Shuru
Apke Nagar Ki App…
রাধা মাধব গোপালের নবকুঞ্জ ও মহামিলন মহোৎসব যজ্ঞের প্রস্তুতি শ্রী শ্রী রাধা মাধব গোপালের নবকুঞ্জ ও মহামিলন মহোৎসব যজ্ঞের সূচনা হতে চলেছে লক্ষ্মীপুর গ্রামের কুন্ডু পাড়ায় আগামী ৩রা মাঘ ১৪৩২ (ইং-17/01/2026) শনিবার। ৫ দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠানটি চলবে। তারই প্রস্তুতিপর্ব চলছে, জোর কদমে। ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে লক্ষ্মীপুর, শোলা ও বলরামপুর গ্রাম ছাড়াও আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এই মহোৎসবে যোগদান করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এই উৎসবকে নিয়ে তাই লক্ষ্মীপুরবাসীর মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Kalyan Mondal
রাধা মাধব গোপালের নবকুঞ্জ ও মহামিলন মহোৎসব যজ্ঞের প্রস্তুতি শ্রী শ্রী রাধা মাধব গোপালের নবকুঞ্জ ও মহামিলন মহোৎসব যজ্ঞের সূচনা হতে চলেছে লক্ষ্মীপুর গ্রামের কুন্ডু পাড়ায় আগামী ৩রা মাঘ ১৪৩২ (ইং-17/01/2026) শনিবার। ৫ দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠানটি চলবে। তারই প্রস্তুতিপর্ব চলছে, জোর কদমে। ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে লক্ষ্মীপুর, শোলা ও বলরামপুর গ্রাম ছাড়াও আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এই মহোৎসবে যোগদান করেন এবং প্রসাদ গ্রহণ করেন। এই উৎসবকে নিয়ে তাই লক্ষ্মীপুরবাসীর মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
More news from Medinipur West and nearby areas
- দাসপুরের রাজনগরে ম্যারাথন দৌড়,প্রথম দেবাঞ্জনা1
- বিবেক চেতনা উৎসব -২০২৬ ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা।1
- তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্বরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্লোড স্টোর কর্তৃপক্ষের সঙ্গে বচসা, শ্রমিকদের দাবি দীর্ঘদিন বোনাস নিয়ে জটিলতা, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হয়নি, ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ। ঘটনাটি চন্দ্রকোনা১ ব্লকের মহালক্ষী ক্লোড স্টোরে । জানা যায় ঐ দিন চন্দ্রকানার গৌরাঙ্গ, মহালক্ষী, অলকা দণ্ডপাট আরও তিনটি স্টোরে ডেপুটেশন দেওয়া হয়েছে।1
- বি পি আই গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বামীজীর বিশেষ পুজো পাঠ ও মহা ভোগের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন পালন করা হলো স্বামী বিবেকানন্দ ১২ জানুয়ারি ১৮৬৩ জন্মগ্রহণ করেন জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দুধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন।বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। সেই স্বামী বিবেকানন্দের আজ ১৬৪ তম জন্মজয়ন্তী। গৌরবের ও মর্যাদার সাথে বিষ্ণুপুর বি পি আই গ্লোবাল ফাউন্ডেশন তার জন্মজয়ন্তী পালন করলেন। সকালেই গ্লোবাল ফাউন্ডেশনের সকল ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সাথে চলে বিবেকানন্দের ভক্তিমূলক গান এবং তার বাণী প্রচার । এরপরেই বিষ্ণুপুর বন কামারপুকুর সংলগ্ন মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্য এবং স্বামীজীর বিশেষ পুজোপাঠ ও সব শেষে এলাকার কয়েক হাজার মানুষকে নিয়ে মহা ভোগের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হয়।1
- ট্র্যাক্টরের সাথে মোটর বাইকের সংঘর্ষ। আহত মোটর সাইকেল আরোহী। গ্রামবাসীর তৎপরতায় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।1
- Post by News Arambagh Town1
- ঐতিহাসিক মিষ্টি বাবরসা ৷ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের প্রসিদ্ধ বাবরসা ইতিহাসচর্চিত এক অনন্য স্বাদের মিষ্টি। এই ঐতিহাসিক মিষ্টি বাবরসা সম্পর্কে কি জানাচ্ছেন ক্রেতারা শুনুন1
- জাতীয় যুব দিবস পালন স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে। বাঁকুড়া, জয়পুর, ইনামূল ভূঁইয়া: আজ ১২ ই জানুয়ারি বাঁকুড়ার জয়পুর ব্লকের হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিন। সকালে প্রভাত ফেরীর মাধ্যমেই শুরু হলো আজকের এই দিনটি। আশ্রম পরিচালিত শ্রী মা সারদা শিশু নিকেতনের শতাধিক পড়ুয়া পায়ে পা মিলিয়ে প্রভাত ফেরী সম্পন্ন করেছে। আগে আশ্রম প্রাঙ্গণে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্প ভরা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন আশ্রমের সম্পাদক বিকাশ পালোধী।তারপর বাজার সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্প ও সম্মান প্রদর্শন করা হয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে বলেই খবর। স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শ সম্পর্কে একাধিক বিশিষ্ট গুণীজন ব্যক্তি বক্তব্য রাখেন সুনিপুণ দক্ষতার সঙ্গে। চলে উদ্বোধনী সঙ্গীত, কবিতা,বানী ও আদর্শের অটুট বন্ধনে সেজে ওঠে আশ্রমের ভাব প্রচারের কার্যক্রম। হঠাৎ করেই উপস্থিত হলেন বিষ্ণুপুর SDO প্রসেনজিৎ ঘোষ ও জয়পুরের BDO দেবজ্যোতি পাত্র। তাদের আশ্রমের তরফে বরণ করে নেওয়া হয় পুষ্প স্তবক সহযোগে।সৌজন্য সাক্ষাৎ করেন বিকাশ পালোধী ও চয়ন পালোধী এবং তুষার কান্তি চক্রবর্তী সহ আশ্রমের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। চলে আলাপ আলোচনা প্রায় ৩০ মিনিটের মতো।1
- স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী পালিত হলো আরামবাগ শহর জুড়ে। আরামবাগ নেতাজি স্কয়ারে মাল্যদান ও বিবেকানন্দ স্পোর্টিংয়ে পতাকা উত্তোলন করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী। রাজু আলী খানের রিপোর্ট #newsarambaghtown #arambaghhooghly #arambagh #Hooghly #আরামবাগ #HooghlyNews #TMC #TMCNews #TMCWestBengal #SwamiVivekananda1