*মাদ্রাসায় বৃক্ষরোপণ করলেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক মাওলানা জাকির* জম্পুইজলা প্রতিনিধি ইসলাম ধর্মে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ কাজ এবং নবীজির সুন্নাত। কোরআন ও হাদিসে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। শুক্রবার বিকাল ২ ঘটিকায় জম্পুইজলা মহকুমার একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ করেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন আলজলিলী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসা কমিটির বিভিন্ন কর্মকর্তারা। বৃক্ষরোপণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাওলানা জাকির হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন গাছ লাগানো সদকায়ে জারিয়াহ, যার সওয়াব রোপণকারী ব্যক্তি মৃত্যুর পরেও পেতে থাকেন। বিশ্ব নবী বলেছেন, "যদি কিয়ামত এসে যায় আর কারো হাতে একটি চারা গাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে দেয়" প্রতিটি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং কবরস্থান সহ অন্যান্য ধর্মীয় স্থান গুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য সকলের প্রতি বিশেষ আবেদন করেন তিনি। সামাজিক ও ধর্মীয় সংগঠনের কর্মকর্তাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন মাওলানা জাকির। কিছুদিনের মধ্যে পার্শ্ববর্তী মসজিদ গুলোতেও এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন জগাইবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন। এদিন উপস্থিত ছিলেন জম্পুইজলা প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ আমির হুসাইন, জগাইবাড়ী মসজিদ কমিটির সহ সভাপতি বাহার মিয়া, কোষাধ্যক্ষ আবু কাসেম মিয়া, ওলিউল্লাহ, হাফিজ দেলোয়ার হোসেন,প্রমোদনগর আঞ্চলিক নদওয়ার সভাপতি আবু তাহের মিয়া সহ অন্যান্যরা।
*মাদ্রাসায় বৃক্ষরোপণ করলেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক মাওলানা জাকির* জম্পুইজলা প্রতিনিধি ইসলাম ধর্মে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ কাজ এবং নবীজির সুন্নাত। কোরআন ও হাদিসে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে উৎসাহিত করা হয়েছে। শুক্রবার বিকাল ২ ঘটিকায় জম্পুইজলা মহকুমার একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ করেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন আলজলিলী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসা কমিটির বিভিন্ন কর্মকর্তারা। বৃক্ষরোপণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাওলানা জাকির হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন গাছ লাগানো সদকায়ে জারিয়াহ, যার সওয়াব রোপণকারী ব্যক্তি মৃত্যুর পরেও পেতে থাকেন। বিশ্ব নবী বলেছেন, "যদি কিয়ামত এসে যায় আর কারো হাতে একটি চারা গাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে দেয়" প্রতিটি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং কবরস্থান সহ অন্যান্য ধর্মীয় স্থান গুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য সকলের প্রতি বিশেষ আবেদন করেন তিনি। সামাজিক ও ধর্মীয় সংগঠনের কর্মকর্তাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন মাওলানা জাকির। কিছুদিনের মধ্যে পার্শ্ববর্তী মসজিদ গুলোতেও এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন জগাইবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন। এদিন উপস্থিত ছিলেন জম্পুইজলা প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ আমির হুসাইন, জগাইবাড়ী মসজিদ কমিটির সহ সভাপতি বাহার মিয়া, কোষাধ্যক্ষ আবু কাসেম মিয়া, ওলিউল্লাহ, হাফিজ দেলোয়ার হোসেন,প্রমোদনগর আঞ্চলিক নদওয়ার সভাপতি আবু তাহের মিয়া সহ অন্যান্যরা।
- বাইকের Full Servicing মাত্র 150 টাকা -❗ এটা কি সত্যি- 😲❗নাকি স্বপ্ন 😲❗1
- CM Tiprasa accordno twi kok samano phirokha TTAADC CEM. Purna ch jamatia1
- Post by User16261
- Post by Sanjit Sarkar1
- Post by Rahul Badshah7
- বকেয়া সাম্মানিক ও স্থায়ীকরণের দাবিতে ভরতপুরে ডেপুটেশন আশা কর্মীদের1
- परवरिश पर दाग़ ना लगे इसलिए शांत हो गए, वर्ना तुम्हें एहसास करवाते कि बरबादी होती कैसी है !!1
- বাইকের Full Servicing মাত্র 150 টাকা 😲❗1