*অপহতা দুই নাবালিকা উদ্ধার,অপহরণকারীদের গ্রেফতার করে আসাম থেকে রাজ্যে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ* জানাগেছে গত শনিবার কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহরণ হয়।হিন্দু নাবালিকাকে খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া হিন্দু নাবালিকা মেয়েটিকে এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্ব অপহরণ করে নিয়ে যায়। ঘটনা একই দিনে একই সময়ে।এদিকে জলফু মিয়া বিবাহিত যুবক যদিও তার স্ত্রী পর পুরুষের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিলো।ঘটনার পর দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় জানানো হয়।ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুহাটির জোড়াবাট ফাঁড়ি থানার পুলিশ আটক করে।পরে আমতলী থানার পুলিশ গোহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিমান যুগে দুই নাবালিকা সহ অপহরণকারী জলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসা হয়। এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অপহরণকারীদের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে।বর্তমানে দুই অপহরণকারী আমতলী থানার লকাপে রয়েছে। এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন দুই অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। আমতলী থানা সূত্রে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী সময়ে পক্সো আইনও লাগতে পারে।
*অপহতা দুই নাবালিকা উদ্ধার,অপহরণকারীদের গ্রেফতার করে আসাম থেকে রাজ্যে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ* জানাগেছে গত শনিবার কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহরণ হয়।হিন্দু নাবালিকাকে খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া হিন্দু নাবালিকা মেয়েটিকে এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্ব অপহরণ করে নিয়ে যায়। ঘটনা একই দিনে একই সময়ে।এদিকে জলফু মিয়া বিবাহিত যুবক যদিও তার স্ত্রী পর পুরুষের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিলো।ঘটনার পর দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় জানানো হয়।ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুহাটির জোড়াবাট ফাঁড়ি থানার পুলিশ আটক করে।পরে আমতলী থানার পুলিশ গোহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিমান যুগে দুই নাবালিকা সহ অপহরণকারী জলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে আসা হয়। এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অপহরণকারীদের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে।বর্তমানে দুই অপহরণকারী আমতলী থানার লকাপে রয়েছে। এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন দুই অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। আমতলী থানা সূত্রে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী সময়ে পক্সো আইনও লাগতে পারে।
- RBRakesh BiswasKhowai, Tripura😡on 7 September
- MHMarsud hossainNagrakata, Jalpaiguri😂on 7 September
- K3 Srinivas13Sonamura, Sepahijala🙏on 3 September
- পূর্ব লক্ষী বিলে শনি দেবের পূজায়-🙏🌺🙏 প্রথম থেকে_ শেষ পর্যন্ত _কি হলো_ দেখুন 😲❗1
- মাদ্রাসা পড়ুয়াদের মধ্যে মৃনাল দেববর্মার শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ রবিবার বিকালে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা ও খেলার সামগ্রী সহ কম্বল এবং মিষ্টি বিতরণ করেন ফিল্ম জগতে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বলকারী জম্পুইজলা মহকুমার পেকুয়ারজলা গ্রামের কৃতি সন্তান ফিল্ম ডাইরেক্টর মৃণাল দেববর্মা। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মুহূর্তে হঠাৎ মাদ্রাসায় উপস্থিত হন মৃণাল বাবু। গাড়ি করে নিয়ে আসেন বিভিন্ন ধরনের সামগ্রী। মাদ্রাসার ছাত্র শিক্ষক, এলাকার অভিভাবকরা মৃণাল বাবুর এই মানবিক উদ্যোগ দেখে বেজায় খুশি হন। তিনি ফিল্ম জগতে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক ব্যাতিক্রমী নজির গড়তে যাচ্ছেন বলে মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। জাত পাত নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করাই মৃণাল বাবুর মূল লক্ষ্য। সমাজের প্রতিটা ছেলে ও মেয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাক এটাই চাইছেন তিনি। রাজ্যের সব কয়টি ধর্মীয় ও সামাজিক সংগঠন এইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করুক এই কামনা করেন ফিল্ম ডিরেক্টর মৃণাল দেববর্মা। জম্পুইজলা মহকুমার একমাত্র কৌমি মাদ্রাসা হচ্ছে আলজামিয়াতুল ইসলামিয়াতুল জলিলীয়াহ্ জগাইবাড়ী মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সুশৃংখল পরিবেশ দেখে আপ্লুত হয়ে যান মৃণাল বাবু। মৃনাল বাবুর এই শুভ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক সহ কমিটির কর্মকর্তারা। তিনি রাজ্যের সব ধর্ম ও বর্ণের মানুষকে আর্থিকভাবে এবং বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সহযোগিতা করে থাকেন যা গোটা রাজ্যেই এক অনন্য নজির বলে মনে করেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা অল ইন্ডিয়া মিল্লী কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মাওলানা জাকির হোসাইন আলজলিলী। সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।1
- Post by User16261
- Post by Sanjit Sarkar2
- আপনার বাড়িতে কি দীর্ঘদিন ধরে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা গিজার খারাপ হয়ে পড়ে আছে? ঠিক করার জন্য ভালো ও বিশ্বাসযোগ্য টেকনিশিয়ান পাচ্ছেন না? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আমরা দিচ্ছি হোম সার্ভিস— অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে। অল্প সময়ে, স্বল্প খরচে, নিশ্চিন্ত পরিষেবা। এসি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রিক কাজ করিয়ে নিন বাড়িতে বসেই, ঝামেলা ছাড়াই। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান কোর্সে ভর্তি চলছে। হোম সার্ভিস নিতে বা কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন— 063690 26191 #homeservices #HomeServiceRepair #acservice#homedecor #homesweethome #AdmissionsOpen#admissions#admissions#admissionsopen2025_261
- বাবরি মসজিদ শিলান্যাসে আরবের ইমাম নয় : সব জানতেন হুমায়ুন কবীর : সত্যিটা ফাঁস করলেন হাফেজ খোন্দেকার মহঃ ইউসুফ1
- Post by Artist Satyam1
- ১৭ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাথালিয়া ঘাট ওয়ারিং বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা তথা তিপ্রামথার সক্রিয় কর্মী ও সিনিয়র নেতা আসি রায় দেববর্মা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রয়াত নেতার বাড়িতে ছুটে যান গোলাঘাটি বিধানসভা এলাকার তিপ্রামথার প্রাক্তন জেলা সভাপতি অমৃত দেববর্মা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে গভীর সমবেদনা জানান এবং প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন।1