দীর্ঘ ছয় ঘন্টার অভিযানে ধ্বংস করা হয় ১৫ লক্ষ ফলন্ত গাঁজা গাছ। সকাল ৯ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে অভিযান। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া এডিসি ভিলেজের তকতুরমা চিতরাম বাড়ি এবং গগন সরদার পাড়ায় র চলে একদিকে অভিযান। । অপরদিকে অভিযান চলে উত্তর । কলমচৌরা এলাকায়। ফলন্ত গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হয়। যাতে গাঁজা চাষিরা গাছগুলো থেকে আর গাঁজা সংগ্রহ করতে না পারে। বৃহস্পতিবার সকালে সিপাহিজলা পুলিশ সুপার অফিস থেকে প্রায় পঞ্চাশটি গাড়ি নিয়ে রওনা দেয় গাঁজা বাগান ধ্বংসের উদ্দেশ্যে পুলিশ, টিএসআর, বিএসএফ। পাঁচশোর বেশি জওয়ান অভিযানে শামিল হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়াবলেন আজকের এই অভিযানে যোগদান করেছে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা, কলমচৌরা থানার ভারপ্রাপ্ত ওসি অরূপ দেববর্মা, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, টিএসআর ১৪ নম্বর ব্যাটেলিয়ান ৯ নং ব্যাটালিয়ন, মহিলা টিএসআর, বিএসএফ ৪৯ নং, ৪৩ নং, ৮১ নং, ৬৯ নং ৪২ নং ব্যাটেলিয়ান এবং মহিলা বিএসএফ, সিপাহিজলা ডিএসপি (ডিআইবি) কেশব হরি জমাতিয়া সিপাহিজলা ডিস্ট্রিক্ট আর্মড রিজার্ভ পুলিশের ডেপুটি কমান্ডেন্ট ডেভিড দেববর্মা এবং বিশালগড় ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট অরূপ দত্ত। আজকের এই অভিযানে বন দপ্তরের ৫০০ একর জায়গায় গড়ে ওঠা ১৫ লক্ষ ফলন্ত গাঁজা গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা হবে বলে জানিয়েছেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। গাঁজা বাগান ধ্বংসের সময় বেশ কয়েকজন মহিলা পুলিশের পা ধরে কান্না করতে থাকে। যাতে তাদের গাঁজা বাগানগুলো না কাটা হয়। তারা অনেক কষ্ট করে গাঁজা বাগান করেছে। ধার দেনা করে বন্ধন থেকে ঋণ নিয়ে গাঁজা বাগান চাষ করেছে। এখন গাঁজা বাগানগুলো কেটে দিলে তাদের সর্বস্ব শেষ হয়ে যাবে। কিন্তু পুলিশ তাদের কোন কথা শুনে নি। সব গাঁজা গাছ কেটে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পুলিশ।
দীর্ঘ ছয় ঘন্টার অভিযানে ধ্বংস করা হয় ১৫ লক্ষ ফলন্ত গাঁজা গাছ। সকাল ৯ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে অভিযান। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া এডিসি ভিলেজের তকতুরমা চিতরাম বাড়ি এবং গগন সরদার পাড়ায় র চলে একদিকে অভিযান। । অপরদিকে অভিযান চলে উত্তর । কলমচৌরা এলাকায়। ফলন্ত গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হয়। যাতে গাঁজা চাষিরা গাছগুলো থেকে আর গাঁজা সংগ্রহ করতে না পারে। বৃহস্পতিবার সকালে সিপাহিজলা পুলিশ সুপার অফিস থেকে প্রায় পঞ্চাশটি গাড়ি নিয়ে রওনা দেয় গাঁজা বাগান ধ্বংসের উদ্দেশ্যে পুলিশ, টিএসআর, বিএসএফ। পাঁচশোর বেশি জওয়ান অভিযানে শামিল হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়াবলেন আজকের এই অভিযানে যোগদান করেছে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা, কলমচৌরা থানার ভারপ্রাপ্ত ওসি অরূপ দেববর্মা, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, টিএসআর ১৪ নম্বর ব্যাটেলিয়ান ৯ নং ব্যাটালিয়ন, মহিলা টিএসআর, বিএসএফ ৪৯ নং, ৪৩ নং, ৮১ নং, ৬৯ নং ৪২ নং ব্যাটেলিয়ান এবং মহিলা বিএসএফ, সিপাহিজলা ডিএসপি (ডিআইবি) কেশব হরি জমাতিয়া সিপাহিজলা ডিস্ট্রিক্ট আর্মড রিজার্ভ পুলিশের ডেপুটি কমান্ডেন্ট ডেভিড দেববর্মা এবং বিশালগড় ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট অরূপ দত্ত। আজকের এই অভিযানে বন দপ্তরের ৫০০ একর জায়গায় গড়ে ওঠা ১৫ লক্ষ ফলন্ত গাঁজা গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা হবে বলে জানিয়েছেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। গাঁজা বাগান ধ্বংসের সময় বেশ কয়েকজন মহিলা পুলিশের পা ধরে কান্না করতে থাকে। যাতে তাদের গাঁজা বাগানগুলো না কাটা হয়। তারা অনেক কষ্ট করে গাঁজা বাগান করেছে। ধার দেনা করে বন্ধন থেকে ঋণ নিয়ে গাঁজা বাগান চাষ করেছে। এখন গাঁজা বাগানগুলো কেটে দিলে তাদের সর্বস্ব শেষ হয়ে যাবে। কিন্তু পুলিশ তাদের কোন কথা শুনে নি। সব গাঁজা গাছ কেটে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পুলিশ।
- চড়িলাম উত্তর মুড়া তিপ্রা মথা দলের পার্টি অফিসের সামনে দলীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অফিসের সামনে মহারাজা বীর বিক্রমের ফ্লেক্স ছিড়ে ফেলা হয় দলীয় পতাকা বিভিন্ন জায়গায় তুলে ফেলা হয় শুক্রবার সকালে দলীয় অফিসের সামনে এই পরিস্থিতি দেখতে পেয়ে ক্ষেপে যায় দলীয় কর্মী সমর্থকরা তারা এই ঘটনার জন্য দায়ী করেছে সিপিআইএম দলের নয় জন কর্মীকে তারা বিশালগড় থানায় জনের নামে এফআইআরও করেছে ঘটনায় উত্তেজনা বিরাজ করছে চড়িলাম উত্তর মুড়া এলাকায়1
- ম্যাচটি জিততে হলে প্রয়োজন 6 বলে 10 রান 😲❗1
- Post by Gouranga Majumder1
- পাঁচদিন ধরে তল্লাশি চালিয়েও ব্যর্থ NDRF। ষষ্ঠ দিনে নিজে থেকেই ভেসে উঠল নারিকেল কুঞ্জের ডুম্বুর জলাশয়ে তলিয়ে যাওয়া যুবক ধর্মজিৎ চাকমার নিথর দেহ।1
- থানারাই পাড়ার বাসভবন থেকে টিপ্রা মোথা দল এবং বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং-এর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ দাবি করা হয়েছে যে ইএম হওয়ার পরেও ভোট দেওয়ার পরে এডিসির অধীনে কোনও কাজ করা হয়নি। পরে অভিযোগ করা হয়েছে যে বিধায়ক গ্রামের জন্য কিছু করেননি, কেবল বিজেপি যাদের কাছে কিছুই নেই তারা জনগণের জন্য কাজ করছে। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট কিছু বলছে এবং দরিদ্র টিপ্রাসা পাল্টা বলেছে যে এটি টিটিএএডিসির অধীনে বিজেপি এমডিসি এবং এই নির্বাচনী এলাকাটি ইএম রাজেশ ত্রিপুরার নয় বরং এমডিসি ভূমিকা নন্দ রিয়াং ৮.নং গঙ্গানগর নির্বাচনী এলাকার অধীনে পড়ে। এবং টিপ্রা মোথা এডিসিকে সরাসরি তহবিল দিতে অস্বীকৃতি জানায়নি বরং বিজেপি সরকারই থামিয়ে দিয়েছে। আসুন উভয় পক্ষের বক্তব্য শুনি এবং বিজেপি ছেড়ে টিপ্রা মোথায় যোগদানকারী পুরাতন টিপ্রাসা মহিলাদের উত্তর দিই।1
- "প্রজন্ম বাঁচাও" এই বার্তাকে সামনে রেখে কুমারঘাটে জনসভা করলো ত্রিপুরার প্রধান বিরোধীদল সিপিআইএম। সভা থেকে নানান ইস্যুতে সরকারকে একহাত নিলেন নেতৃত্বরা।1
- মল্লিক পটল চারা সেন্টার.Contact no-8327317301. কাজলি বোম্বাই , হরিবাদ, পাপড়াn, সাদা পটল , হাইবিত, নাট বোম্বাই, লাদেন পটল প্রয়োজনে এখানে সকল ধরণের পটল চারা পাওয়া যায়। আমাদের সাথে যোগাযোগ করুন। বাগদা, হেলেঞ্চা, দত্তপুলিয়া, আংগ্রাল, মন্ডল পাড়া, দেবী পুর, চাদপাড়া, ঝিকড়া.সব বাজারে পাওয়া যায় আমাদের পটল চারা.আমাদের নার্সারিতে পটল চারা তৈরিতে মাটির লতা ব্যবহার করা হচ্ছে।l সম্পূর্ণ সবুজ রঙের লতা দিয়া তৈরি.গিট ঘোনো,৩-৪ টা কোরা ফল গীতা পটল। লম্বা ধরণের পটল4
- #BreakingNews অবশেষে নারিকেল কুঞ্জে জলাশয়ে তলিয়ে যাওয়া ১৮ বছড় বয়সী ধর্মজিৎ চাকমার পাঁচ দিন পর ভাসমান মৃ*ত দে*হ ভেসে উঠলো হেলিপেড এলাকায় আজ সকালে। পাঁচ দিন যাবত আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এনডিআরএফ সদস্যরা দেহ উদ্ধারে ব্যর্থ হয়েছে।1