মনোগ্রাহী ভিন্ন স্বাদের সংগীত এবং নৃত্য ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়াও তিন দিন ধরে রয়েছে চলচ্চিত্র এবং দূরদর্শনের শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও কচিকাঁচাদের জন্য রয়েছে ম্যাজিক শো প্রবীণ দের জন্য রয়েছে যাত্রাপালা ও নানান অনুষ্ঠান । স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ কুমার ঘোষ আমাদের জানান বেলুড় মঠের মহারাজ স্বামী অচ্যুতানন্দজী প্রদীপ প্রজ্জালন এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ করেন।বিভিন্ন গুণী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠানগুলি বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।3
- ২০২৬ প্রাইমারি গেমসে আবারো রাজ্য champion বাংলার তথা গোঘাটের গর্ব সাওরাগেরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু1
- পুঞ্চা:আগুনে ভস্মীভূত হয়ে গেলো আস্ত একটা দোকান1
- শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আরামবাগে বিজেপির বিক্ষোভ #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #আরামবাগ #Hooghly #বিজেপি #BJPNEWS #arambagh News Arambagh Town1
- প্রস্তুতি তুঙ্গে। পাড়ায় পাড়ায় চলছে প্রচার। সোশ্যাল মিডিয়াতেও ঊর্ধ্ব গগনে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগদানের আমন্ত্রণ। কিন্তু শেষ মুহূর্তে বিজেপির তরফ থেকে ঘোষণা দুর্গাপুরের ধান্ডাবাগ বাগানপাড়ায় বাতিল পরিবর্তন সংকল্প সভা। যাকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এই এলাকায় ১৩ই জানুয়ারি এই কর্মসূচি হওয়ার কথা ছিল বিজেপির। মাঠের চতুর্দিকে দলীয় পতাকা বাধা হয়েছে। গেরুয়া রঙের কাপড় দিয়ে ঘেরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছিল মাঠ। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ১২ এবং ১৩তারিখ বিজেপির রাজ্য সভাপতি দিল্লিতে যাচ্ছেন। যেহেতু তিনি থাকতে পারবেন না সেই জন্য এই সভা আপাতত স্থগিত করা হয়েছে। কিছুদিন পরে আবার এই সভা করা হবে। কটাক্ষ করে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জী বলেন,"বিজেপি বুঝতে পেরেছে তাদের দলের লোক হবে না। সেই জন্য শেষে আমাদের দলীয় পতাকা ড্রেনে ফেলে দিয়েছিল। আর শেষ মুহূর্তে তাদের কর্মসূচিও বাতিল করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছেনা। তারই প্রতিফলন হয়তো এই সভা বাতিল।"1
- স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।1
- 10/01, 11:51 pm] Santosh Kumar Mandal: आसनसोल से तबादला कर डीआरएम विनीता श्रीवास्तव को बनाया गया मुरादाबाद की नई डीआरएम आसनसोल : आसनसोल की डीआरएम रही श्रीमती विनीता श्रीवास्तव का ट्रांसफर मुरादाबाद की नई डीआरएम के पद पर किया गया है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड द्वारा आदेश पत्र जारी कर श्रीमती विनीता श्रीवास्तव को मुरादाबाद की नई डीआरएम का पद सौंपा गया है। सूत्रों के अनुसार श्रीमती विनीता श्रीवास्तव ने मानवता के आधार पर इस डिविजन में उनकी पोस्टिंग करने की अपील की थी। जिस पर रेलवे बोर्ड ने मुहर लगा दी है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड के अंडर सेक्रेटरी /ई ओ 3 दिवाकर दत्त रोदुला ने आदेश पत्र जारी किया है। गौरतलब है कि उनका ट्रांसफर वेस्ट सेंट्रल रेलवे में किए जाने का आदेश जारी किया गया था लेकिन श्रीमती विनीता श्रीवास्तव के आवेदन पर उन्हें मुरादाबाद की नई डीआरएम बनाया गया है।1