Shuru
Apke Nagar Ki App…
রাজনগর উপজেলার পানিশাইল নিজগাঁও গ্রামে আলোচিত আব্দুল মালিক হত্যার দ্রূত বিচার, তাঁর ৫ বছরের শিশু আফসারা আঞ্জুমসহ পরিবারের নিরাপওার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মালিকের বিধবা স্ত্রী সাবরিনা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবরিনা আক্তারের পরিবারের সদস্যরা। এসময় তিনি লিখিত অভিযোগে বলেন প্রায় ৪ মাস পূর্বে নুরুল ইসলাম কলা মিয়াসহ হত্যা মামলার অন্যান্য আসামীরা আড়াই বছর হাজতবাস করে জামিনে বের হন, এর পর থেকেই মামলা তুলে নেয়ার জন্য তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এখন মেয়েকে নিয়ে তিনি স্কুলেও যেতে পারছেন না। #SongbadMoulvibazar Watch Songbad Moulvibazar and stay tuned for all the breaking news. Like our page and Follow this.
Maheshwar Sharma
রাজনগর উপজেলার পানিশাইল নিজগাঁও গ্রামে আলোচিত আব্দুল মালিক হত্যার দ্রূত বিচার, তাঁর ৫ বছরের শিশু আফসারা আঞ্জুমসহ পরিবারের নিরাপওার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মালিকের বিধবা স্ত্রী সাবরিনা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবরিনা আক্তারের পরিবারের সদস্যরা। এসময় তিনি লিখিত অভিযোগে বলেন প্রায় ৪ মাস পূর্বে নুরুল ইসলাম কলা মিয়াসহ হত্যা মামলার অন্যান্য আসামীরা আড়াই বছর হাজতবাস করে জামিনে বের হন, এর পর থেকেই মামলা তুলে নেয়ার জন্য তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এখন মেয়েকে নিয়ে তিনি স্কুলেও যেতে পারছেন না। #SongbadMoulvibazar Watch Songbad Moulvibazar and stay tuned for all the breaking news. Like our page and Follow this.
More news from Birbhum and nearby areas
- আশিকুর রহমান (বীরভূম) এবং হেশামুদ্দিন শেখ (মুর্শিদাবাদ) উভয় নিজের সমস্ত আপত্তিকর মন্তব্য থেকে আগেই তাওবা ও ইস্তিগফার করেছিলেন।21/11/2024 রোজ - বৃহস্পতিবার আবার তারা পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় মুফতী, ফাক্বীহে বাঙ্গাল হযরত আল্লামা মুফতী আলিমুদ্দিন রেজবী মাযহারী, হযরত আল্লামা মুফতী জুবায়ের হুসাইন রেজবী মুজাদ্দেদী, হযরত আল্লামা মুফতী শাহ জাহান মানযারী, আল্লামা মুফতী জাহাঙ্গীর আলম রেজবী (ঝাড়খণ্ড), হযরত মাওলানা মোয়াজ্জাম হুসাইন কালিমী এবং হযরত মাওলানা জাহাঙ্গীর খাঁন রেজভী (মুর্শিদাবাদ) সহ আর একাধিক ওলামায়ে আহলে সুন্নাত ওয়া জামা'আত এর উপস্থিততে তাওবা ও ইস্তিগফার করে আহলে সুন্নাত ওয়া জামা'আত অর্থাৎ মাসলাকে আলা হযরত এর উপর পাহাড়ের মতো স্থির থাকার ওয়াদা করলেন। আমি মহান আল্লাহ তায়ালার দরবারে দুয়া করি আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুন, বেশি বেশি ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন এবং চিরজীবন মাসলাকে আলা হযরতের উপর অটল থাকার তাওফীক দান করুন। আমি আশাবাদী আমার উভয় দ্বীনী ভাই আরও বেশি বেশি করে ইলম অর্জন করে মাসলাকে আলা হযরত এর প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ। দোয়াপ্রার্থী গুলজার আলী মিসবাহী, উঃ দিনাজপুর সিনিয়র শিক্ষক ও ইফতা বিভাগের সদস্য: এম. জি. এফ. মাদীনাতুল উলূম খালতিপুর, কালিয়াচক, মালদা, পশ্চিমবঙ্গ, ভারত। ২৩/১১/২০২৪1
- বীরভূম সংসদ শতাব্দী রায় ...1
- জয় মোহনবাগানের, সবচেয়ে বড় টিফোর সাক্ষী যুবভারতী, আন্তঃজেলা ফুটবলের শেষ চারে কোচবিহার ও পশ্চিম বর্ধমান1
- তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে ছটি আসনের মধ্যে ছটিতেই জয়ের উচ্ছাস এ আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এর বেনাচিতির ভিরিঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত দুর্গাপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর বোরো চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান ও পৌরপিতা রমা প্রসাদ হালদার মহাশয়, উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটিভ রাখিতেওয়ারি মহাশয়া , উপস্থিত ছিলেন প্রাক্তন পৌর মাতা দিপালী মন্ডল, সুস্মিতা ভুঁই, সহ বিশিষ্ট নেতা ও নেত্রী এবং কর্মী গণ1
- প্রধানমন্ত্রীর নাম করে বীরভূম থেকে লাখ লাখ টাকা হাতালেন শান্তনু ভট্টাচার্য1
- মানসিকভাবে অসুস্থ ভাইয়ের পাশে স্পন্দন ফাউন্ডেশন আমরা স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজেদের সামর্থ অনুযায়ী সামাজিক বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি, সেটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হলেও আমাদের সামাজিক এই দায়বদ্ধতা থেকে মুখ ফেরাতে পারি না। অনেকেই হয়তো এগিয়ে আসেন আমাদের সহযোগিতা করেন, বিশ্বাস করুন এগুলো তে আমরা আরো এগিয়ে যাওয়ার সাহস রাখি। আজ আমরা বীরভূমের কীর্ণাহার এ আসা এক মানসিক ভাবে অসুস্থ ভাইয়ের কিছু টা হলেও পাশে থাকার চেষ্টা করি, দীর্ঘ দিন স্নান না করে মাথায় ময়লা ও উকুন হয়ে গেছিলো, প্রথমে সাবান মাখিয়ে স্নান করিয়ে নতুন জামা পড়ানো হয়, শীতের জন্য নতুন কম্বল দেওয়া হয় এবং দুপুরে খাবার খাওয়ানো হয়, এই ভাইকে যদি আপনারা কেউ চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগে করবেন, ওর কোথায় বাড়ি কি নাম বলতে পারছে না, আমরা চাই ও নিজের বাড়ি ফিরে যাক,1
- বীরভূম জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ডেপুটি স্পিকার মাননীয় আশীষ ব্যানার্জি মহাশয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মহাশয় বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খানসহ । Fayezul Haque Asish Banerjee Serajul Islam Khan1
- আলোচক - শায়খ সৈবুর সোলেমান সাহেব হাফিঃ । বিষয় - ভারতের উপমহাদেশের ইতিহাসে আহলেহাদীসদের ভূমিকা। জমঈয়তে আহলে হাদিস লস্করপুর বলবল পাড়া মোকামির পরিচালনায় আলোচকবৃন্দ শাইখ আব্দুল মঈদ মাদানী (ঝারখান্ড) বিষয়: আমরা দাওয়াতি কাজ করব কেন। শাইখ জাকির হোসেন মাদানী (মালদা) বিষয়: ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠায় আহলে হাদিসদের ভূমিকা। শাইখ আইনুল হক হাক্কানী (বীরভূম) বিষয়: রবের পরিচয়। শাইখ আব্দুল হামিদ ফাইজী (উঃ ২৪ পরগনা) বিষয়: মুসলিম জাতির উপর এতো শাস্তি কেন। জনাব কাওসার আনসারী (সুতি) বিষয়: জাহান্নামের ভয়াবহতা। তারিখ:-২৩শে নভেম্বর ২০২৪ রোজ- শনিবার। সময়:বাদ আসর হইতে রাত্রি ১০ টা পর্যন্ত ৫ম বার্ষিকী ইসলামিক আলোচনা সভা স্থান:দক্ষিণ বলবল পাড়া জামে মসজিদের পাশে, সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। প্রধান অতিথি শাইখ সইবুর সোলাইমান উমরী (হাফি:) (আমীর-জমঈয়তে আহলে হাদিস, সুতি) বিশেষ অতিথি: শাইখ আবু বাকার মুহাম্মদী (কাকুড়িয়া) শাইখ নুরুল ইসলাম সালাফি (শাহজাদপুর) সভাপতিত্ব করবেন: শাইখ আব্দুল্লাহ বুখারী মাদানী (অধ্যায়নরত মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়) সহ- সভাপতিত্ব করবেন।1
- পশ্চিম বর্ধমান আসানসোল শনিবার সকালে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ধর্মপুর এলাকার রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ।1