Shuru
Apke Nagar Ki App…
দুষন মুক্ত তিস্তা। পিকনিকের মরশুমে যাতে নদী ও নদীর পাড় দুষিত করা না হয় তার জন্য রবিবার সকাল থেকেই প্রচারে নামলো জলপাইগুড়ি প্রশাসন। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।বড় দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি র তিস্তা পাড়ে।খাওয়াদাওয়া শেষে নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ। এতে দুষন ছড়াচ্ছে নদীর পাড়ে। অবস্থার পরিবর্তন আনতে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রচার অভিযান চালান প্রশাসনের আধিকারিকরা।জোরে মাইক বাজানো এবং মদ্যপানে ও নিশেধাজ্ঞা জারি করা হয়।পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নদীর পাড়ে ডাস্টবিন, শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন।
Subrata Sarkar
দুষন মুক্ত তিস্তা। পিকনিকের মরশুমে যাতে নদী ও নদীর পাড় দুষিত করা না হয় তার জন্য রবিবার সকাল থেকেই প্রচারে নামলো জলপাইগুড়ি প্রশাসন। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা।বড় দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়ি র তিস্তা পাড়ে।খাওয়াদাওয়া শেষে নোংরা আবর্জনা ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ। এতে দুষন ছড়াচ্ছে নদীর পাড়ে। অবস্থার পরিবর্তন আনতে এদিন মহকুমা শাসকের নেতৃত্বে প্রচার অভিযান চালান প্রশাসনের আধিকারিকরা।জোরে মাইক বাজানো এবং মদ্যপানে ও নিশেধাজ্ঞা জারি করা হয়।পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নদীর পাড়ে ডাস্টবিন, শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে মহকুমা শাসক জানিয়েছেন।