আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের দায়িত্ব প্রাপ্ত মুখ্য জন সংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত একথা জানিয়ে বলেন, প্রত্যাশিত ভিড়ের কথা বিবেচনা করে, পূর্ব রেল শিয়ালদহ দক্ষিণ , কলকাতা স্টেশন , লক্ষ্মীকান্তপুর , নামখানা ,কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে আগামী ১২ থেকে ১৭ই জানুয়ারী, এর মধ্যে ১২ টি গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে। এছাড়াও, ৩টি প্রতিদিন চলা ইএমইউ লোকালের যাত্রাপথ বর্ধিত করা হবে । গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী আগামী ১০ জানুয়ারি থেকে ১৬জানুয়ারি পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না বলে পূর্ব রেল সূত্রের খবর।
আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের দায়িত্ব প্রাপ্ত মুখ্য জন সংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত একথা জানিয়ে বলেন, প্রত্যাশিত ভিড়ের কথা বিবেচনা করে, পূর্ব রেল শিয়ালদহ দক্ষিণ , কলকাতা স্টেশন , লক্ষ্মীকান্তপুর , নামখানা ,কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে আগামী ১২ থেকে ১৭ই জানুয়ারী, এর মধ্যে ১২ টি গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে। এছাড়াও, ৩টি প্রতিদিন চলা ইএমইউ লোকালের যাত্রাপথ বর্ধিত করা হবে । গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের প্রস্তাব অনুযায়ী আগামী ১০ জানুয়ারি থেকে ১৬জানুয়ারি পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন থামবে না বলে পূর্ব রেল সূত্রের খবর।
- সোনারপুর থেকে Malancha গিয়ে 🍽️🍲Catering korlam mini vlog ।। 🧑🍳1
- #Shyam #Rai #Temple#Bishnupur 🙏🌹🙏1
- বিষ্ণুপুর।। প্রবেশদ্বার1
- 🔹 ♻️বিষ্ণুপুর ♻️আরামবাগ♻️ কোলকাতা ♻️আনন্দপুর ♻️1
- Bishnupur1
- বিষ্ণুপুর।। গড়বেতা।। জার্নি1
- #art work1
- সোনারপুর অবাক জলপান অনুষ্টান বাড়িতে পরমের বেদ প্রচার অনুষ্টান এ গুরু ভাইদের মধ্যে তত্ত্বলাচোনা,1
- Bishnupur mela 2024❤️🧿1