আইকিউসিটি কান্ডে নির্যাতিতার সাক্ষ্য গ্রহণ দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউসিটি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণ মামলায় এল গুরুত্বপূর্ণ অগ্রগতি। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী। প্রসঙ্গত, গত বছর আইকিউসিটি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর উপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্পশহর দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে। অভিযোগকারিণীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনও অসঙ্গতি নেই। এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর।
আইকিউসিটি কান্ডে নির্যাতিতার সাক্ষ্য গ্রহণ দুর্গাপুরে মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউসিটি মেডিক্যাল কলেজের ছাত্রী গণধর্ষণ মামলায় এল গুরুত্বপূর্ণ অগ্রগতি। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী। প্রসঙ্গত, গত বছর আইকিউসিটি মেডিক্যাল কলেজের এক ছাত্রীর উপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্পশহর দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে। অভিযোগকারিণীর আইনজীবী পার্থ ঘোষ জানান, নির্যাতিতার সাক্ষ্য মামলাটিকে দ্রুত বিচারের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, মামলার ট্রায়াল চলছে এবং বয়ানে কোনও অসঙ্গতি নেই। এখন পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর।
- অভিযুক্তের নাম ওমরেশ কুমার মণ্ডল। অভিযোগ অনুযায়ী, তিনি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে সহবাস করেন। পরবর্তীতে নানা অজুহাতে বিয়ে করতে অস্বীকার করলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ২০২০ সালে নির্যাতিতা মহিলা অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ কয়েক বছর ধরে মামলার শুনানি চলে দুর্গাপুর মহকুমা আদালতে। সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পর আদালত অভিযুক্ত ওমরেশ কুমার মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার আদালতের রায়ে অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।1
- सोशल मीडिया पर इन दिनों 432 हर्ट्ज़ फ्रीक्वेंसी से जुड़ा एक वीडियो तेज़ी से वायरल हो रहा है। दावा किया जा रहा है कि यह ध्वनि मन को शांत करने और तनाव कम करने में मदद करती है। लोग हेडफोन लगाकर इसे सुन रहे हैं और सुकून महसूस करने की बात कह रहे हैं। हालांकि विशेषज्ञ इसे अनुभव-आधारित मानते हैं और हर व्यक्ति पर असर अलग होने की बात कहते हैं। #432hz #SoundHealing #MindRelax #CalmMind #StressRelief #ViralReels #Meditation #InnerPeace1
- पश्चिम बंगाल सरकार के हस्तशिल्प विभाग की ओर से आसनसोल के पल ग्राउंड में 14 दिवसीय स्टेट टेक्सटाइल एक्सपो तांत वस्त्र उद्योग का आयोजन किया गया । उद्घाटन समारोह में उपस्थित अतिथियों ने दी प्रज्वलित कर मेले का शुभारंभ किया। इस दौरान एडीएम जनरल सुहासिनी ई, आसनसोल के एसडीएम विश्वजीत भट्टाचार्य जमुरिया के विधायक हरे राम सिंह, आसनसोल नगर निगम के उपमेयर अभिजीत घटक, पश्चिम बर्दवान जिला परिषद समाधिपति विश्वनाथ बावड़ी, मेयर परिषद सदस्य गुरदास चटर्जी आदि उपस्थितथे. । उद्घाटन समारोह पर आसनसोल एसडीएम विश्वजीत भट्टाचार्य ने अपने संबोधन में कहा कि आसनसोल राज्य में दूसरा बड़ा शहर है मेले के आयोजन में इसकी भव्यता और बढ़ जाती है । आसनसोल में आयोजित हस्तशिल्प एवं तांत वस्त्र मेले में राज्य के विभिन्न हिस्सों से कलाकार अपनी कला का प्रदर्शन करने के लिए आए हैं। इस 14 दिवसीय इस मेले में कश्मीर से लेकर उड़ीसा तथा विभिन्न राज्यों के हस्तशिल्प की प्रदर्शनी देखने को मिलेगी ।इसके साथ ही मेले में फूड स्टॉल भी है । जो आगंतुकों को और अधिक आकर्षित करेगी । बीते कुछ दिनों पूर्व इसी मैदान में पुस्तक मेले का भी आयोजन किया गया था । जो काफी सफल रहा है।उम्मीद है की हस्तशिल्प एवं तांत वस्त्र मेले में भी हस्तशिल्प कलाकारों को अच्छी सेल करने का अवसर मिलेगा और अच्छी चीजों से लोगों को लाभ मिलेगा। इस मेले में हाथ की कढ़ाई की हुई वस्त्र एवं वास्तु लोगों को मिलेगी साथ ही साथ उनका अनुभव भी करागी इससे यह होगा की सरकार को भी लाभ होगी साथ ही साथ कलाकार को भी और शहर को भी एवं सहवासियों को भी लाभ मिलेगा1
- শ্যামচাঁদ বাবার বিরাট ভোগের আয়োজন বাঁকুড়ার উত্তরবাড় অঞ্চলে1
- Post by Ajay kisku1
- পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালী ৫ নম্বর ওয়ার্ডে, কি বলছে শুনুন #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #arambagh #আরামবাগ #TMCNews #tmc News Arambagh Town1
- আগামী ২৭শে জানুয়ারি রামপুরহাট বিধানসভার চাকপাড়া ফুটবল মাঠে জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই সভাটিকে সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শন করলেন বিজেপি জেলা নেতৃত্ব।উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা সহ দলের অন্যান্য জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।1
- ধুন্দুমার কান্ড দুর্গাপুরে।চার মাস বেতন না পেয়ে দুর্গাপুর কেমিক্যালস কারখানার গেট আটকে দিয়ে বিক্ষোভ অস্থায়ী শ্রমিক ও তাদের পরিবারদের। পুলিশ আন্দোলন তুলতে এলে পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ আন্দোলনকারী শ্রমিকদের, কারখানার ভেতর আটকে থাকা একটি বেসরকারি সংস্থার গাড়ি বের করতে এলে সংস্থার এক কর্তাকে তাড়া করলো আন্দোলনকারী শ্রমিকরা। ২০১৯ সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকারের অধীনে থাকা দুর্গাপুর কেমিকেলস কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার সম্পত্তি আগলাতে প্রায় ১৫৮ জনের মতো অস্থায়ী শ্রমিক নিযুক্ত রয়েছে এখানে। অভিযোগ চার মাস হতে চললেও মেলেনি বেতন, শেষে পরিবার পরিজনকে নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়ে শ্রমিক পরিবারগুলি। শুক্রবার কোকওভেন থানার পুলিশ প্লান্টের ভেতর থাকা বেসরকারি এক সংস্থার কর্তাকে নিয়ে কারখানার গেটে ঐ সংস্থার গাড়ি বের করতে এলে উতেজিত হয়ে পড়ে অস্থায়ী শ্রমিকরা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ সাথে সংস্থার ঐ কর্তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর পর তাড়া করে আন্দোলনকারীরা।1