ছাত্রছাত্রীদের সুবিধায় আশা কিরণের মানবিক উদ্যোগ পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- আসানসোলের লোকো স্টেডিয়ামের নিকটবর্তী সেন্ট মেরি গোরেতি স্কুল প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশা কিরণ-এর উদ্যোগে চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানো হল। আজ পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ ও আশা শর্মার উপস্থিতিতে এই ওয়াটার কুলারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে আশা কিরণ সংগঠনের পক্ষ থেকে আশা শর্মা, স্কুলের সিস্টার মুক্তা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ আশা কিরণ সংগঠনের প্রশংসা করে বলেন, আসন্ন গ্রীষ্মের মরসুমে এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্কুলের কর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে। অন্যদিকে সেন্ট মেরি গোরেতি স্কুলের সিস্টার মুক্তা ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এই চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানোর জন্য আশা কিরণ সংগঠন এবং বিশেষভাবে আশা শর্মাকে ধন্যবাদ জানান।
ছাত্রছাত্রীদের সুবিধায় আশা কিরণের মানবিক উদ্যোগ পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- আসানসোলের লোকো স্টেডিয়ামের নিকটবর্তী সেন্ট মেরি গোরেতি স্কুল প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশা কিরণ-এর উদ্যোগে চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানো হল। আজ পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ ও আশা শর্মার উপস্থিতিতে এই ওয়াটার কুলারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে আশা কিরণ সংগঠনের পক্ষ থেকে আশা শর্মা, স্কুলের সিস্টার মুক্তা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ আশা কিরণ সংগঠনের প্রশংসা করে বলেন, আসন্ন গ্রীষ্মের মরসুমে এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্কুলের কর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে। অন্যদিকে সেন্ট মেরি গোরেতি স্কুলের সিস্টার মুক্তা ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এই চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানোর জন্য আশা কিরণ সংগঠন এবং বিশেষভাবে আশা শর্মাকে ধন্যবাদ জানান।
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের পোলো ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পন্নবলম জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তাঁকে প্রথাগতভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে এক ঐতিহাসিক ও গর্বের দিন। ১৯৫০ সালের এই দিনেই দেশ তার সংবিধান লাভ করে এবং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, সংবিধান ও গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে দেশপ্রেমের আবহে পোলো ময়দান ভরে ওঠে।1
- भारत की संस्कृति और हिंदी भाषा ने अंतरिक्ष में ऐतिहासिक पहचान बनाई 🇮🇳🚀।1931 की फ़िल्म आलम आरा का गीत “जात कहाँ हो” दुनिया का एकमात्र हिंदी गीत है, जो धरती से निकलकर हमारे सौरमंडल के बाहर पहुंच चुका है। यह गीत वॉयेजर-1 के गोल्डन रिकॉर्ड के साथ आज भी अंतरतारकीय अंतरिक्ष में तैर रहा है, जहां भारत की आवाज़ सितारों के बीच गूंज रही है 🎵🌌। #HindiPride #IndianCulture #Voyager1 #GoldenRecord #SpaceHistory #DesiPride #IndiaInSpace #MusicInSpace #Explore1
- পানাগড়ে তুলোর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তুলোর দোকানে মালিকের ছোট ছেলে মশা মারার ধুপ জ্বালাতে যাই। তখনই আগুন ধরে যায়। শিশুটিকে বাঁচানোর জন্য ছুটে যায় মা। দুজনেই অল্প বিস্তর ঝলসে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।4
- প্রজাতন্ত্র দিবস উদযাপন বাঁকুড়ার স্কুলে স্কুলে1
- पश्चिम बर्धमान के रानीगंज:- भारतीय जनता पार्टी के नवनियुक्त राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन 28 जनवरी को रानीगंज के दौरे पर आ रहे हैं। इससे पहले आज भाजपा के आसनसोल जिला सांगठनिक के रानीगंज विधानसभा नेतृत्व की ओर से एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। प्रेस वार्ता में जिला इंचार्ज विवेक रंगा, विधानसभा संयोजक दिनेश सोनी, विधानसभा इंचार्ज मृत्युंजय चंद, विधानसभा प्रभारी सागर राय और मंडल अध्यक्ष शमशेर सिंह मौजूद थे। भाजपा नेताओं ने बताया कि राष्ट्रीय अध्यक्ष बनने के बाद नितिन नवीन का यह पहला पश्चिम बंगाल दौरा है। नितिन नवीन पहले दुर्गापुर में संगठनात्मक बैठक करेंगे, उसके बाद रानीगंज के स्पोर्ट्स असेंबली हॉल में पार्टी कार्यकर्ताओं और नेताओं के साथ बैठक करेंगे। इस दौरे का उद्देश्य 2026 विधानसभा चुनाव से पहले संगठन को मजबूत करना बताया गया है। भाजपा नेताओं का दावा है कि नितिन नवीन के दौरे से कार्यकर्ताओं में उत्साह है, वहीं तृणमूल कांग्रेस में बेचैनी देखी जा रही है। भाजपा का कहना है कि 2026 में प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में बदलाव तय है।1
- সালারের খাঁড়েরা গ্রামে ভরদুপুরে দুঃসাহসিক চুরি : নগদ টাকা,স্মার্ট ফোন সহ লক্ষাধিক টাকার গহনা লুট1
- ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের দিন রামপুরহাট বিধানসভার বিভিন্ন গ্রামে গ্রামে বিজেপির বাইক র্যালি সোমবার দুপুরে অনুষ্ঠিত হলো। এই রালিতে উপস্থিত ছিলেন বীরভূম সংগঠনের জেলার বিজেপি জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। ২৬ শের বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়িয়ে তুলতেই এই বাইক র্যালি বলে জানাযায়।1
- পশ্চিম বর্ধমানের এর আসানসোল:-দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের লোকো স্টেডিয়াম মাঠে আসানসোল রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুদীর কুমার শর্মা। পতাকা উত্তোলনের পর তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআরএম সুদীর কুমার শর্মা বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে গর্ব ও সম্মানের দিন। ১৯৫০ সালের এই দিনেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। তিনি আরও বলেন, ভারতীয় রেল সর্বদা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং জাতির অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছে। পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানান, এই প্রজাতন্ত্র দিবসে দেশ গঠনের কাজে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে আসার শপথ নেওয়ার জন্য।1