Shuru
Apke Nagar Ki App…
Joint Eviction Drive Successfully Conducted at Railway Land near #Bhanjpur_Station A joint eviction drive was successfully conducted on January 10, 2025, at railway land near the Railway Colony, Bhanjpur Station. The drive aimed to remove unauthorized encroachments and safeguard valuable railway property. The operation was carried out by the engineering department in coordination with the Railway Protection Force (RPF) and concerned railway staff. In Edition of NEWS MANIA...
AJOY KUMAR CHOWDHURY
Joint Eviction Drive Successfully Conducted at Railway Land near #Bhanjpur_Station A joint eviction drive was successfully conducted on January 10, 2025, at railway land near the Railway Colony, Bhanjpur Station. The drive aimed to remove unauthorized encroachments and safeguard valuable railway property. The operation was carried out by the engineering department in coordination with the Railway Protection Force (RPF) and concerned railway staff. In Edition of NEWS MANIA...
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- চন্দ্রকোনায় কনভয়ে হামলার প্রতিবাদে ডেবরা–বালিচক রাজ্য সড়ক অবরোধ বিজেপির। পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে শনিবার রাতে চন্দ্রকোনায় বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দলদাস পুলিশের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি নিয়ে কনভয়ে হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় ডেবরা–বালিচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টি-র নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। বিক্ষোভস্থলে উপস্থিত থেকে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির ডেবরা বিধানসভার কনভেনার কাশীনাথ বোস বলেন, “তৃণমূলের এই ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। এমন নিন্দনীয় ঘটনার ভাষা নেই। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” দীর্ঘ সময় ধরে রাজ্য সড়ক অবরোধ করে অবস্থান চলে বিজেপির কর্মী-সমর্থকদের। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অবরোধ তুলে নেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।1
- ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের হরিরামপুরে প্রতীকী পথ অবরোধ হল রবিবারের সন্ধ্যেতে। অবরোধকারীদের থেকে জানা গেছে শনিবার চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে এই অবরোধ। জানা গেছে রবিবার সন্ধ্যায় ঘাটাল ব্লকের সুলতানপুরে ঘাটাল-আরামবাগ রাজ্যসড়কেও টায়ার জ্বালিয়ে পথঅবরোধ বিক্ষোভে সামিল হয় বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির অন্য নেতারা।প্রায় আধঘন্টা চলার পর অবরোধ উঠে স্বাভাবিক হয় যানচলাচল।ছাড়াও দাসপুরের হরিরামপুরে ঘাটাল-মেদিনীপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা।প্রসঙ্গত,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় জনসভা করে ফেরার পথে চন্দ্রকোণা রোডে তার কনভয় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হয় তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের হাতে।এমনই অভিযোগে শুভেন্দু অধিকারী সোজা চলে যান চন্দ্রকোণা রোড পুলিশ ফাঁড়িতে।ফাঁড়ির অফিসার ইন চার্জ অর্থাৎ আইসি র রুমের ভিতরে অবস্থানে বসে পড়েন।দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর লিখিত অভিযোগ জানিয়ে ফিরে যান।3
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড1
- ক্ষীরপাই ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ড নিয়ে দুই দিনের সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট । ৭ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান বিকাশ দাস। মঞ্চটি তৃণমূল নেতা প্রয়াত সুজয় পাত্রের নামে উৎসর্গ করা হয়েছে।1
- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়া চন্দ্রকোনার বৈকন্ঠপুর গ্রামে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে এখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে, তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি কাটারি, দিয়ে বিদায় করবেন। এমনই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আজ সকাল দশটা নাগাদ।1
- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় গোপীবল্লভপুরে পথে নামল বিজেপি।নয়াগ্ৰাম ৩ নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে রবিবার বিকালে গোপীবল্লভপুর বাজারে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করা হয়। বিরোধী দলনেতার উপর হামলার ঘটনায় ধিক্কার জানিয়ে বিজেপি নেতা কর্মীরা হাতি বাড়ি মোড়ে গোপীবল্লভপুর ফেঁকো রাজ্য সড়ক অবরোধ করেন। বিজেপি নেতা কর্মীরা হুঁশিয়ারি দেন আগামী দিনে এরকম ঘটনা ঘটলে নয়াগ্ৰাম বিধানসভার মানুষ ব্যালট বাক্সে তৃণমূলকে বুঝে নেবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল বিজেপির সভাপতি স্বপন রথ,...2
- চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে বসে রইলেন ছয় ঘন্টা রাজ্যের বিরোধী দলনেতা , পশ্চিম মেদিনীপুরে1
- রাতের অন্ধকারে মাটি কেটে তা পাচারের অভিযোগ তুলে ট্রাক্টর জেসিবি আটকে মাটি কাটা বন্ধ করলো গ্রামবাসীরা। ঘটনা দাসপুর থানার রসুলপুর গ্রামের৷ গ্রামের মাইতি পাড়ায় বৃদ্ধা সন্ধ্যা দাসের সরকারি বাড়ি ভাঙা হচ্ছে এবং সেই বাড়ির সামনের অংশের মাটি কেটে পাচারের অভিযোগ সরাসরি দাসপুর ১ গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। রবিবারের রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। তবে গ্রাম পঞ্চায়েত সদস্যা অর্পিতা আদকের স্বামী তারকনাথ আদকের সাফ জবাব এই মাটি কাটার সমস্ত ছাড়পত্র তাঁর কাছে আছে। যদিও গ্রামবাসীরা আরও জানান নথিপত্র গুলি ২০২৫ সালের নভেম্বর মাসের। তাদের আরও অভিযোগ আগেও এই গ্রামের রাস্তা দিয়ে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ে গিয়ে গ্রামের কংক্রিটের রাস্তা ভেঙেছে এই ব্যক্তি।1