মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতেই পুকুর ভরাটের এত রমরমা বললেন অর্জুন সিং --------------------------------------------- জল সংরক্ষনের লক্ষে জলাশয় ভরাটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই জলাভূমি ভরাটের মতো বেআইনি কাজ দেদার চলছে। অভিযোগ উঠেছে, শাসকদল এবং প্রশাসনের মদতেই জগদ্দল বিধানসভা কেন্দ্র জুড়ে জলাশয় কিংবা পুকুর ভরাটের কাজ অবাধে চলছে।কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পদ্মবিল ভরাটের অভিযোগ উঠেছিল। আপাতত: পদ্মবিল ভরাটের কাজ স্থগিত রয়েছে। এবার জমি মাফিয়ারা থাবা বসাল ৩১ নম্বর ওয়ার্ডের কেউটিয়ায়। সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের তীরবর্তী সুবিশাল জলাভূমি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে চলছে। এলাকাবাসীর যাতে ওদিকে নজর না পড়ে, সেদিকে খেয়াল রেখে জমিটার চারদিক সবুজ রঙের চট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও জলাভূমি ভরাট নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ভরাটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা-সহ প্রশাসনিক কর্তাদের নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন। জল সংরক্ষনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'জল ধরো, জল ভরো' প্রকল্প চালু করেছেন। অথচ 'জল ধরো, জল ভরো' স্লোগান উঠিয়ে দিয়ে বাজারে এখন চলছে 'তৃণমূল জিন্দাবাদ, পুকুর ভরাট জিন্দাবাদ' এখন এই স্লোগান বাজারে চলছে। তাঁর অভিযোগ, পুকুর বুজিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে শুধু নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৬ টি 'বার' গজিয়ে উঠেছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতে বারগুলো রমরমিয়ে চলছে। কেউটিয়ায় জলাভূমি ভরাট নিয়ে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি পুরসভায় কোনও অভিযোগ জমাও পড়ে নি। তবে তিনি বিষয়টি নিয়ে চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করবেন।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতেই পুকুর ভরাটের এত রমরমা বললেন অর্জুন সিং --------------------------------------------- জল সংরক্ষনের লক্ষে জলাশয় ভরাটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই জলাভূমি ভরাটের মতো বেআইনি কাজ দেদার চলছে। অভিযোগ উঠেছে, শাসকদল এবং প্রশাসনের মদতেই জগদ্দল বিধানসভা কেন্দ্র জুড়ে জলাশয় কিংবা পুকুর ভরাটের কাজ অবাধে চলছে।কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পদ্মবিল ভরাটের অভিযোগ উঠেছিল। আপাতত: পদ্মবিল ভরাটের কাজ স্থগিত রয়েছে। এবার জমি মাফিয়ারা থাবা বসাল ৩১
নম্বর ওয়ার্ডের কেউটিয়ায়। সেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ের তীরবর্তী সুবিশাল জলাভূমি ভরাটের কাজ চলছে দ্রুত গতিতে চলছে। এলাকাবাসীর যাতে ওদিকে নজর না পড়ে, সেদিকে খেয়াল রেখে জমিটার চারদিক সবুজ রঙের চট দিয়ে মুড়ে ফেলা হয়েছে। যদিও জলাভূমি ভরাট নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ভরাটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা-সহ প্রশাসনিক কর্তাদের নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন। জল সংরক্ষনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'জল ধরো, জল ভরো' প্রকল্প চালু করেছেন। অথচ
'জল ধরো, জল ভরো' স্লোগান উঠিয়ে দিয়ে বাজারে এখন চলছে 'তৃণমূল জিন্দাবাদ, পুকুর ভরাট জিন্দাবাদ' এখন এই স্লোগান বাজারে চলছে। তাঁর অভিযোগ, পুকুর বুজিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে শুধু নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৬ টি 'বার' গজিয়ে উঠেছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূল নেতাদের মদতে বারগুলো রমরমিয়ে চলছে। কেউটিয়ায় জলাভূমি ভরাট নিয়ে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এমনকি পুরসভায় কোনও অভিযোগ জমাও পড়ে নি। তবে তিনি বিষয়টি নিয়ে চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করবেন।
- Dekho gaon ghar ka talent wala video ek ladka ka mummy ka naam waheda isko Hakikat mat pata Hai comment kijiye1
- শেওড়াফুলি আঞ্চলিক মিলন সমিতির শ্রী শ্রী রাধাগোবিন্দ পঞ্চতত্ত্ব মন্দিরে গোপাল ঠাকুরের বনভোজন1
- হুগলির শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা!1
- মল্লিক পটল চারা,সর্বভারতীয় ডেলিভারি, সেরা ধরণের পটল চারা যোগাযোগ -8327317301.4
- Post by Jayanta Biswas1
- গতকাল 10/01/26 শনিবারে, বিভিন্ন জায়গার সঙ্গে কৃষ্ণনগর সাপুরিয়া পাড়াতেও হলো পৌষ কালী পূজা। সেই সঙ্গে পথের ধারে চেয়ার টেবিল পেতে, সন্ধ্যা থেকে হয়েছে প্রসাদ খাওয়ানো। মেনু ছিল- খিচুড়ি, আলুর দম, টমেটোর চাটনি ও একটি করে নলেন গুড়ের রসগোল্লা। আমিও বসে প্রসাদ খেলাম। রইল হোম-যজ্ঞ চলাকালীন পূজার ভিডিও। #পৌষকালী #PoushKali #অনুপমসরকারচক্রবর্তীরভিডিওগ্রাফি #AnupamSarkarChakrabortysVideography1
- নেশামুক্ত যুবসমাজ গড়তে খানাকুলে ম্যারাথন প্রতিযোগিতা বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে আয়োজিত #Arambagh #hooghly #newsarambaghtown1
- অর্কেস্ট্রারকা শর্ট ভিডিও দেখো আওয়াজ কুচভি নেহি আখ্যা দিয়েছে ফলো কারকে লাইক করো ভাই কো1