হিন্দু কোড বিল (Hindu Code Bill) হিন্দু কোড বিল ছিল স্বাধীনতা-উত্তর ভারতের একটি ঐতিহাসিক আইন সংস্কার উদ্যোগ, যার মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজে—বিশেষ করে নারীদের সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা। এই বিলের প্রধান রূপকার ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর। --- হিন্দু কোড বিল কী? হিন্দু কোড বিল ছিল হিন্দুদের পারিবারিক আইনকে আধুনিক ও মানবিক করার একটি প্রস্তাবিত আইনপ্যাকেজ। এতে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও সম্পত্তির অধিকার—এই সব বিষয়ে সংস্কারের কথা বলা হয়। --- কেন এই বিল আনা হয়েছিল? প্রাচীন ধর্মীয় প্রথার কারণে নারীরা আইনি ও সামাজিকভাবে বঞ্চিত ছিল নারীদের সম্পত্তি ও ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি প্রয়োজন ছিল সংবিধানের সমতা ও ন্যায়বিচার নীতিকে বাস্তবে রূপ দেওয়া জরুরি ছিল --- হিন্দু কোড বিলের প্রধান প্রস্তাবনা নারীর সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ বিবাহবিচ্ছেদের অধিকার (নারীর পক্ষেও) একাধিক বিবাহের বিরোধিতা (একবিবাহের নীতি) দত্তক গ্রহণে নারী–পুরুষের সমান অধিকার কন্যার উত্তরাধিকার স্বীকৃতি --- বিরোধিতা ও আম্বেদকরের পদত্যাগ এই বিলের বিরুদ্ধে তখন ব্যাপক রক্ষণশীল ও ধর্মীয় বিরোধিতা হয়। ফলে বিলটি সংসদে পূর্ণাঙ্গভাবে পাশ করানো যায়নি। এর প্রতিবাদে ১৯৫১ সালে আম্বেদকর আইনমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন—যা নারীর অধিকারের প্রশ্নে তাঁর অটল অবস্থানের প্রতীক। --- পরে কী হলো? আম্বেদকরের পদত্যাগের পর, ১৯৫৫–৫৬ সালে হিন্দু কোড বিলকে চারটি পৃথক আইনে ভাগ করে পাশ করা হয়— হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিন্দু সাকসেশন অ্যাক্ট হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট হিন্দু মিনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট এই আইনগুলিই আজ ভারতে নারীর পারিবারিক অধিকারের ভিত্তি। --- গুরুত্ব হিন্দু কোড বিল ছিল— নারী মুক্তির পথে এক বৈপ্লবিক পদক্ষেপ সামাজিক ন্যায় ও লিঙ্গসমতার ভিত্তি আধুনিক গণতান্ত্রিক ভারতের আইনি সংস্কারের মাইলফলক
হিন্দু কোড বিল (Hindu Code Bill) হিন্দু কোড বিল ছিল স্বাধীনতা-উত্তর ভারতের একটি ঐতিহাসিক আইন সংস্কার উদ্যোগ, যার মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজে—বিশেষ করে নারীদের সামাজিক ও আইনি অধিকার প্রতিষ্ঠা করা। এই বিলের প্রধান রূপকার ছিলেন ডঃ বি. আর. আম্বেদকর। --- হিন্দু কোড বিল কী? হিন্দু কোড বিল ছিল হিন্দুদের পারিবারিক আইনকে আধুনিক ও মানবিক করার একটি প্রস্তাবিত আইনপ্যাকেজ। এতে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও সম্পত্তির অধিকার—এই সব বিষয়ে সংস্কারের কথা বলা হয়। --- কেন এই বিল আনা হয়েছিল? প্রাচীন ধর্মীয় প্রথার কারণে নারীরা আইনি ও সামাজিকভাবে বঞ্চিত ছিল নারীদের সম্পত্তি ও ব্যক্তিস্বাধীনতার স্বীকৃতি প্রয়োজন ছিল সংবিধানের সমতা ও ন্যায়বিচার নীতিকে বাস্তবে রূপ দেওয়া জরুরি ছিল --- হিন্দু কোড বিলের প্রধান প্রস্তাবনা নারীর সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ বিবাহবিচ্ছেদের অধিকার (নারীর পক্ষেও) একাধিক বিবাহের বিরোধিতা (একবিবাহের নীতি) দত্তক গ্রহণে নারী–পুরুষের সমান অধিকার কন্যার উত্তরাধিকার স্বীকৃতি --- বিরোধিতা ও আম্বেদকরের পদত্যাগ এই বিলের বিরুদ্ধে তখন ব্যাপক রক্ষণশীল ও ধর্মীয় বিরোধিতা হয়। ফলে বিলটি সংসদে পূর্ণাঙ্গভাবে পাশ করানো যায়নি। এর প্রতিবাদে ১৯৫১ সালে আম্বেদকর আইনমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন—যা নারীর অধিকারের প্রশ্নে তাঁর অটল অবস্থানের প্রতীক। --- পরে কী হলো? আম্বেদকরের পদত্যাগের পর, ১৯৫৫–৫৬ সালে হিন্দু কোড বিলকে চারটি পৃথক আইনে ভাগ করে পাশ করা হয়— হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিন্দু সাকসেশন অ্যাক্ট হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট হিন্দু মিনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট এই আইনগুলিই আজ ভারতে নারীর পারিবারিক অধিকারের ভিত্তি। --- গুরুত্ব হিন্দু কোড বিল ছিল— নারী মুক্তির পথে এক বৈপ্লবিক পদক্ষেপ সামাজিক ন্যায় ও লিঙ্গসমতার ভিত্তি আধুনিক গণতান্ত্রিক ভারতের আইনি সংস্কারের মাইলফলক
- বউ ছেলের হাতে মায়ের খুন জগন্নাথপুর1
- Post by Amarshi Local News2
- Post by Amjad Khan1
- বিশেষ সক্ষম যুবক যুবতীর বিবাহ বন্ধনে তোলপাড় নেট দুনিয়া, আশীর্বাদের ঝড় উঠেছে নব দম্পতির জন্য, দেখুন সেই চিত্র1
- Post by Gouranga Majumder1
- ১৭ পরিবারের ৪৭ ভোটার বিভিন্ন দল ত্যাগ করেন আইপিএফটির দলের যোগদান1
- Post by Amjad Khan1
- Post by Gouranga Majumder1
- # রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।1