মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের প্রাক্কালে তার ছবি সম্বলিত একাধিক ব্যানার ও ফ্রেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল পুরাতন মালদায়। ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।শুক্রবার রাত পেরোলেই শনিবার মালদায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদা টাউন স্টেশনে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে প্রথমে রেলের মঞ্চে একাধিক ট্রেন সহ রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী রেলের মঞ্চের অদূরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেবেন। তাই মালদায় প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে বিজেপির নেতাকর্মী মহলে রয়েছে চরম উৎসাহ, উদ্দীপনা। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিয়েছেন সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে তাকে মালদায় স্বাগত জানাতে সাহাপুর বাইপাস এলাকা ছেয়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, ব্যানার, ফ্রেক্স, পোস্টারে। কিন্তু শুক্রবার সেই সমস্ত ব্যানার এবং ফ্লেক্সের মধ্যে কিছু ব্যানার, ফ্রেক্স ছেঁড়া অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূল দিকে অভিযোগের আঙুল তোলা হয়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের প্রাক্কালে তার ছবি সম্বলিত একাধিক ব্যানার ও ফ্রেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল পুরাতন মালদায়। ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।শুক্রবার রাত পেরোলেই শনিবার মালদায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদা টাউন স্টেশনে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে প্রথমে রেলের মঞ্চে একাধিক ট্রেন সহ রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী রেলের মঞ্চের অদূরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেবেন। তাই মালদায় প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে বিজেপির নেতাকর্মী মহলে রয়েছে চরম উৎসাহ, উদ্দীপনা। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিয়েছেন সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে তাকে মালদায় স্বাগত জানাতে সাহাপুর বাইপাস এলাকা ছেয়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, ব্যানার, ফ্রেক্স, পোস্টারে। কিন্তু শুক্রবার সেই সমস্ত ব্যানার এবং ফ্লেক্সের মধ্যে কিছু ব্যানার, ফ্রেক্স ছেঁড়া অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূল দিকে অভিযোগের আঙুল তোলা হয়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
- রাত পোহাইলে মালদা আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন তিনি বন্দে ভারত, অমৃত ভারত সহ ১১টি নতুন ট্রেন উপহার দেবেন রাজ্যবাসীর জন্য।চলছে শেষ মূহুর্তে প্রস্তুতি চলছে জোরকদমে। ঐদিন তিনি পুরাতন মামলার বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করবেন। গেরুয়া সাদা রঙে গড়ে উঠছে বিশাল মঞ্চ। মঞ্চের অদূরে গড়ে উঠছে হেলিপ্যাড। এদিন দেখা গেল পুরো এলাকা দখল নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ। বম্ব ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি চলছে জোড় কদমে। বিজেপির তরফে জানান গিয়েছে প্রধানমন্ত্রী মালদায় এসে পৌঁছাবেন দুপুর ১ টায়। তারপর সরকারি এবং দলীয় কর্মসূচি তে যোগ দিবেন।1
- রামপুরহাটে BLO-কেই SIR-শুনানির নোটিস! আগামিকাল ১৭ জানুয়ারি হিয়ারিংয়ে তলব শিক্ষক BLO-কে। রামপুরহাটের বড়জোলের বিএলওকে নোটিস। নামের বানান ভুল থাকায় হিয়ারিংয়ের নোটিস। জানাযায় রামপুরহাট ১ নাম্বার ব্লকের বনহাট গ্রামপঞ্চায়েতে বড়জোল গ্রামে ১৮২ নং বুথে BLO আছেন নিরঞ্জন মন্ডল,তার নামের বানান ভুল থাকার জন্য হেয়ারিং এ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। রামপুরহাটের বেলপাহাড়ি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন তিনি।BLO শিক্ষক নিজেই SIR নোটিস পেয়ে তিনি কিছুটা অবাক হয়ে পড়েছেন।1
- Post by Salim Sk1
- আলুগ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের উন্নয়নের পাঁচালী জনসম্পর্কে জোর ভরতপুর-১ ব্লক নেতৃত্বের1
- ভারতীয় নমো সংঘের উদ্যোগে গঙ্গা এবং জলঙ্গী নদী বাঁচাও কর্মসূচী বেথুয়াডহরীতে1
- আমি এই অ্যাপে প্রথম আজকে নতুন বেশি কিছু জানি না আগামীতে দেখা যাবে ধন্যবাদ 👍🙏🙏🙏1
- সুশান্ত সরকার মালদাঃ মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রোগ্রামে যাওয়ার জন্য এবার বিএসএফ জওয়ানদের আমন্ত্রণপত্র জানালেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী1
- মাঝে আর এক দিন। আগামী ১৭ জানুয়ারি মালদায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন তিনি বন্দে ভারত, অমৃত ভারত সহ ১১টি নতুন ট্রেন উপহার দেবেন রাজ্যবাসীর জন্য। আর সেই প্রস্তুতি চলছে জোরকদমে। ঐদিন তিনি পুরাতন মামলার বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করবেন। গেরুয়া সাদা রঙে গড়ে উঠছে বিশাল মঞ্চ। মঞ্চের অদূরে গড়ে উঠছে হেলিপ্যাড। এদিন দেখা গেল পুরো এলাকা দখল নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ। বম্ব ডিটেক্টর, স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি চলছে জোড় কদমে। একইভাবে চরম তৎপরতা লক্ষ্য করা গেল বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে। বিজেপির দক্ষিণ মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান ১৭ই জানুয়ারি প্রধানমন্ত্রী মালদায় এসে পৌঁছাবেন দুপুর ১ টায়। তারপর সরকারি এবং দলীয় কর্মসূচি তে যোগ দিবেন।1
- শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় এই শিবিরে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যে রক্ত দানের আহ্বান।1