logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

আসানসোল পুর এলাকায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কাজ নিয়ে DM বৈঠক পশ্চিম বর্ধমানের আসানসোল- " আমাদের পাড়া, আমাদের সমাধান " প্রকল্পের কাজ নিয়ে মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম একটি বৈঠক করেন। সেই বৈঠকে জেলাশাসক আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান, আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে এবং প্রকৌশলীদের সাথে " আমাদের পাড়া আমাদের সমাধান" প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এই বৈঠক পুরকমিশনার একম জে. সিং, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, " আমাদের পাড়া আমাদের সমাধান" হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যার জন্য সরকার ইতিমধ্যেই টাকা করেছে। প্রতিটি ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পে কাজটি চিহ্নিত করেছেন। তাই কোনও বাধা থাকবে না এবং নাগরিকরা পূর্ণ সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, পুর এলাকায় এই প্রকল্পের অধীনে ৩,৫০০টি কাজ এবং পথশ্রী প্রকল্পের অধীনে ২৫০টি কাজ অনুমোদিত হয়েছে। টাকা বরাদ্দ সত্ত্বেও ঠিকাদারদের অভাবে টেন্ডার প্রক্রিয়া আটকে রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি সম্পন্ন করতে সকল ঠিকাদারদের সহযোগিতা করার আহ্বান জানান।

2 hrs ago
user_S kumar
S kumar
Photographer Kanksa, Paschim Bardhaman•
2 hrs ago

আসানসোল পুর এলাকায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের কাজ নিয়ে DM বৈঠক পশ্চিম বর্ধমানের আসানসোল- " আমাদের পাড়া, আমাদের সমাধান " প্রকল্পের কাজ নিয়ে মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম একটি বৈঠক করেন। সেই বৈঠকে জেলাশাসক আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান, আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে এবং প্রকৌশলীদের সাথে " আমাদের পাড়া আমাদের সমাধান" প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এই বৈঠক পুরকমিশনার একম জে. সিং, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, " আমাদের পাড়া আমাদের সমাধান" হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যার জন্য সরকার ইতিমধ্যেই টাকা করেছে। প্রতিটি ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পে কাজটি চিহ্নিত করেছেন। তাই কোনও বাধা থাকবে না এবং নাগরিকরা পূর্ণ সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, পুর এলাকায় এই প্রকল্পের অধীনে ৩,৫০০টি কাজ এবং পথশ্রী প্রকল্পের অধীনে ২৫০টি কাজ অনুমোদিত হয়েছে। টাকা বরাদ্দ সত্ত্বেও ঠিকাদারদের অভাবে টেন্ডার প্রক্রিয়া আটকে রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি সম্পন্ন করতে সকল ঠিকাদারদের সহযোগিতা করার আহ্বান জানান।

More news from Paschim Bardhaman and nearby areas
  • পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা​ প্রতিক্রিয়া: দিলেন"এই সরকার একটি মিথ্যাবাদী সরকার। এই সরকার সবসময় বিজেপির উপর ভুল ও মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে বিজেপিকে থামাতে চায়। এটা তো এই সরকারের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বাংলায় এটা সবসময়ই হয়ে আসছে, তাই এটা নতুন কোনো আলোচনার বিষয় নয়। তবে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের জনশক্তিকে অবশ্যই কাজে লাগাবো।" ​ভোটার তালিকায় অনিয়ম ও জেলা শাসকদের ভূমিকা রাহুল সিনহা বলেন"ভোটার তালিকায় জীবিত ভোটারদের নাম বাদ পড়া বা মৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত হওয়া—এই বিষয়টি মূলত দুটি জেলায় বেশি দেখা গেছে। এটা তো জেলা শাসকরা (DM) করেছেন।" ​প্রতিক্রিয়া: রাহুল সিনহা দিলেন"তৃণমূলের নির্দেশ অনুযায়ী কিছু জেলা শাসক এমনভাবে কাজ করছেন যেন তারা তৃণমূলের অনুগত ভৃত্য বা কর্মচারী। আমরা সেই সব জেলা শাসকদের চিহ্নিত করছি। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং প্রয়োজনে বিক্ষোভ প্রদর্শন করব।" ​ভবিষ্যৎ পরিকল্পনা ​ আমার দের নেতা নবীন নিতিন "তাদের কে কিছু বিষয়ে নিয়ে পরামর্শ দিয়েছেন। আমরা সব পরিস্থিতি খতিয়ে দেখেছি এবং খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করব।" ​আমি কি এই বিষয়ের ওপর কোনো প্রতিবেদন বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দেব? অথবা আপনার যদি অন্য কোনো সাহায্য প্রয়োজন হয়, জানাবেন।
    1
    পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা​ প্রতিক্রিয়া: দিলেন"এই সরকার একটি মিথ্যাবাদী সরকার। এই সরকার সবসময় বিজেপির উপর ভুল ও মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে বিজেপিকে থামাতে চায়। এটা তো এই সরকারের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বাংলায় এটা সবসময়ই হয়ে আসছে, তাই এটা নতুন কোনো আলোচনার বিষয় নয়। তবে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের জনশক্তিকে অবশ্যই কাজে লাগাবো।"
​ভোটার তালিকায় অনিয়ম ও জেলা শাসকদের ভূমিকা
রাহুল সিনহা বলেন"ভোটার তালিকায় জীবিত ভোটারদের নাম বাদ পড়া বা মৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত হওয়া—এই বিষয়টি মূলত দুটি জেলায় বেশি দেখা গেছে। এটা তো জেলা শাসকরা (DM) করেছেন।"
​প্রতিক্রিয়া: রাহুল সিনহা দিলেন"তৃণমূলের নির্দেশ অনুযায়ী কিছু জেলা শাসক এমনভাবে কাজ করছেন যেন তারা তৃণমূলের অনুগত ভৃত্য বা কর্মচারী। আমরা সেই সব জেলা শাসকদের চিহ্নিত করছি। তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং প্রয়োজনে বিক্ষোভ প্রদর্শন করব।"
​ভবিষ্যৎ পরিকল্পনা
​ আমার দের নেতা নবীন নিতিন "তাদের কে কিছু বিষয়ে  নিয়ে পরামর্শ দিয়েছেন। আমরা সব পরিস্থিতি খতিয়ে দেখেছি এবং খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করব।"
​আমি কি এই বিষয়ের ওপর কোনো প্রতিবেদন বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দেব? অথবা আপনার যদি অন্য কোনো সাহায্য প্রয়োজন হয়, জানাবেন।
    user_S kumar
    S kumar
    Photographer Kanksa, Paschim Bardhaman•
    40 min ago
  • নিতির নবীন দুর্গাপুরের মাটিতে পা রাখতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। বিজেপির বহু কর্মীর মানিব্যাগ চুরি। কর্মীদের মধ্যে হাতাহাতিতে পড়ে গেলেন একাধিক বিজেপির রাজ্য নেতৃত্ব।
    1
    নিতির নবীন দুর্গাপুরের মাটিতে পা রাখতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। বিজেপির বহু কর্মীর মানিব্যাগ চুরি। কর্মীদের মধ্যে হাতাহাতিতে পড়ে গেলেন একাধিক বিজেপির রাজ্য নেতৃত্ব।
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • BJP+TMC.............2026....... kuch bat chit
    1
    BJP+TMC.............2026.......
kuch bat chit
    user_MOHAMMAD ALAM
    MOHAMMAD ALAM
    Journalist দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • पश्चिम बर्धमान के आसनसोल, आसनसोल नगर निगम क्षेत्र में अमर पड़ा अमर समाधान’ परियोजना के कार्यों की प्रगति को लेकर पश्चिम बर्धमान के जिलाधिकारी एस. पोन्नाबलम ने समीक्षा बैठक की। बैठक में नगर निगम के बोरो चेयरमैन, अधिकारी और इंजीनियर उपस्थित रहे। जिलाधिकारी ने सभी कार्यों को तय समय में पूरा करने के निर्देश दिए। बैठक के बाद डिप्टी मेयर वसीमुल हक ने बताया कि यह मुख्यमंत्री की ड्रीम प्रोजेक्ट है, जिसके लिए सरकार ने पहले ही फंड जारी कर दिया है। उन्होंने कहा कि स्थानीय लोगों के सहयोग से सभी कार्य पूरे किए जाएंगे। उन्होंने यह भी बताया कि नगर क्षेत्र में इस परियोजना के तहत 3,500 और पथश्री परियोजना के अंतर्गत 250 कार्य स्वीकृत किए गए हैं, हालांकि ठेकेदारों की कमी के कारण टेंडर प्रक्रिया में देरी हो रही है।
    1
    पश्चिम बर्धमान के आसनसोल, 
आसनसोल नगर निगम क्षेत्र में अमर पड़ा अमर समाधान’ परियोजना के कार्यों की प्रगति को लेकर पश्चिम बर्धमान के जिलाधिकारी एस. पोन्नाबलम ने समीक्षा बैठक की।
बैठक में नगर निगम के बोरो चेयरमैन, अधिकारी और इंजीनियर उपस्थित रहे। जिलाधिकारी ने सभी कार्यों को तय समय में पूरा करने के निर्देश दिए।
बैठक के बाद डिप्टी मेयर वसीमुल हक ने बताया कि यह मुख्यमंत्री की ड्रीम प्रोजेक्ट है, जिसके लिए सरकार ने पहले ही फंड जारी कर दिया है। उन्होंने कहा कि स्थानीय लोगों के सहयोग से सभी कार्य पूरे किए जाएंगे।
उन्होंने यह भी बताया कि नगर क्षेत्र में इस परियोजना के तहत 3,500 और पथश्री परियोजना के अंतर्गत 250 कार्य स्वीकृत किए गए हैं, हालांकि ठेकेदारों की कमी के कारण टेंडर प्रक्रिया में देरी हो रही है।
    user_Biju reporter
    Biju reporter
    Photographer বারাবনি, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    Journalist Arambag, Hooghly•
    9 hrs ago
  • ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন MY Bharat এর তত্ত্বাবধানে বরাবাজার ব্লকের বামুনডিহা তুড়কু মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত একটি তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়।এদিনের এই কর্মসূচি একটি জাতীয় স্তরের যুব সচেতনতা ও অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়।,যার উদ্দেশ্য হলো সচেতন, নৈতিক ও সক্রিয় ভোটার হিসেবে যুব সমাজকে গড়ে তোলা - বিশেষ করে প্রথমবার ভোটদাতাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা। এই কর্মসূচিতে যুব সম্প্রদায়কে কলম দিয়ে উদ্বুদ্ধ করা হয় এবং সেই সঙ্গে সকলে মিলে শপথ বাক্য পাঠ করাও হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বৃন্দাবন মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী দিলীপ কুমার মাহাতো, আনন্দ মাহাতো, গনেশ পরামানিক সহ অন্যান্য সকল সমাজকর্মীবৃন্দ।
    1
    ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন MY Bharat  এর তত্ত্বাবধানে বরাবাজার ব্লকের বামুনডিহা তুড়কু মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত একটি তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়।এদিনের এই কর্মসূচি একটি জাতীয় স্তরের যুব সচেতনতা ও অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়।,যার উদ্দেশ্য হলো সচেতন, নৈতিক ও সক্রিয় ভোটার হিসেবে যুব সমাজকে গড়ে তোলা - বিশেষ করে প্রথমবার ভোটদাতাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা। এই কর্মসূচিতে যুব সম্প্রদায়কে কলম দিয়ে উদ্বুদ্ধ করা হয় এবং সেই সঙ্গে সকলে মিলে শপথ বাক্য পাঠ করাও হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বৃন্দাবন মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী দিলীপ কুমার মাহাতো, আনন্দ মাহাতো, গনেশ পরামানিক সহ অন্যান্য সকল সমাজকর্মীবৃন্দ।
    user_Manbazar tv
    Manbazar tv
    মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন
    1
    ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • পশ্চিম বর্ধমানের দুর্গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি এই প্রথম পশ্চিম বর্ধমানের সফরে এসেছেন এবং তাঁর সঙ্গে আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিজেপির সাংগঠনিক বৈঠক অত্যন্ত গোপনীয় হওয়ায় নির্দিষ্ট বিষয় প্রকাশ করা সম্ভব নয় বলেই জানান তিনি। সুকান্ত মজুমদার আরও বলেন, বিজেপি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি কোনো নির্বাচন-নির্ভর দল নয়। সর্বভারতীয় সভাপতি নবীন নিতিন দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন রাজ্যে সফর করছেন, যা দলের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ারই অংশ। বিজেপির কাজ বছরে ৩৬৫ দিনই চলে। গ্রামীণ স্তরে সংগঠন মজবুত করা এবং রাঢ়বঙ্গের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে কি না—এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, বুথ শক্তিকরণ সহ সাংগঠনিক কাজ বিজেপি সারা বছরই করে থাকে। ভোট থাকুক বা না থাকুক, এই প্রক্রিয়া অব্যাহত থাকে।
    1
    পশ্চিম বর্ধমানের দুর্গপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি এই প্রথম পশ্চিম বর্ধমানের সফরে এসেছেন এবং তাঁর সঙ্গে আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিজেপির সাংগঠনিক বৈঠক অত্যন্ত গোপনীয় হওয়ায় নির্দিষ্ট বিষয় প্রকাশ করা সম্ভব নয় বলেই জানান তিনি।
সুকান্ত মজুমদার আরও বলেন, বিজেপি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে।
নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি কোনো নির্বাচন-নির্ভর দল নয়। সর্বভারতীয় সভাপতি নবীন নিতিন দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন রাজ্যে সফর করছেন, যা দলের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ারই অংশ। বিজেপির কাজ বছরে ৩৬৫ দিনই চলে।
গ্রামীণ স্তরে সংগঠন মজবুত করা এবং রাঢ়বঙ্গের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে কি না—এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, বুথ শক্তিকরণ সহ সাংগঠনিক কাজ বিজেপি সারা বছরই করে থাকে। ভোট থাকুক বা না থাকুক, এই প্রক্রিয়া অব্যাহত থাকে।
    user_S kumar
    S kumar
    Photographer Kanksa, Paschim Bardhaman•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.