Shuru
Apke Nagar Ki App…
পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার প্রতিবাদে সরব সালার অভিযুক্ত বিধায়কের শাস্তির দাবিতে থানা ঘেরাও ও অভিযোগ দায়ের।
মিডিয়া পয়েন্ট
পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার প্রতিবাদে সরব সালার অভিযুক্ত বিধায়কের শাস্তির দাবিতে থানা ঘেরাও ও অভিযোগ দায়ের।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- থানা থেকে ছাড়া পেলেন বিধায়ক পুত্র : CCTV ফুটেজ উদ্ধারে পাঠানো হচ্ছে ল্যাবে DVR1
- চোখে দেখা যাচ্ছে না কষ্ট। কুঁজো প্রৌঢ়া জামাইয়ের কাঁধে ভর করে ভোটের অধিকার বাঁচাতে হাজির শুনানিতে। যারা শারীরিক অক্ষম তাদের ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন কটাকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। হাঁটা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারেন না। বয়স ৭৫। পিঠ কুঁজো, শরীর ভাঙা। তবু কনকনে শীতের সকালে জামাইয়ের কাঁধে ভর দিয়েই হাজির হতে হলো শুনানি কেন্দ্রে। অপরাধ একটাই ভোটার তালিকায় নিজের অস্তিত্ব প্রমাণ করা। দুর্গাপুরের ইস্পাত নগরীর জয়দেব রোডের বাসিন্দা ওই বৃদ্ধা বছরের পর বছর ধরে দুর্গাপুর পূর্ব বিধানসভার ১১৯ নম্বর বুথে ভোট দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ করেই জানানো হয়, তাঁর নাম নাকি ২০০২ সালের ভোটার তালিকায় নেই। সেই ‘নেই’ এর বোঝা কাঁধে চাপিয়েই ডেকে পাঠানো হয় শুনানিতে। পরিবারের অভিযোগ, এটি নির্বাচন কমিশনের চরম গাফিলতি ও মানবিকতার সম্পূর্ণ অভাব। বাড়িতে গিয়ে যাচাই না করে, চলাফেরায় অক্ষম এক বৃদ্ধাকে কেন কষ্ট করে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হলো তা নিয়েই প্রশ্ন উঠছে। ।1
- ব্যারাকপুরে সেবাশ্রয় নিয়ে সাংবাদিক বৈঠক....1
- বাঁকুড়া, জয়পুর: ফাইনাল ফুটবল টুর্নামেন্টে কি হলো সারাফৎ গ্রাউন্ডে?1
- নদীর ঘাট বাঁধানোর নামে গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগ।1
- চন্দ্রকোনা বিধানসভা মাইনোরিটি সেলের পরিচালনায় SIR চক্রান্তের প্রতিবাদে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, বাংলার উন্নয়নের বার্তা দিকে দিকে পৌঁছে দিতে দিতে, বাংলার ভোটাধিকার রক্ষার্থে প্রকাশ্য জনসভার আয়োজন করা হলো আজ বিকেল সাড়ে চারটা নাগাদ চন্দ্রকোনার কোল্লা এলাকায়। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া , উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ সহ চন্দ্রকোনা বিধানসভা মাইনোরিটি সেলের কর্মকর্তা রা।1
- দলের বিশেষ কারোর কথা শুনে দলের ক্ষতি করবেন না, সিন্ডিকেট করে চলছে দল, ভাবছে ক্ষমতায় আসবো আর লুটে পুটে খাবো। নিজের ফেসবুকে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ক্ষোভ উগরে দিলেন বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সদস্য অভিজিত ভট্টাচার্য।দুর্গাপুরে বিশেষ এক প্রভাবশালী ব্যাক্তি সাংবিধানিক পদে থেকে দলের ক্ষতি করছেন বলে বিস্ফোরক প্রতিক্রিয়া বিজেপির জেলা নেতা অভিজিত ভট্টাচার্যের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মন্তব্য তৃণমূল নেতৃত্বের।* জেলার এই বিজেপি নেতার ফেসবুক পোষ্টকে ঘিরে শুরু জোর বিতর্ক। তাহলে কি দলের অন্দরেই শুরু হয়ে গেলো ঠান্ডা লড়াই, উঠেছে প্রশ্ন। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সদস্য অভিজিত ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য, দুর্গাপুরে সাংবিধানিক পদে থেকে এক বিশেষ প্রভাবশালী নেতা দলের ক্ষতি করছে। দলকে পৈতৃক সম্পত্তি করে নিয়েছেন,,তৃণমূলের সাথে সমঝোতা করে চলছে, মানুষ সব দেখছে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি আর কিছু না করেও এই ক বছরে বিশেষ প্রভাবশালী ঐ নেতার সম্পত্তির পরিমান বেড়েছে কয়েক গুন। কিন্তু কে এই প্রভাবশালী? দলেরই বিরুদ্ধে বিজেপি এক জেলা নেতার এমন বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। দলের কারোর বিরুদ্ধে কিছু বলার থাকলে দলের প্লাটফর্মে গিয়ে উচ্চ নেতৃত্বকে বলুন, ফোনে প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। ভোট যত এগোবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততো বাড়বে, বিজেপি নেতাকে দলের প্রভাবশালীর নাম উল্লেখ করে ফেসবুক পোষ্ট করার বার্তা তৃণমূল মুখপত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের।1
- #YouTube#pbnbangla#Ashabuddinkhan #starwars #starseverywherefypシ゚viralシypシ゚viralシhtagypシ゚viralシhtag #facebookphotochallenge #facebookpost2025 #photographychallenge #viralreelschallenge2024viralreelschallenge #viralpost2025シ2025 #facebook1
- মাজেরআইট নজরুল সংঘের উদ্যোগে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা।1