**বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারের ঘটনায় বাজার কমিটির দুঃখ প্রকাশ** **বিশ্রামগঞ্জ, ১৭ অক্টোবর:** বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গভীর দুঃখ প্রকাশ করেছে বিশ্রামগঞ্জ বাজার কমিটি। শুক্রবার বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালীবাড়ি নাটমন্দিরে বাজার কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিক সম্মেলনে বাজার কমিটির সম্পাদক লিটন দেবনাথ বলেন, “গত ৮ অক্টোবর বিশ্রামগঞ্জ ও দেওয়ান বাজারে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা অত্যন্ত মর্মাহত। এমন ঘটনা কখনোই কাম্য নয়। অতীতে বিশ্রামগঞ্জ বাজারে এমন পরিস্থিতি দেখা যায়নি। ১৯৮০ সালের ভাতৃঘাতী দাঙ্গার সময়েও বা ২০০০ সালের উগ্রপন্থী সমস্যার সময়েও বাজার কমিটি ও প্রশাসন মিলিতভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছিল।” তিনি আরও বলেন, “গত ৮ অক্টোবরের ঘটনাটি গোটা বিশ্রামগঞ্জ বাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমরা প্রশাসনের পাশে থেকে বাজার ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব।” দেওয়ান বাজার ঘটনার পর অনেক যাত্রী বিশ্রামগঞ্জ দিয়ে যাতায়াতে ভয় পাচ্ছেন—এ প্রসঙ্গে সম্পাদক লিটন দেবনাথ বলেন, “ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে বিশ্রামগঞ্জের মাধ্যমে যাতায়াত করতে পারেন। আমরা বাজার কমিটি সর্বদা জনগণের পাশে আছি।” এই বৈঠকে বাজার কমিটির সভাপতি শান্তা কুমার সাহা, সদস্য মনোরঞ্জন দেবনাথ, সুকুমার দত্ত, গৌতম দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন। ---
**বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারের ঘটনায় বাজার কমিটির দুঃখ প্রকাশ** **বিশ্রামগঞ্জ, ১৭ অক্টোবর:** বিশ্রামগঞ্জ দেওয়ান বাজারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে গভীর দুঃখ প্রকাশ করেছে বিশ্রামগঞ্জ বাজার কমিটি। শুক্রবার বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালীবাড়ি নাটমন্দিরে বাজার কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিক সম্মেলনে বাজার কমিটির সম্পাদক লিটন দেবনাথ বলেন, “গত ৮ অক্টোবর বিশ্রামগঞ্জ ও দেওয়ান বাজারে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা অত্যন্ত মর্মাহত। এমন ঘটনা কখনোই কাম্য নয়। অতীতে বিশ্রামগঞ্জ বাজারে এমন পরিস্থিতি দেখা যায়নি। ১৯৮০ সালের ভাতৃঘাতী দাঙ্গার সময়েও বা ২০০০ সালের উগ্রপন্থী সমস্যার সময়েও বাজার কমিটি ও প্রশাসন মিলিতভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছিল।” তিনি আরও বলেন, “গত ৮ অক্টোবরের ঘটনাটি গোটা বিশ্রামগঞ্জ বাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। আমরা প্রশাসনের পাশে থেকে বাজার ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাব।” দেওয়ান বাজার ঘটনার পর অনেক যাত্রী বিশ্রামগঞ্জ দিয়ে যাতায়াতে ভয় পাচ্ছেন—এ প্রসঙ্গে সম্পাদক লিটন দেবনাথ বলেন, “ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে বিশ্রামগঞ্জের মাধ্যমে যাতায়াত করতে পারেন। আমরা বাজার কমিটি সর্বদা জনগণের পাশে আছি।” এই বৈঠকে বাজার কমিটির সভাপতি শান্তা কুমার সাহা, সদস্য মনোরঞ্জন দেবনাথ, সুকুমার দত্ত, গৌতম দেবনাথসহ অন্যান্য বিশিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন। ---
- Pradeep SinghBagmundi, Purulia💣on 23 October
- SubrataSonamura, Sepahijala💣on 22 October
- User5968Udaipur, Gomati👏on 20 October
- User8232Bishalgarh, Sepahijala🙏on 18 October
- User8232Bishalgarh, Sepahijala🙏on 18 October
- User2614Coochbehar, West Bengal💣on 18 October
- User7996Udaipur, Gomati🙏on 17 October
- Post by Gouranga Majumder1
- রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে বাৎসরিক রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান ।1
- ভরতপুর-২ ব্লকে পথশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ের সূচনা : তিনটে গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নতুন জোয়ার1
- Post by Artist Satyam1
- বিশেষ সক্ষম যুবক যুবতীর বিবাহ বন্ধনে তোলপাড় নেট দুনিয়া, আশীর্বাদের ঝড় উঠেছে নব দম্পতির জন্য, দেখুন সেই চিত্র1
- বউ ছেলের হাতে মায়ের খুন জগন্নাথপুর1
- রোমান স্ক্রিপ্টের দাবিতে বিশাল মশাল মিছিল ককবরক ভাষাকে রোমান হরফে লেখার স্বীকৃতি এবং পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাঘাটির বাজারে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি শুরু হয় দয়ারাম স্কুলের সংলগ্ন তিপ্রা মথা দলের দলীয় অফিসের সামনে থেকে। সেখান থেকে মিছিলটি গোলাঘাটির মোটর স্ট্যান্ড, বাজার, চৌমুহনি পরিক্রমা করে পুনরায় তিপ্রা মথা দলের পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্ব আমতলী গোলাঘাটির এম ডি সি উমাশঙ্কর দেববর্মা ও রাকেশ দেববর্মা জানান, ককবরক ভাষাকে রোমান হরফে লেখার দাবি দীর্ঘদিনের এবং শিক্ষাক্ষেত্রে এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। পরীক্ষার প্রশ্নপত্র রোমান হরফে করা হলে ছাত্রছাত্রীদের উপকার হবে বলে তারা দাবি করেন।1
- ভরতপুরে পথশ্রী প্রকল্পের জয়গান : তালগ্রামে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার শুভ উদ্বোধন1
- Post by Artist Satyam1