✊🔥 গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো 🔥✊ খড়গপুর ২২৮ বিধানসভার ৪ নং কলাইকুন্ডা তৃণমূল কংগ্রেস এবং খড়গপুর ১ নং ব্লক INTTUC-এর উদ্যোগে আজ এক ঐতিহাসিক মহামিছিল অনুষ্ঠিত হলো। 📢 কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় BJP সরকারের অঙ্গুলীহিলনে SIR প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘু ও সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে এই প্রতিবাদ। 📢 বাংলার মহান মনীষীদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির বিভিন্ন নেতার কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এই জনসমাবেশ। 🚩 সাদাৎপুর নিমপুরা ইন্ডাস্ট্রিয়াল জোন (কপুতিয়া ভিডিও হল) থেকে 🚩 নিমপুরা ইলেকট্রিক অফিস, NH-6 পর্যন্ত জনতার ঢল নামল—একটাই শপথ, 👉 ভোটের অধিকার নিয়ে কোনো আপস নয় ✊ বাংলা মাথা নত করতে জানে না, বাংলা প্রতিবাদ করতে জানে। গণতন্ত্রের পথে এই লড়াই চলবে, জনতার শক্তিতেই জয় আসবে। 🌱🔥 📝 ছড়া 👉ভোট আমার অধিকার, কেউ কেড়ে নিতে এলে— রাস্তায় নামব, কণ্ঠ মিলাব, প্রতিবাদ করব। বাংলার মাটিতে অপমান চলবে না, মনীষীদের সম্মান বিক্রি হয় না। একসাথে হাঁটি, একসাথে লড়ি— এই বাংলাই জবাব দেবে, গর্জে উঠবে আবারও 📢
✊🔥 গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো 🔥✊ খড়গপুর ২২৮ বিধানসভার ৪ নং কলাইকুন্ডা তৃণমূল কংগ্রেস এবং খড়গপুর ১ নং ব্লক INTTUC-এর উদ্যোগে আজ এক ঐতিহাসিক মহামিছিল অনুষ্ঠিত হলো। 📢 কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় BJP সরকারের
অঙ্গুলীহিলনে SIR প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘু ও সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে এই প্রতিবাদ। 📢 বাংলার মহান মনীষীদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির বিভিন্ন নেতার কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এই জনসমাবেশ। 🚩 সাদাৎপুর নিমপুরা
ইন্ডাস্ট্রিয়াল জোন (কপুতিয়া ভিডিও হল) থেকে 🚩 নিমপুরা ইলেকট্রিক অফিস, NH-6 পর্যন্ত জনতার ঢল নামল—একটাই শপথ, 👉 ভোটের অধিকার নিয়ে কোনো আপস নয় ✊ বাংলা মাথা নত করতে জানে না, বাংলা প্রতিবাদ করতে জানে। গণতন্ত্রের পথে এই লড়াই চলবে, জনতার শক্তিতেই
জয় আসবে। 🌱🔥 📝 ছড়া 👉ভোট আমার অধিকার, কেউ কেড়ে নিতে এলে— রাস্তায় নামব, কণ্ঠ মিলাব, প্রতিবাদ করব। বাংলার মাটিতে অপমান চলবে না, মনীষীদের সম্মান বিক্রি হয় না। একসাথে হাঁটি, একসাথে লড়ি— এই বাংলাই জবাব দেবে, গর্জে উঠবে আবারও 📢
- যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঘিরে গোটা বিশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।তিনি বলেন, 'সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, কোনও মন্তব্য করবো না।1
- Post by Sanjit Sarkar1
- Post by Amjad Khan1
- আপনার বাড়িতে কি দীর্ঘদিন ধরে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা গিজার খারাপ হয়ে পড়ে আছে? ঠিক করার জন্য ভালো ও বিশ্বাসযোগ্য টেকনিশিয়ান পাচ্ছেন না? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আমরা দিচ্ছি হোম সার্ভিস— অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে। অল্প সময়ে, স্বল্প খরচে, নিশ্চিন্ত পরিষেবা। এসি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রিক কাজ করিয়ে নিন বাড়িতে বসেই, ঝামেলা ছাড়াই। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান কোর্সে ভর্তি চলছে। হোম সার্ভিস নিতে বা কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন— 063690 26191 #homeservices #HomeServiceRepair #acservice#homedecor #homesweethome #AdmissionsOpen#admissions#admissions#admissionsopen2025_261
- প্রতি বছরের মতো এবারও মালদার আইহো ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় শ্রীশ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো আরাধনা হয়ে গেল মহা ধুমধামে। যাকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাকঢোল, পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পুজোয় সামিল হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ অন্যান্যরা।1
- পূর্ব লক্ষী বিলে শনি দেবের পূজায়-🙏🌺🙏 প্রথম থেকে_ শেষ পর্যন্ত _কি হলো_ দেখুন 😲❗1
- Post by Artist Satyam1
- আপনার বাড়িতে কি দীর্ঘদিন ধরে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা গিজার খারাপ হয়ে পড়ে আছে? ঠিক করার জন্য ভালো ও বিশ্বাসযোগ্য টেকনিশিয়ান পাচ্ছেন না? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আমরা দিচ্ছি হোম সার্ভিস— অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে। অল্প সময়ে, স্বল্প খরচে, নিশ্চিন্ত পরিষেবা। এসি, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রিক কাজ করিয়ে নিন বাড়িতে বসেই, ঝামেলা ছাড়াই। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান কোর্সে ভর্তি চলছে। হোম সার্ভিস নিতে বা কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন— 063690 26191 #homeservices #HomeServiceRepair #acservice#homedecor #homesweethome #AdmissionsOpen#admissions#admissions#admissionsopen2025_261
- প্রতি বছরের মতো এবারও মালদার আইহো ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় শ্রীশ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো আরাধনা হয়ে গেল মহা ধুমধামে। যাকে কেন্দ্র করে এদিন মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ঢাকঢোল, পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পুজোয় সামিল হন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ অন্যান্যরা।1