শুনানির নামে অযথা হয়রানির অভিযোগ ! শুনানির নামে অযথা হয়রানির অভিযোগ!কারো ভাইবোনের সংখ্যা চারজন হলেও নির্বাচন কমিশনের তথ্য বলছে সংখ্যাটা আরও বেশি ।অর্থাৎ তাঁকে নিয়ে ছয়জনের এর বেশি ব্যক্তি একজনকে বাবা বলে দাবি করেছেন। বাস্তবে ভাইবোনের সংখ্যা বেশি না হলেও নির্বাচন কমিশনের SIR শুনানি নোটিশ পেয়ে বাধ্য হয়েছেন হাজিরা দিতে।কেউ আবার কোলে মাত্র চার মাসের শিশু সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে এরকম নাকানিচুবানির শিকার গোপীবল্লভপুর ১ ব্লকের একাধিক ব্যক্তি। শুক্রবার গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও অফিসের SIR এর শুনানি কেন্দ্রে দেখা গেল এরকম অনেক মানুষ এসেছেন নিজের ভোটাধিকারের বৈধতা প্রমাণ করতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কখন ডাক পড়ে শুনানির জন্য। নির্দিষ্ট বুথের BLO রা ভোটারের সমস্ত কাগজপত্র সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। এদের মধ্যে সারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা পার্ট নম্বর ৬৫ , সুমিত্রাপুর প্রাথমিক বিদ্যালয় বুথ এর ভোটার রুণা প্রামানিক অভিযোগ করেন ,তাঁর চারজন ভাইবোন থাকলেও নির্বাচন কমিশনের কাছে নাকি তাঁর বাবাকে একাধিক ব্যক্তি বাবা হিসাবে দাবি করেছেন। বেশি ব্যক্তি একজনকে বাবা হিসাবে দাবি করেছেন এই মর্মে রুণা প্রামানিককে ডাকা হয়েছে শুনানির জন্য। বাস্তবে ভাইবোনের সংখ্যা বেশি না হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে একপ্রকার বিরক্ত রুণা দেবি। তাঁর স্বামী মড়িয়া প্রাথমিক বিরক্ত হয়ে বলেন, আমার স্ত্রীর বাবাকে আর কারা বাবা বলে দাবি করল সেটা জানতে চাই। অপরদিকে নিলীমা সিং নামে দহকুন্ডী গ্রামের এক মহিলা তাঁর কোলে মাত্র চার মাসের এক শিশু সন্তানকে নিয়ে হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে। তাঁর কথায়, 'কনকনে ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে আসতে হয়েছে উপায় নেই।' স্বাভাবিক ভাবে বৈধ ভোটার বাছাইয়ের নামে নির্বাচন কমিশনের এই SIR এবং শুনানির চক্করে পড়ে নিজের ভোটাধিকার রক্ষায় নাজেহাল সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পড়ল গোপীবল্লভপুর ১ ব্লকের শুনানি কেন্দ্রে।
শুনানির নামে অযথা হয়রানির অভিযোগ ! শুনানির নামে অযথা হয়রানির অভিযোগ!কারো ভাইবোনের সংখ্যা চারজন হলেও নির্বাচন কমিশনের তথ্য বলছে সংখ্যাটা আরও বেশি ।অর্থাৎ তাঁকে নিয়ে ছয়জনের এর বেশি ব্যক্তি একজনকে বাবা বলে দাবি করেছেন। বাস্তবে ভাইবোনের সংখ্যা বেশি না হলেও নির্বাচন কমিশনের SIR শুনানি নোটিশ পেয়ে বাধ্য হয়েছেন হাজিরা দিতে।কেউ আবার কোলে মাত্র চার মাসের শিশু সন্তানকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে এরকম নাকানিচুবানির শিকার গোপীবল্লভপুর ১ ব্লকের একাধিক ব্যক্তি। শুক্রবার গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও অফিসের SIR এর শুনানি কেন্দ্রে দেখা গেল এরকম অনেক মানুষ এসেছেন নিজের ভোটাধিকারের বৈধতা প্রমাণ করতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কখন ডাক পড়ে শুনানির জন্য। নির্দিষ্ট বুথের BLO রা ভোটারের সমস্ত কাগজপত্র সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। এদের মধ্যে সারিয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা পার্ট নম্বর ৬৫ , সুমিত্রাপুর প্রাথমিক বিদ্যালয় বুথ এর ভোটার রুণা প্রামানিক অভিযোগ করেন ,তাঁর চারজন ভাইবোন থাকলেও নির্বাচন কমিশনের কাছে নাকি তাঁর বাবাকে একাধিক ব্যক্তি বাবা হিসাবে দাবি করেছেন। বেশি ব্যক্তি একজনকে বাবা হিসাবে দাবি করেছেন এই মর্মে রুণা প্রামানিককে ডাকা হয়েছে শুনানির জন্য। বাস্তবে ভাইবোনের সংখ্যা বেশি না হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে একপ্রকার বিরক্ত রুণা দেবি। তাঁর স্বামী মড়িয়া প্রাথমিক বিরক্ত হয়ে বলেন, আমার স্ত্রীর বাবাকে আর কারা বাবা বলে দাবি করল সেটা জানতে চাই। অপরদিকে নিলীমা সিং নামে দহকুন্ডী গ্রামের এক মহিলা তাঁর কোলে মাত্র চার মাসের এক শিশু সন্তানকে নিয়ে হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে। তাঁর কথায়, 'কনকনে ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে আসতে হয়েছে উপায় নেই।' স্বাভাবিক ভাবে বৈধ ভোটার বাছাইয়ের নামে নির্বাচন কমিশনের এই SIR এবং শুনানির চক্করে পড়ে নিজের ভোটাধিকার রক্ষায় নাজেহাল সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পড়ল গোপীবল্লভপুর ১ ব্লকের শুনানি কেন্দ্রে।
- মেদিনীপুরের রণসংকল্প সভা থেকে অভিষেকের দাবি, বিজেপির ২ বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন।1
- দাসপুরের আজুড়িয়ায় এসে কি বললেন তৃণমূলের সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মী রাজন্যা হালদার1
- মেদিনীপুর কলেজিয়েট স্কুল মঞ্চে এসে পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের মধ্যে একা গেল প্রবল উন্মাদনা।1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা শহর ৮ নং ওয়ার্ডে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় জয়ন্ত সাহু ও আট নম্বর ওয়ার্ডে সভাপতি তাহির মল্লিক, এগরা১ নং ব্লক এর ব্লক সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী। এগরা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শাহনাজ বেগম #যতোই_করো_হামলা, #আবার_জিতবে_বাংলা। ✊ #উন্নয়নের_সংলাপ,1
- শুক্রবার বিকেলে উদ্বোধন হবে ৩৭ তম ঘাটাল শিশু মেলা। উদ্বোধন করবেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব সাথে থাকবেন রুক্মিণী। কিন্তু মেলা উদ্বোধনের আগে থেকে ভাইরাল মেলায় আসা অস্থায়ী এই দ্বিতল রেস্টুরেন্ট।1
- শ্যামচাঁদ বাবার বিরাট ভোগের আয়োজন বাঁকুড়ার উত্তরবাড় অঞ্চলে1
- উপযুক্ত কারণ ছাড়ায় দফায় দফায় এসআরআই এর নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হচ্ছে গ্রামবাসীদের । এই অভিযোগ তুলে এসআরআই এর শুনানির নোটিশ দিতে আসা বিএলওকে ঘেরাও করে দীর্ঘ দেড় ঘন্টা বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি, বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামের। জানা গিয়েছে, জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ নম্বর বুথে এদিন ৮৪ জনের নামে এসআরআই এর শুনানির নোটিশ দেওয়ার জন্য হাজির হয় বিএলও দিলীপ কুমার মন্ডল। অভিযোগ, নোটিশ দিতে আসা বিএলও এর কাছে নোটিশের কারণ জানতে চাই গ্রামবাসীরা। উপযুক্ত কারণ না জানানোয় উত্তেজিত গ্রামবাসীরা বিএলও কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিএলও গ্রামের যে কয়েকজনকে নোটিশ ধরিয়েছিলেন তারাও বিএলও কে নোটিশ ফিরিয়ে দেন। পরে অবশ্য ঝাড়গ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে গ্রামবাসীরা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যগত অসঙ্গতি থাকায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলও নোটিশ দেওয়ার জন্য গিয়েছিল।1
- #উন্নয়নের_সংলাপে_মানুষের_ঢল। #পূর্ব_মেদিনীপুর_জেলা: এগরা শহর ৮ নং ওয়ার্ডে "উন্নয়নের সংলাপ" কর্মসূচি প্রতিটি বুথে বুথে পৌঁছালাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান 'উন্নয়নের পাঁচালি' নিয়ে পাড়া বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বললেন। 💚 মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মমতা দিদির প্রতি তাঁদের গভীর আস্থাই প্রমাণ করে যে—বাংলার উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় জয়ন্ত সাহু ও আট নম্বর ওয়ার্ডে সভাপতি তাহির মল্লিক, এগরা১ নং ব্লক এর ব্লক সভাপতি মাননীয় সত্য চক্রবর্তী। এগরা ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শাহনাজ বেগম।1
- আজ জেলা সফরে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কলেজিয়েট মাঠে হবে জনসভা সেই জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা জুড়ে বাসে করে তৃণমূল কর্মী সমর্থকেরা পাড়ি দিয়েছেন মেদিনীপুরের উদ্দেশ্যে যার কারণে যাত্রী পরিবহনকারী বাসের সংখ্যা অত্যন্ত কম । ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।1