দুর্গাপুরে তিন নম্বর প্লেট নিয়ে ধরা পড়ল পণ্যবাহী ট্রাক, উত্তেজনা গোল পার্ক এলাকায়।দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় একটি পণ্যবাহী ট্রাককে ঘিরে। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ।ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী যান চলাচল হয় এবং পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি হয়ে উঠেছে।শনিবার কলোনির স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরে চালককে হাতেনাতে আটক করেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে দেয়।স্থানীয়দের প্রশ্ন একটি ট্রাক অথচ একাধিক নম্বর প্লেট, কীভাবে সম্ভব? জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব-ট্রাফিকের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি আটক করা হয়। এক ট্রাফিক আধিকারিক জানান, নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্গাপুরে তিন নম্বর প্লেট নিয়ে ধরা পড়ল পণ্যবাহী ট্রাক, উত্তেজনা গোল পার্ক এলাকায়।দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় একটি পণ্যবাহী ট্রাককে ঘিরে। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ।ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী যান চলাচল হয় এবং পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি হয়ে উঠেছে।শনিবার কলোনির স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরে চালককে হাতেনাতে আটক করেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে দেয়।স্থানীয়দের প্রশ্ন একটি ট্রাক অথচ একাধিক নম্বর প্লেট, কীভাবে সম্ভব? জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব-ট্রাফিকের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি আটক করা হয়। এক ট্রাফিক আধিকারিক জানান, নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- रक्तदान के साथ सामूहिक सुंदरकांड पाठ कर श्री राम कथा का श्रद्धालुओं ने किया श्रवण बर्नपुर : श्री नरसिंहबांध बालाजी धाम की ओर से विशाल हनुमान ध्वजा पदयात्रा के उपलक्ष्य पर एसएसपी ग्राउंड में आयोजित श्री रामकथा के दौरान शुक्रवार को रक्तदान शिविर और धाम में सामूहिक सुंदरकांड पाठ का आयोजन किया गया। इस दौरान बर्नपुर वोलेंट्री ब्लड डोनर्स की सहयोग से रक्तदान शिविर का आयोजन कथास्थल पर हुआ, जिसमें कुल 24 लोगों ने रक्तदान किया। उन्हें प्रमाणपत्र देकर उन्हें समान्नित किया गया। इस दौरान नरेश अग्रवाल, दीपक तोदी, पवन गुटगुटिया, सुमन गुहा, शिवनाथ वर्मा सहित अन्य उपस्थित थे। वही श्री राम कथा के दौरान पूज्य श्री राममोहन महाराज जी ने कहा कि सत्संग का सुख एक पल का भी हो तो स्वर्ग का आनंद मिलता है। कवीर दास जी कहते है, बैकुंठ तो है, मगर उनकी कथा नहीं है, लेकिन पृथ्वी पर कथा है, तो प्रभु भी साथ है। उन्होंने कहा कि समाज में बढ़ कर अपनी ज्ञान नहीं देना चाहिए। जबतक सलाह नहीं मांगा जाए, तबतक नहीं देना चाहिए। वही इस कथा के दौरान पवन भाई जी, सोनू भाई जी, धाम के संचालक संतोष भाई जी, मुख्य यजमान धर्मेंद्र मित्तल, बबिता देवी मित्तल, पवन अग्रवाल, बजरंग अग्रवाल, विमल अग्रवाल, प्रमोद अग्रवाल, मुकेश अग्रवाल सहित सैकड़ों की संख्या में श्रद्धालु मौजूद थे।1
- চতুর্থ বারের জন্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। সাধারণ মানুষকে আহ্বান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর। বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে রবিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে জনসভা হয় তৃণমূলের। সেই জনসভায় যোগদান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় প্রমূখ। বিজেপিকে নিশানা করে মমতা বালা ঠাকুর বলেন,"মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। যখন দেশভাগ হয়েছিল তখন আইনে বলা হয়নি যে ওই দেশ থেকে এই দেশে আসা যাবেনা। তখন আইন ছিল আপনারা ধীরে ধীরে আসুন। ২০১৪ সাল পর্যন্ত যে সরকার ছিল তারা কোন ক্ষতি করেনি। কিন্তু ২০১৪ সালের পর যে সরকার রয়েছে সরকার একটার পর একটা আইন করছে। সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলছে। সংবিধানের লেখা নেই যে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের বঞ্চিত করে দেওয়া হোক। কিন্তু এই সরকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শান্তনু ঠাকুর টাকা নিয়ে সিএএ ফর্ম দিয়েছিল মতুয়া কার্ড দিয়েছিল সেই এখন বলছে ১ লক্ষ ভোট কেটে গেলেও আমার কোন কিছু এসে যায় না। ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের কেউ বিবেচনা করতে হবে তাদের পাশে কে রয়েছে। সেই জন্যই আমাদের হাত শক্ত করতে হবে।"পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,"২০১৯ সালে কেন্দ্রীয় সরকার বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই সব ভুয়ো। যাদের ভোট পেয়ে শান্তনু ঠাকুর সাংসদ হলেন মন্ত্রী হলেন সেই শান্তনু ঠাকুর বলছেন তিনি বৈধ আর বাকিরা অবৈধ।"1
- Purulia:মৌতড় থেকে বদলের শপথ, জনসমুদ্রে রূপ নিল বিজেপির পরিবর্তন সভা, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। #khabarpurulia24x7 #purulianews #Moutorh #Para #Purulia #ParibartanSankalpaSabha #BJPWestBengal #SuvenduAdhikari #NadiyaChandBauri #BJP #PoliticalNews #PuruliaPolitics #BengalPolitics #ChangeIsComing #BJPNEWS #BJP20261
- বাঁকুড়া: মমতার ফাইলে কেলেঙ্কারি নিয়ে কি বলছেন বাঁকুড়ার কংগ্রেস নেতা?1
- SIR আতঙ্ক ৯৬ বৎসরের বৃদ্ধা মাকে নিয়ে, অবশেষে প্রশাসনের দ্বারস্থ হলে বাড়িতে এসেই গন শোনানি করা হলো বিশেষ পুরুলিয়া পৌরসভার ১০নম্বার ওয়ার্ডের ২১জনের।1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- স্বাস্থ্য সাথী কার্ডকে গরিব মানুষের বড় ভরসা বলে মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালের ২৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।পরমব্রত বলেন, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বহু অসহায় ও দরিদ্র মানুষ আজ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে বড় স্বস্তির বিষয়। তাঁর বক্তব্যে উঠে আসে—রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্প বহু পরিবারের জীবনে আশার আলো দেখিয়েছে। তিনি আরও জানান, শিল্পাঞ্চল দুর্গাপুরের এই হাসপাতাল স্বাস্থ্য সাথী পরিষেবা সফলভাবে বাস্তবায়ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।1
- 10/01, 11:51 pm] Santosh Kumar Mandal: आसनसोल से तबादला कर डीआरएम विनीता श्रीवास्तव को बनाया गया मुरादाबाद की नई डीआरएम आसनसोल : आसनसोल की डीआरएम रही श्रीमती विनीता श्रीवास्तव का ट्रांसफर मुरादाबाद की नई डीआरएम के पद पर किया गया है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड द्वारा आदेश पत्र जारी कर श्रीमती विनीता श्रीवास्तव को मुरादाबाद की नई डीआरएम का पद सौंपा गया है। सूत्रों के अनुसार श्रीमती विनीता श्रीवास्तव ने मानवता के आधार पर इस डिविजन में उनकी पोस्टिंग करने की अपील की थी। जिस पर रेलवे बोर्ड ने मुहर लगा दी है। 10 जनवरी, 2026 को रेलवे बोर्ड के अंडर सेक्रेटरी /ई ओ 3 दिवाकर दत्त रोदुला ने आदेश पत्र जारी किया है। गौरतलब है कि उनका ट्रांसफर वेस्ट सेंट्रल रेलवे में किए जाने का आदेश जारी किया गया था लेकिन श्रीमती विनीता श्रीवास्तव के आवेदन पर उन्हें मुरादाबाद की नई डीआरएम बनाया गया है।1
- প্রস্তুতি তুঙ্গে। পাড়ায় পাড়ায় চলছে প্রচার। সোশ্যাল মিডিয়াতেও ঊর্ধ্ব গগনে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগদানের আমন্ত্রণ। কিন্তু শেষ মুহূর্তে বিজেপির তরফ থেকে ঘোষণা দুর্গাপুরের ধান্ডাবাগ বাগানপাড়ায় বাতিল পরিবর্তন সংকল্প সভা। যাকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক। এই এলাকায় ১৩ই জানুয়ারি এই কর্মসূচি হওয়ার কথা ছিল বিজেপির। মাঠের চতুর্দিকে দলীয় পতাকা বাধা হয়েছে। গেরুয়া রঙের কাপড় দিয়ে ঘেরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছিল মাঠ। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, এই সভায় উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ১২ এবং ১৩তারিখ বিজেপির রাজ্য সভাপতি দিল্লিতে যাচ্ছেন। যেহেতু তিনি থাকতে পারবেন না সেই জন্য এই সভা আপাতত স্থগিত করা হয়েছে। কিছুদিন পরে আবার এই সভা করা হবে। কটাক্ষ করে ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা সুশীল চ্যাটার্জী বলেন,"বিজেপি বুঝতে পেরেছে তাদের দলের লোক হবে না। সেই জন্য শেষে আমাদের দলীয় পতাকা ড্রেনে ফেলে দিয়েছিল। আর শেষ মুহূর্তে তাদের কর্মসূচিও বাতিল করা হয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছেনা। তারই প্রতিফলন হয়তো এই সভা বাতিল।"1