দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১, পুলিশ হাতে গ্রেপ্তার অপর বাইক চালক দুই বাইকের সংঘর্ষে মারাত্মকভাবে আহত এক শিক্ষক কাজল দেববর্মা, পুলিশ হাতে গ্রেপ্তার এনফিল্ড বাইকের নেশাগ্রস্ত চালক জোটন মজুমদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন সন্ধ্যার প্রাক লগ্নে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইটভাট্টা বাজারে ৮ নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিশ্রামগঞ্জ বাজারের নিচে সমতল আমতলী ভিলেজের কড়ইমুড়া বৈরাগী পাড়া এলাকার ৫৬ বছর বয়সি কাজল দেববর্মা স্কুল শেষ করে ইটভাট্টা বাজারে তার টি আর ০১ আর ৯৫৮২ নম্বরের বাইক ঘুরিয়ে বাজার থেকে বাড়িতে আসার মুহূর্তে উদয়পুর থেকে টি আর০৩এইচ ৯২৩২ নম্বরের রয়েল এনফিল্ড বাইক নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জুটন মজুমদার ৩৫ দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। জুটনের বাইকের ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় শিক্ষক কাজল দেববর্মা। মাথায় এবং কোমরে প্রচন্ড আঘাত লাগে তার। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনার স্থলে ছুটে আসে এবং কাজল দেববর্মাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে শিক্ষক কাজল দেববর্মার আঘাত গুরুতর হওয়ায় তাকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করা হয়। জুটন মজুমদার ও অল্পবিস্তর আহত হয়।কিছুক্ষণের মধ্যেই বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। জুটন মজুমদার নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রতিদিন সমান্তরাল গতিতে ঘটে চলেছে বিশ্রামগঞ্জ থানার জাতীয় সড়ক সহ ছোট বড় সমস্ত সড়কে যান দুর্ঘটনা। এমন একদিন বাদ নেই যে যান দুর্ঘটনা ঘটছে না বিশ্রামগঞ্জ থানার সড়কগুলোতে। ভীষণভাবে চিন্তিত যান দুর্ঘটনা নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ট্রাফিক সহ এলাকাবাসী।। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ রয়েল এনফিল্ড বাইকের নেশাগ্রস্ত চালক জুটন মজুমদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ১, পুলিশ হাতে গ্রেপ্তার অপর বাইক চালক দুই বাইকের সংঘর্ষে মারাত্মকভাবে আহত এক শিক্ষক কাজল দেববর্মা, পুলিশ হাতে গ্রেপ্তার এনফিল্ড বাইকের নেশাগ্রস্ত চালক জোটন মজুমদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন সন্ধ্যার প্রাক লগ্নে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইটভাট্টা বাজারে ৮ নং জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিশ্রামগঞ্জ বাজারের নিচে সমতল আমতলী ভিলেজের কড়ইমুড়া বৈরাগী পাড়া এলাকার ৫৬ বছর বয়সি কাজল দেববর্মা স্কুল শেষ করে ইটভাট্টা বাজারে তার টি আর ০১ আর ৯৫৮২ নম্বরের বাইক ঘুরিয়ে বাজার থেকে বাড়িতে আসার মুহূর্তে উদয়পুর থেকে টি আর০৩এইচ ৯২৩২ নম্বরের রয়েল এনফিল্ড বাইক নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জুটন মজুমদার ৩৫ দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। জুটনের বাইকের ধাক্কায় জাতীয় সড়কে ছিটকে পড়ে যায় শিক্ষক কাজল দেববর্মা। মাথায় এবং কোমরে প্রচন্ড আঘাত লাগে তার। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনার স্থলে ছুটে আসে এবং কাজল দেববর্মাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে শিক্ষক কাজল দেববর্মার আঘাত গুরুতর হওয়ায় তাকে বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করা হয়। জুটন মজুমদার ও অল্পবিস্তর আহত হয়।কিছুক্ষণের মধ্যেই বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। জুটন মজুমদার নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রতিদিন সমান্তরাল গতিতে ঘটে চলেছে বিশ্রামগঞ্জ থানার জাতীয় সড়ক সহ ছোট বড় সমস্ত সড়কে যান দুর্ঘটনা। এমন একদিন বাদ নেই যে যান দুর্ঘটনা ঘটছে না বিশ্রামগঞ্জ থানার সড়কগুলোতে। ভীষণভাবে চিন্তিত যান দুর্ঘটনা নিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ট্রাফিক সহ এলাকাবাসী।। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ রয়েল এনফিল্ড বাইকের নেশাগ্রস্ত চালক জুটন মজুমদারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
- উদয়পুর কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ বিজেপির।1
- ১৯ ডিসেম্বর ২০২৪ | ফুলকপি চাষীদের মাথায় হাত | সাতপাকিয়া ফেরিঘাট বাজার, শেরপুর সদর, শেরপুর1
- উদয়পুর রাজারবাগ এলাকায় উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ1
- নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন আটক দুই পতারক1
- কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই খোলা হলো উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স।1