টিটি এ এ ডি সি বিশ্রামগঞ্জ বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ৬৪ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় বিশ্রামগঞ্জ শচীন দেব বর্মন স্মৃতিকলা ক্ষেত্রে। প্রদীপ প্রজ্জলন করে এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সাত জন শিক্ষক-শিক্ষিকাকে মানপত্র রিসা ছাতা এবং কলম দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা প্রত্যেকেই ২০২৫ -২৬ এর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশ্রামগঞ্জ টিটি এ এ ডি সি ইন্সপেক্টর অফ স্কুল jagnarai রিয়াং এবং উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এর অধ্যাপক পেত্রিয়ট দেববর্মা। তারা শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে ন । অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের কচিকাঁচারা নৃত্য প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি আইএস অরবিন্দ দেবনাথ টাকার জলা সাব জোনাল চেয়ারম্যান রাকেশ দেববর্মা। বিশ্রামগঞ্জ ৭ জুনাল চেয়ারম্যান সঞ্জীত দেববর্মা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা
টিটি এ এ ডি সি বিশ্রামগঞ্জ বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ৬৪ তম শিক্ষক দিবস উদযাপন করা হয় বিশ্রামগঞ্জ শচীন দেব বর্মন স্মৃতিকলা ক্ষেত্রে। প্রদীপ প্রজ্জলন করে এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর প্রতিকৃতিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সাত জন শিক্ষক-শিক্ষিকাকে মানপত্র রিসা ছাতা এবং কলম দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা প্রত্যেকেই ২০২৫ -২৬ এর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশ্রামগঞ্জ টিটি এ এ ডি সি ইন্সপেক্টর অফ স্কুল jagnarai রিয়াং এবং উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এর অধ্যাপক পেত্রিয়ট দেববর্মা। তারা শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে ন । অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের কচিকাঁচারা নৃত্য প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি আইএস অরবিন্দ দেবনাথ টাকার জলা সাব জোনাল চেয়ারম্যান রাকেশ দেববর্মা। বিশ্রামগঞ্জ ৭ জুনাল চেয়ারম্যান সঞ্জীত দেববর্মা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা
- পূর্ব লক্ষী বিলে কীর্তনে সবাইকে তাক লাগিয়ে দিল -❗1
- আবারো দুষ্কৃতীকারীরা রাতের অন্ধকারে নষ্ট করে দেয় কৃষি জমি। ঘটনা চড়িলাম ব্লকের অধীন উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েত এর উত্তম সাহার কৃষি জমি। চড়িলাম রামকৃষ্ণ আশ্রমের পাশেই ১৫ গন্ডা কৃষি জমিতে সবজি চাষ করেছিলেন কৃষক উত্তম সাহা। খিরাই এবং ফুলকপির চাষ করেছেন তিনি। শুক্রবার রাতের আঁধারে কে বা কারা দুষ্কৃতিকারীরা খিরাই এবং ফুলকপির গাছগুলি তুলে ফেলে দেন। এই ধরনের ঘটনা আর কোন সময় হয়নি বলে তিনি বলেন। নিজ জমিতেই খিরাই এবং কপির গাছ লাগিয়েছিলেন কে বা কারা রাতের অন্ধকারে সর্বস্বান্ত করে দেয় কৃষি জমি। ৪০ থেকে ৫০ হাজার টাকা ক্ষতি হবে বলেও সংবাদ মাধ্যমের কাছে বলেন। উত্তম সাহা সাক্ষাতে বলেন কে বা কারা করেছেন তিনি কোনভাবেই বলতে পারছেন না রাতের অন্ধকারে প্রায় ১৫ গন্ডা জাগাতে খিরাই এবং কফি লাগিয়ে ছিলেন কে বা কাহারা তুলে ফেলে দেয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হবে।1
- Post by Gouranga Majumder1
- ১৫০ বছর পুরনো একটি তেতোল গাছ কাঁটা হলো, তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা।2
- Post by Sanjit Sarkar1
- শান্তিপুরের যুবকের রহস্যময় মৃ*ত্যু! খু*ন না কি দু*র্ঘটনা! না অন্য কোন রহস্য লুকিয়ে আছে,ধোঁয়াশায় পুলিশ ও পরিবার।1
- সান্টারুপী পুলিশের কাছ থেকে লক্ষাধিক টাকা ও 45 টি মোবাইল ফিরে পাওয়ায় আনন্দের জোয়ারে মাতলো এলাকাবাসীরা বলাগড়ে1
- বড়ো করে " হা " 😲 করলে কি হতে পারে দেখুন 😭❗1