#আকাশবাণী_সংবাদ_কলকাতা ডাক পরিষেবার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিভাগ। গতকাল বহরমপুর টেক্সটাইল কলেজে কর্মশালা ও ডাক টিকিট প্রদর্শনীর পর আজ ভারত সরকারের পর্যটন মন্ত্রক স্বীকৃত কিরীটেশ্বরী গ্রাম ও মন্দির নিয়ে স্পেশাল কভার উন্মোচন করেন পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার। একই সাথে হাজারদুয়ারী, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান সহ মুর্শিদাবাদ জেলার ৮টি ঐতিহাসিক নিদর্শন নিয়ে বিশেষ পোস্ট কার্ডের আবরণ উন্মোচন করা হয়।প্রদর্শনীতে মুর্শিদাবাদ সহ গোটা ভারত বর্ষ ও ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের বহুমূল্য ডাকটিকিট তুলে ধরা হয় দর্শকদের জন্য। উপস্থিত ছিলেন কোলকাতা সার্কেল পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন মুর্শিদাবাদ ডিভিশনের ডাক অধীক্ষক সমর গোলদার।
#আকাশবাণী_সংবাদ_কলকাতা ডাক পরিষেবার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যকে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিভাগ। গতকাল বহরমপুর টেক্সটাইল কলেজে কর্মশালা ও ডাক টিকিট প্রদর্শনীর পর আজ ভারত সরকারের পর্যটন মন্ত্রক স্বীকৃত কিরীটেশ্বরী গ্রাম ও মন্দির নিয়ে স্পেশাল কভার উন্মোচন করেন পশ্চিমবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার। একই সাথে হাজারদুয়ারী, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান সহ মুর্শিদাবাদ জেলার ৮টি ঐতিহাসিক নিদর্শন নিয়ে বিশেষ পোস্ট কার্ডের আবরণ উন্মোচন করা হয়।প্রদর্শনীতে মুর্শিদাবাদ সহ গোটা ভারত বর্ষ ও ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের বহুমূল্য ডাকটিকিট তুলে ধরা হয় দর্শকদের জন্য। উপস্থিত ছিলেন কোলকাতা সার্কেল পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার। আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন মুর্শিদাবাদ ডিভিশনের ডাক অধীক্ষক সমর গোলদার।