Shuru
Apke Nagar Ki App…
KOLKATA to KISAHANGANJ
Salim Sk
KOLKATA to KISAHANGANJ
More news from Malda and nearby areas
- শুক্রবার সন্ধ্যায় বৈষ্ণবনগর এর ষোলো মাইলে অনুষ্ঠিত হওয়া ‘পরিবর্তন যাত্রা’-র সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি তারক ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তাঁর একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তারক ঘোষ অভিযোগ করেন, বর্তমান রাজ্য প্রশাসনের আমলে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তাঁর দাবি। এই প্রসঙ্গ টেনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী বারবার মহিলাদের উদ্দেশে বাড়ি থেকে বাইরে না বেরোনোর মতো মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং নারীর স্বাধীনতার পরিপন্থী। বক্তব্যের এক পর্যায়ে তারক ঘোষ মহিলাদের উদ্দেশে বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের মা-বোনদের হাতে লাঠি ও ঝাঁটা তুলে নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এমনকি তাদেরকে পেটাতেও হবে। তাঁর দাবি, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার দায়িত্ব মহিলাদের হাতেই রয়েছে। এছাড়াও মানুষ এবারে পরিবর্তন চাইছে। আর ২০২৬ এ এ রাজ্যের জনগণ তৃণমূলকে বিসর্জন দেবে। তিনি আরও বলেন, মহিলাদের স্বাধীনতা ও সম্মান সবার আগে হওয়া উচিত। কিন্তু বর্তমান তৃণমূলের শাসনকালে তা একেবারেই নেই বলে অভিযোগ করেন তিনি। তারক ঘোষের দাবি, বিজেপি ক্ষমতায় এলে নারী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং মহিলাদের উন্নয়ন ও অগ্রগতি দ্রুততার সঙ্গে নিশ্চিত করা হবে। বিজেপির সুশাসনে রাজ্যে নারীর সম্মান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশ্বাস দেন।1
- আবারও বেশ কিছু ট্রেন বাতিল দশ দিন পুরোটা দেখুন বিস্তারিত জেনে নিন1
- #iPhone13 #RainbowDisplay #DisplayReplacement #iPhoneRepairexpert #MobileRepair #MoboSavior #Purulia #TrustedRepair1
- Post by Gouranga Majumder1
- বাংলাদেশি ক্রিকেটারকে কোটি টাকার চুক্তি, অথচ উপেক্ষিত ত্রিপুরার প্রতিভা—প্রশ্ন তুললেন মহারাজা প্রদ্যোৎ মানিক্য” ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও টিপরা মথা দলের নেতা মহারাজা প্রদ্যোৎ মানিক্য এক সামাজিক মাধ্যমের পোস্টে ক্রিকেট ও জাতীয় মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একদিকে বাংলাদেশি এক ক্রিকেটার কোটি টাকার চুক্তি পাচ্ছেন, অন্যদিকে ভারতের প্রতিভাবান ক্রিকেটার মণি শংকর মুরাসিং-এর মতো খেলোয়াড়রা উপেক্ষিত থেকে যাচ্ছেন। মহারাজা প্রদ্যোৎ মানিক্যের প্রশ্ন—ভারত কি তার নিজস্ব প্রতিভাদের যথাযথ সম্মান দিচ্ছে? পাশাপাশি তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, টিপরা মথা দলই কেন একাধিক ইস্যুতে প্রকাশ্যে কথা বলছে, যখন অন্যরা নীরব—তা নিয়েও জাতির আত্মসম্মান ও জাতীয় পরিচয় নিয়ে ভাবনার আহ্বান জানান তিনি। 👉 এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও ক্রীড়ামহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।1
- আজ খড়গপুর ২২৮ বিধানসভার অন্তর্গত ৪ নং কলাইকুন্ডা অঞ্চলর পাচুরুলিয়া মোড় থেকে দিদির 'উন্নয়নের পাঁচালি' র প্রচার গাড়ির শুভঃ সূচনা করলেন খড়গপুর ২২৮ গ্রামীন বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী দীনেন রায় মহাশয় সঙ্গে ছিলেন ব্লক সভাপতি ,ব্লক সহ-সভাপতি , অঞ্চল সভাপতি, সহ অন্যান্য নেতৃবৃন্দ তারি বিশেষ মুহূর্ত। #UnnoyonerPachali #Medinipur #খড়গপুর #Kharagpur #AITC #TMC #AllIndiaTrinamoolCongress #MamataBanerjee #AbhishekBanerjee ##Kharagpurassembly4
- বাড়ির সামনে থেকে শিক্ষকের বাইক চুরি ! সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি ধরা পড়ার পড়েও অধরা দুষ্কৃতিরা। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও কোনও কিনারা না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাত সকালে শিক্ষক মহম্মদ কামারুজ্জামান নিজের বাড়ির সামনে বাইক রেখে নামাজ পড়ছিলেন। অর্ধেক ঘন্টা পর এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী তাঁর বাইকের হ্যান্ডেলের লক ভেঙে বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে । শিক্ষক কামারুজ্জামান বলেন,মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়েরর পাশে দেদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। বহিরাগত দুষ্কৃতীদের আড্ডা বাড়ছে এলাকায়। নেশার টাকা যোগাড় করতে তারা এই ধরনের চুরির কাজ করছে। পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা না নিলে এলাকায় আরও চুরির সংখ্যা বাড়বে। দুষ্কৃতিদের একেরপর এক এই ধরনের কান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।1
- #iPhone15 #AutoRestartProblem #WirelessCircuitdamage #iPhoneRepairexpart #MoboSavior #Purulia #TrustedRepair1
- Post by Somj1