বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চড়িলামে হৃদয়বিদারক দৃশ্য** বাইক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়ির উঠোনেই জ্ঞান হারিয়ে ফেলেন মা মহারানী দেবনাথ। বুক ফাটানো কান্নায় ভেঙে পড়েন বাবা কৃষ্ণ ধন দেবনাথ। একমাত্র বোন কাজল দেবনাথ বন্ধন অফিস থেকে আসা কর্মীদের জড়িয়ে ধরে “ভাই, ভাই” বলে চিৎকার করে কাঁদতে থাকেন। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখে জল আসে চড়িলাম চেছুড়িমাই থালা ভাঙ্গা গ্রামের সাধারণ মানুষদেরও। ঘটনাটি ঘটে শনিবার সকালে। জানা যায়, এই এলাকার যুবক হরিহর দেবনাথ (সুমন) গতকাল তেলিয়ামুড়া বন্ধন অফিসের ব্রাঞ্চ–২ থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে নিহত যুবকের বাড়িতে ছুটে যান বন্ধন অফিসের তেলিয়ামুড়া ডিভিশনের এডিএম গোবিন্দ সূত্রধর। সংবাদমাধ্যমকে তিনি জানান, হরিহর দেবনাথ বন্ধন অফিসের তেলিয়ামুড়া ব্রাঞ্চ–২-এর ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সংস্থার নির্ধারিত প্রসিডিওর অনুযায়ী তার পরিবারকে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ---
বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চড়িলামে হৃদয়বিদারক দৃশ্য** বাইক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়ির উঠোনেই জ্ঞান হারিয়ে ফেলেন মা মহারানী দেবনাথ। বুক ফাটানো কান্নায় ভেঙে পড়েন বাবা কৃষ্ণ ধন দেবনাথ। একমাত্র বোন কাজল দেবনাথ বন্ধন অফিস থেকে আসা কর্মীদের জড়িয়ে ধরে “ভাই, ভাই” বলে চিৎকার করে কাঁদতে থাকেন। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে চোখে জল আসে চড়িলাম চেছুড়িমাই থালা ভাঙ্গা গ্রামের সাধারণ মানুষদেরও। ঘটনাটি ঘটে শনিবার সকালে। জানা যায়, এই এলাকার যুবক হরিহর দেবনাথ (সুমন) গতকাল তেলিয়ামুড়া বন্ধন অফিসের ব্রাঞ্চ–২ থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে নিহত যুবকের বাড়িতে ছুটে যান বন্ধন অফিসের তেলিয়ামুড়া ডিভিশনের এডিএম গোবিন্দ সূত্রধর। সংবাদমাধ্যমকে তিনি জানান, হরিহর দেবনাথ বন্ধন অফিসের তেলিয়ামুড়া ব্রাঞ্চ–২-এর ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সংস্থার নির্ধারিত প্রসিডিওর অনুযায়ী তার পরিবারকে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ---
- News On Tiprasaজাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা💐1 day ago
- অর্কেস্ট্রারকা শর্ট ভিডিও দেখো আওয়াজ কুচভি নেহি আখ্যা দিয়েছে ফলো কারকে লাইক করো ভাই কো1
- ভগবানগোলায় বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির দ্বিতীয় সম্মেলন, মাসিক প্রশিক্ষণের আশ্বাস বিধায়ক রিয়াদ হোসেনের সরকার1
- *শুভেন্দু অধিকারীর ওপর হামলার পাল্টা অ্যাকশনের নিদান দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং* শনিবার রাতে চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে বাঁশ-লাঠি দিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন। মধ্যরাত পর্যন্ত চন্দ্রকোনা থানায় বসে অবস্থান করেন শুভেন্দু অধিকারী। ঘটনার তীব্র নিন্দা করে বিধায়ক পবন সিং বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। শাসকদল দুর্নীতি ঢাকতে বিরোধীদেল ওপর আক্রমণ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আইন ভাঙছেন। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার কাজে বাধা দিয়েছেন। এই রাজ্যের মানুষ প্রস্তুত আছে। বিজেপি কর্মীরাও তৈরি। লড়াই হবে। জমি ছাড়া যাবেনা। হামলার পাল্টা অ্যাকশন হবে।1
- শেওড়াফুলি আঞ্চলিক মিলন সমিতির শ্রী শ্রী রাধাগোবিন্দ পঞ্চতত্ত্ব মন্দিরে গোপাল ঠাকুরের বনভোজন1
- হুগলির শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা!1
- হাতিয়ারা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুর্নামেন্ট।1
- মালদা জেলার মধ্যে হরিশপুর থানার পাশেই দাখিল কলোনি গ্রামে এ গ্রামে কেউ সাহায্য করনেওয়ালা নয় যত লোক আছে সব সাহিত্য লেনেওয়ালা তো প্লিজ কেউ যদি ভালো লেগে থাকে পিকচারটা দেখে তোর সাহায্য করার হাত বাড়িয়ে আমার সঙ্গে যোগাযোগ করো।1
- BLO শিক্ষক হামিমুল ইসলামের রহস্যমৃত্যু, স্কুলে ঝুলন্ত দেহ উদ্ধার1
- জেটিয়া থানার বড়সড় সাফল্যের খতিয়ান শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জেটিয়া থানার যৌথ অভিযানে পাল্লাদহ থেকে কলকাতাগামী WB 15 B 4022 দশ চাকা পাটবোঝাই ট্রাক থেকে আনুমানিক ৫২ কেজি গাজা সমেত দশ চাকার ট্রাক সমেত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হলো। ধৃতরা হলেন ৭০ বছরের বনগাঁর বাসিন্দা তপন বালা, ৩৭ বছরের আলিপুরদুয়ারের বাসিন্দা কাজল সরকার, ৫২ বছরের মধ্যমগ্রামের বাসিন্দা শিব চন্দ্র রায় দের 20(b)(ii)(C) NDPS ACt, কেস রুজ্জু করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠালো জেটিয়া থানার পুলিশ।3