Shuru
Apke Nagar Ki App…
মঙ্গলবার সকালে আগুন লাগার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাউড়িয়া জুট মিলে, সূত্রের খবর এদিন আনুমানিক সকাল ৯ টা ১৫ নাগাদ মিলের শ্রমিকরা প্রথম পাট ঘরের গুদামে আগুন দেখতে পায়, ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য, প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয় ওই জুট মিলে কর্মরত শ্রমিকরা। খবর দেওয়া হয় বাউড়িয়া থানার পাশাপাশি দমকলে, এদিকে আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে এদিনের এই আগুন তা জানা যায়নি, তবে শ্রমিকদের ধারণা শর্ট সার্কিট থেকেই হয়তো লাগে ওই আগুন
Matiar Rahaman, ph7003693038,
মঙ্গলবার সকালে আগুন লাগার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাউড়িয়া জুট মিলে, সূত্রের খবর এদিন আনুমানিক সকাল ৯ টা ১৫ নাগাদ মিলের শ্রমিকরা প্রথম পাট ঘরের গুদামে আগুন দেখতে পায়, ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য, প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয় ওই জুট মিলে কর্মরত শ্রমিকরা। খবর দেওয়া হয় বাউড়িয়া থানার পাশাপাশি দমকলে, এদিকে আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে এদিনের এই আগুন তা জানা যায়নি, তবে শ্রমিকদের ধারণা শর্ট সার্কিট থেকেই হয়তো লাগে ওই আগুন
More news from Medinipur West and nearby areas
- সামনেই বিধানসভা ভোট। তার আগে রাজ্য জুড়ে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পথশ্রী প্রকল্পকে সঙ্গে নিয়েই উন্নয়ন তুলে ধরতে চাইছেন তাঁরা। রাজ্যে গ্রামীণ সড়ক পরিকাঠামোর উন্নয়নে আবারও বড়সড় পদক্ষেপ। রাজ্যজুড়ে শুরু বহুপ্রতিক্ষিত 'পথশ্রী-রাস্তাশ্রী 4' প্রকল্পের কাজ। ৩০ ডিসেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লক এলাকায় এই প্রকল্পের অধীন ২ টি রাস্তার কাজের উদ্বোধন হল। জানা গেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৬৫৯টি রাস্তার উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মোট দৈর্ঘ্য প্রায় ৯১২ কিলোমিটার। দাসপুর ১ বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান,এবার এই প্রকল্পে রাজ্য জুড়ে ২০ হাজার কিলোমিটা রাস্তা নির্মাণ ও সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ হবে। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান এই ২০ হাজার কিলোমিটারের মধ্যে দাসপুর-১ ব্লকে নতুন রাস্তা হবে প্রায় ৩৫ কিলোমিটার। খরচ ধরা আছে ১৮৩ কোটি ৮৪ লক্ষ ৯ হাজার ৬৪৬ টাকা। মঙ্গলবার বিকেলে এই পথশ্রী ৪ প্রকল্পের অধীন দাসপুর ১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দত্তপুল থেকে দীনেশ ঘোষের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এবং ওই ব্লকের দাসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কোটালপুর গ্রামের কোটালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডাকাতে মানার পুকুর পর্যন্ত ১.৪ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হল। বেশ জাঁকজমকপূর্ণ ছিল উদ্বোধন। হাজির ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞ্যা, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সাথে দাসপুর ১ বিডিও দীপঙ্কর বিশ্বাস এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান উপ প্রধান সহ অন্যান্যরা। উভয় রাস্তার কাজ দ্রুত শেষ হোক চাইছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই দুই রাস্তার দাবী ছিল তাঁদের।1
- video1
- হালিশহর বাগমোড় সপ্তর্ষি ক্লাবের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান....3
- কিষাণ মান্ডিতে সরকারি পদ্ধতিতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে শুরু হয়েছে ধান কেনা, চন্দ্রকোনার জয়ন্তীপূর এলাকায় সেই কিষাণমন্ডি পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ । কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কৃষকদের কাছ থেকে খোঁজ খবর নিলেন তিনি।1
- অবিলম্বে অসীম সরকারের গ্রেপ্তার চাই সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। কোরআনকে অপমান কুরুচি মন্তব্য করাকে নিয়ে ক্ষিপ্ত সারা পশ্চিমবঙ্গের মুসলমান3
- আদর্শ ট্যালেন্ট সার্চ পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৫1
- YouTube 🆔 Artist Satyam please subscribe my channel1
- পাঁশকুড়া বর্ধমান বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া বাসস্ট্যান্ডে2
- ঘন কুয়াশার চাদরে মোড়া বেলপাহাড়ী1