কৈলাশহরে আবারও রক্তাক্ত এক যুবক । টাকা ছিনতাই এর অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় ঊনকোটি জেলার গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত টিলাগাও গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড সফরি কান্দি গ্রামের বাসিন্দা মোঃ বিলাল আহমদ এবং তার ভাই মুক্তার আহমদ অভিযোগ করেন যে আজ 30 আগস্ট সন্ধ্যায় বিলাল আহমদ এটিএম থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে। মহকুমা শাসক কার্যালয়ের ঢিল চুড়া দূরত্বে ফায়ার সার্ভিস অফিসের সামনে জনৈক কাঠ ব্যবসায়ী মকদ্দুস আলী তাকে আটকান ।বিলাল আহমদ অভিযোগ করেন তাকে আটকানোর পর মকদ্দুস আলী তার কাছে টাকা দাবি করেন। বেলাল আহমদ টাকা দিতে অস্বীকার করলে পেছন থেকে তার মাথায় রড দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে এতে সে রক্তাক্ত ও অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই সুযোগে অভিযুক্ত তার কাছে থাকা সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে যায়। অতঃপর প্রত্যক্ষদর্শীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।খবরে প্রকাশ বিলাল আহমেদের মাথায় নটি সেলাই দেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। বিলালের ভাই মুক্তার আহমেদের দাবি তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা রেফার করার পরিকল্পনা করছেন। এই ঘটনার পরিপেক্ষিতে কৈলাসহর থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন অভিযোগকারীরা।এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলাল আহমেদ ও তার ভাই মুক্তার আহমেদ কি কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের।
কৈলাশহরে আবারও রক্তাক্ত এক যুবক । টাকা ছিনতাই এর অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় ঊনকোটি জেলার গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত টিলাগাও গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড সফরি কান্দি গ্রামের বাসিন্দা মোঃ বিলাল আহমদ এবং তার ভাই মুক্তার আহমদ অভিযোগ করেন যে আজ 30 আগস্ট সন্ধ্যায় বিলাল আহমদ এটিএম থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে। মহকুমা শাসক কার্যালয়ের ঢিল চুড়া দূরত্বে ফায়ার সার্ভিস অফিসের সামনে জনৈক কাঠ ব্যবসায়ী মকদ্দুস আলী তাকে আটকান ।বিলাল আহমদ অভিযোগ করেন তাকে আটকানোর পর মকদ্দুস আলী তার কাছে টাকা দাবি করেন। বেলাল আহমদ টাকা দিতে অস্বীকার করলে পেছন থেকে তার মাথায় রড দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে এতে সে রক্তাক্ত ও অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই সুযোগে অভিযুক্ত তার কাছে থাকা সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে যায়। অতঃপর প্রত্যক্ষদর্শীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ।খবরে প্রকাশ বিলাল আহমেদের মাথায় নটি সেলাই দেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। বিলালের ভাই মুক্তার আহমেদের দাবি তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা রেফার করার পরিকল্পনা করছেন। এই ঘটনার পরিপেক্ষিতে কৈলাসহর থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন অভিযোগকারীরা।এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিলাল আহমেদ ও তার ভাই মুক্তার আহমেদ কি কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের।
- জাকিয়ে পড়েছে শীত । এই হারহিম করা শীতের মাঝে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন "আভা- এক আশার আলো"নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। রবিবার সাত সকালে মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গোবরা কুড়ি শ্মশানে ওই কম্বল বিতরন অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিন ওই শ্মশানের সুন্দর মনমুগ্ধ কর পরিবেশে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার প্রায় ১৫০জন দুস্থ মহিলা ও পুরুষদের হাতে কম্বল তুলেদেন "আভা- এক আশার আলো"নামে ওই স্বেচ্ছা সেবী সংস্থার সদস্যরা। ওই সংগঠনের এক সদস্য আদর্শ মিশ্র জানান প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি । এবছরও দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলাম। আমরা সারা বছর রক্তদান সহ নানা রকম সমাজ সেবামূলক কাজ করে থাকি।1
- লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন1
- Post by Hamidul Haque1
- sushil Singh durgapur YouTube ♥️😘🙏 Benachity durgapur 🙏1
- Post by Salim Sk1
- चीन में लाइव कॉन्सर्ट के दौरान टेक्नोलॉजी ने नया इतिहास रच दिया। Unitree का G1 robot पहली बार स्टेज पर डांसर बना। Wang Leehom के चेंगदू कॉन्सर्ट में रोबोट्स ने उनके साथ परफॉर्म किया। जैसे ही गाना Open Fire शुरू हुआ, रोबोट्स ने इंसानों की तरह तालमेल में डांस कर दर्शकों को हैरान कर दिया। #AI #Robots #FutureTech #China #AIDance #LiveConcert #Automation #TechNews #FutureIsHere #ArtificialIntelligence1
- Post by Hamidul Haque1
- Post by Amjad Khan1
- Post by Hamidul Haque1