এখনো প্রতিবাদী ধর্নায় ছাঁটাই হওয়া পৌরকর্মীরা দীর্ঘ ১৩ দিন হয়ে গেল কৃষ্ণনগর পৌরসভার সন্মুখে বিক্ষোভ অবস্থানে রয়েছেন ছাঁটাই হওয়া পৌর কর্মীরা! বছরের প্রথম কয়েকদিন, তারা পৌরসভা ঢোকার দরজা অবরোধ করে রেখেছিলেন। পৌরসভার কাজ বন্ধ ছিল। এক প্রত্যক্ষদর্শীর কথায়- গত 05/01/26 সোমবার, স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যে, সেই অবরোধ সরিয়ে দেওয়া হয়। এখন পৌরসভার কাজকর্ম স্বাভাবিক। বর্তমানে বিক্ষোভকারীরা পৌরসভার দরজার এক পাশে অবস্থান করছেন। ঝোলানো রয়েছে একাধিক ব্যানার, হাতে রয়েছে পোস্টার। মাঝে মাঝে তারা পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। জিজ্ঞাসা করে জানা গেল- তাদের এই অবস্থান অনির্দিষ্টকাল চলবে! রইল গতকাল 13/01/26 এ তোলা- তাদের প্রতিবাদের ভিডিও। ✍️ অনুপম সরকার চক্রবর্তী। (14/01/26) #কৃষ্ণনগরপৌরসভায়বিক্ষোভঅবস্থান #KrishnagarMunicipalityProtestLocation #অনুপমসরকারচক্রবর্তীরলেখা #AnupamSarkarChakrabortysWriting #অনুপমসরকারচক্রবর্তীরভিডিওগ্রাফি #AnupamSarkarChakrabortysVideography
এখনো প্রতিবাদী ধর্নায় ছাঁটাই হওয়া পৌরকর্মীরা দীর্ঘ ১৩ দিন হয়ে গেল কৃষ্ণনগর পৌরসভার সন্মুখে বিক্ষোভ অবস্থানে রয়েছেন ছাঁটাই হওয়া পৌর কর্মীরা! বছরের প্রথম কয়েকদিন, তারা পৌরসভা ঢোকার দরজা অবরোধ করে রেখেছিলেন। পৌরসভার কাজ বন্ধ ছিল। এক প্রত্যক্ষদর্শীর কথায়- গত 05/01/26 সোমবার, স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্যে, সেই অবরোধ সরিয়ে দেওয়া হয়। এখন পৌরসভার কাজকর্ম স্বাভাবিক। বর্তমানে বিক্ষোভকারীরা পৌরসভার দরজার এক পাশে অবস্থান করছেন। ঝোলানো রয়েছে একাধিক ব্যানার, হাতে রয়েছে পোস্টার। মাঝে মাঝে তারা পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। জিজ্ঞাসা করে জানা গেল- তাদের এই অবস্থান অনির্দিষ্টকাল চলবে! রইল গতকাল 13/01/26 এ তোলা- তাদের প্রতিবাদের ভিডিও। ✍️ অনুপম সরকার চক্রবর্তী। (14/01/26) #কৃষ্ণনগরপৌরসভায়বিক্ষোভঅবস্থান #KrishnagarMunicipalityProtestLocation #অনুপমসরকারচক্রবর্তীরলেখা #AnupamSarkarChakrabortysWriting #অনুপমসরকারচক্রবর্তীরভিডিওগ্রাফি #AnupamSarkarChakrabortysVideography
- Post by Ritesh Kumar1
- "টাটা আবার সিঙ্গুরে আসবে, এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল এবং নরেন্দ্র মোদির হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে" হুগলির সিঙ্গুরে সাংবাদিক বৈঠকে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার1
- হাওড়া গোলাবাড়ীতে শ্যুটআউট1
- Post by Babulal Sarkar2
- SIR এর হয়রানিতে এবার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুশিয়ারি দিলেন তৃণমূল উপ প্রধান।1
- আসানসোলের ইবলিং লজ পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করে আসানসোলের দক্ষিণের বিদায়কা আগ্নিমিত্রা পাল প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস এর বিষয় নিয়ে তিনি এক প্রতিক্রিয়া দিলেন এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের পুলিশের কি ধরনের আচরণ এবং কাজের ঢং আছে1
- প্রধানমন্ত্রীর সভার আগে হুগলির সিঙ্গুরে সুকান্ত মজুমদার, সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী1
- পাথরঘাটা অঞ্চলের উন্নয়নের পাঁচালী ও পাড়ায় সংলাপ কর্মসূচি ।1
- যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করে আসাম পুলিশের জালে কাঁকসার যুবক পশ্চিম বর্ধমাননের এক যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগ। সেই যুবতীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল আসাম পুলিশ। কাঁকসা থানার পুলিশকে সাথে নিয়ে আসাম রাজ্যের পুলিশ ওই যুবককে কাঁকসার গোপালপুরে থেকে গ্রেফতার করে। ধৃতের নাম রঞ্জিত সিং বলে জানা যায়। কাঁকসার গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দা সে ছেলে টি। আসাম রাজ্যের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ওই যুবকের সাথে আসামের বাকুম থানার এক যুবতী সমাজ মাধ্যমে প্রনয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক গভীর হওয়ায় দুইজনের মধ্যে আপত্তিকর ছবি দেওয়া নেওয়া হয়। এরই মধ্যে ওই যুবতীর অন্যত্র বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যায়। সেই খবর জানতে পেরে ধৃত যুবক ওই যুবতীকে নানানভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। শেষে কোনো রকম ভাবে কোনো কাজ না হওয়ায় যুবতীর আপত্তিকর ছবি ভাইরাল করে দেয় রঞ্জিত। যুবতী ও তার পরিবার বিষয়টি জানতে বাকুম থানায় রঞ্জিত সিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আসাম রাজ্যের পুলিশ মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয়।1