Shuru
Apke Nagar Ki App…
Rajesh mandal
More news from Malda and nearby areas
- পৌষ মাসের শুরুতে, শীতও পড়েছে বেশ জমজমাট। বিশেষ করে গ্রামাঞ্চলে রাত আর ভোর এখন কুয়াশায় মাখামাখি৷ শেষ রাতে কম্বল মুড়ি দিয়ে সবাই একটু ঘুম নিতে চায়৷ ঠিক তখনই কাজ শুরু হয় শিউলিদের৷ রাত থাকতেই ঘুম থেকে ওঠা, বেশ কিছু মাটির পাত্র নিয়ে কম্বল ছেড়ে বেরিয়ে পড়া৷শুরু হয় অনেক কাজ,গাছে উঠা থেকে৷ আগের দিন গাছে লাগানো পাত্র থেকে রস নিতে হবে৷ সেই রস আবার আগুনে জাল দিতে হবে৷ তৈরি করতে হবে বাঙালির জিভে জল আনা খেজুর গুড়৷ পাটালি হোক বা ঝোলা, খেজুর গুড় শীতের সময় বঙ্গ জীবনের অঙ্গ৷ বড়লোক বা গরিব, প্রতিটি বাড়িতে এই সময় খেজুর গুড় ঢুকবেই৷ বেশি অথবা কম হতে পারে৷ সেই গুড়ের তৈরি পায়েস, পিঠে একবার মুখে দিলেই, আহ! সেই স্বাদের ভাগ হয় না৷ তাই এই সময় প্রচণ্ড ব্যস্ততা পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়তের ঈশ্বরগঞ্জ গ্রামে৷ এই গ্রামের কয়েক ঘর বাসিন্দা প্রতি বছর শীতের সময় খেজুর গুড় তৈরি করেন৷ ডিসেম্বরের প্রথম থেকেই গুড় তৈরি হয়৷ কাজ চলে হোলি পর্যন্ত৷ খাটুনি অনেক এই কাজে৷ ১০ লিটার খেজুর রস থেকে এক কিলো গুড় তৈরি হয়৷ সেই গুড় বাজারে বিকোয় ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে৷ বাজারে অবশ্য এর থেকেও কম দামে খেজুর গুড় পাওয়া যায়৷ কিন্তু সেই গুড়ে মিশে থাকে চিনি অথবা অন্যকিছু৷ তার স্বাদ ঈশ্বরগঞ্জে তৈরি গুড়ের মতো নয়৷ সকালে ওই গ্রামে গুড় তৈরি করছিলেন এদিন বিজয় সরকার৷ জানালেন, ‘খেজুরের রস সংগ্রহ করার ঝক্কিও বিশেষ কম নয়৷ প্রথমে গাছ কাটতে হয়৷ সেই জায়গায় পাত্র ঝোলাতে হয়৷ সকালে ওই পাত্রে সংগৃহীত রস নিয়ে আসতে হয়৷ তারপর জাল দিয়ে গুড় তৈরি৷ আমাদের নিজের গাছ নেই৷ এবার ১০০টির বেশি খেজুর গাছ লিজে নিয়েছি৷ মালিকদের কাউকে গুড় দিতে হয়, কাউকে বা টাকা৷ এক কিলো গুড় তৈরিতে প্রায় ১০ লিটার রস লাগে৷ আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত৷ জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে এই কাজ করতে দেখেছি৷ এখন আমরা করছি৷ পরিবারের সবাই এই কাজ করে৷ আমরা ছ’ভাই৷ তিন ভাই একসঙ্গে থাকি৷ দু’ভাই এই কাজ করি৷ এক ভাই ভিনরাজ্যে কাজ করে৷ ডিসেম্বরের ১ তারিখ থেকেই কাজ শুরু করেছি৷ চলবে হোলি পর্যন্ত৷ গ্রামের ১৭-১৮ জন গুড় তৈরি করে৷ কিন্তু আমরা এখনও পর্যন্ত সরকারি কোনও সহায়তা পাইনি৷ সেটা পেলে আমাদের আরেকটু ভালো হত ব্যবসাকে আরও বড় ভাবে তুলে ধরা যেত ।1
- पुलियो मुक्त भारत के गठन पर सिपाहीजला में प्रेस वार्ता** आजाद भारत के निर्माण के उद्देश्य से शनिवार की दोपहर सिपाहीजला जिला प्रशासन कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया. संवाददाता सम्मेलन में सिपाहीजला जिले के जिलाधिकारी डॉ. सिद्धार्थ शिव जुसवाल और जिला स्वास्थ्य अधिकारी डॉ. देबाशीष दास उपस्थित थे। संवाददाता सम्मेलन में जिला आयुक्त डॉ. सिद्धार्थ शिव जुसवाल ने बताया कि 21 अगस्त से 23 अगस्त तक जिले के शून्य से पांच वर्ष तक के सभी बच्चों के बीच विशेष पोलियो टीकाकरण कार्यक्रम अपनाया गया है. इस कार्यक्रम के माध्यम से जिले के हर बच्चे को टीकाकरण के दायरे में लाने के लक्ष्य के साथ प्रशासन और स्वास्थ्य विभाग मिलकर काम करेंगे. उन्होंने आगे कहा कि जिले के सुदूरवर्ती इलाकों से लेकर शहरी इलाकों तक हर टीकाकरण केंद्र पर पर्याप्त उपाय किये गये हैं, ताकि कोई भी बच्चा टीकाकरण से वंचित न रह जाये. उन्होंने यह भी कहा कि इस कार्यक्रम को सफल बनाने के लिए अभिभावकों की जागरूकता एवं सहयोग बहुत जरूरी है. जिला स्वास्थ्य अधिकारी डॉ देबाशीष दास ने पत्रकारों को टीकाकरण कार्यक्रम के तकनीकी पहलुओं और स्वास्थ्य विभाग की तैयारियों के बारे में जानकारी दी. ---1
- Post by Gouranga Majumder1
- বাংলাদেশি ক্রিকেটারকে কোটি টাকার চুক্তি, অথচ উপেক্ষিত ত্রিপুরার প্রতিভা—প্রশ্ন তুললেন মহারাজা প্রদ্যোৎ মানিক্য” ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও টিপরা মথা দলের নেতা মহারাজা প্রদ্যোৎ মানিক্য এক সামাজিক মাধ্যমের পোস্টে ক্রিকেট ও জাতীয় মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একদিকে বাংলাদেশি এক ক্রিকেটার কোটি টাকার চুক্তি পাচ্ছেন, অন্যদিকে ভারতের প্রতিভাবান ক্রিকেটার মণি শংকর মুরাসিং-এর মতো খেলোয়াড়রা উপেক্ষিত থেকে যাচ্ছেন। মহারাজা প্রদ্যোৎ মানিক্যের প্রশ্ন—ভারত কি তার নিজস্ব প্রতিভাদের যথাযথ সম্মান দিচ্ছে? পাশাপাশি তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ও সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, টিপরা মথা দলই কেন একাধিক ইস্যুতে প্রকাশ্যে কথা বলছে, যখন অন্যরা নীরব—তা নিয়েও জাতির আত্মসম্মান ও জাতীয় পরিচয় নিয়ে ভাবনার আহ্বান জানান তিনি। 👉 এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও ক্রীড়ামহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।1
- शिकार समझकर सामने लगे हिरण के पोस्टर पर मगरमच्छ टूट पड़ा। पूरी ताकत लगाने के बाद भी जब उसे समझ आया कि यह असली शिकार नहीं बल्कि सिर्फ एक पोस्टर है, तब तक देर हो चुकी थी। न शिकार मिला, न इज़्ज़त बची। इस मज़ेदार पल का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है और लोग बेचारे मगरमच्छ के लिए हंसते-हंसते तरस भी खा रहे हैं। #ViralVideo #FunnyReels #Wildlife #Crocodile #PosterFail #FunnyMoment #InternetLaughs1
- শুক্রবার সন্ধ্যায় বৈষ্ণবনগর এর ষোলো মাইলে অনুষ্ঠিত হওয়া ‘পরিবর্তন যাত্রা’-র সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিলেন দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি তারক ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তাঁর একাধিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তারক ঘোষ অভিযোগ করেন, বর্তমান রাজ্য প্রশাসনের আমলে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তাঁর দাবি। এই প্রসঙ্গ টেনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী বারবার মহিলাদের উদ্দেশে বাড়ি থেকে বাইরে না বেরোনোর মতো মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং নারীর স্বাধীনতার পরিপন্থী। বক্তব্যের এক পর্যায়ে তারক ঘোষ মহিলাদের উদ্দেশে বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের মা-বোনদের হাতে লাঠি ও ঝাঁটা তুলে নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এমনকি তাদেরকে পেটাতেও হবে। তাঁর দাবি, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার দায়িত্ব মহিলাদের হাতেই রয়েছে। এছাড়াও মানুষ এবারে পরিবর্তন চাইছে। আর ২০২৬ এ এ রাজ্যের জনগণ তৃণমূলকে বিসর্জন দেবে। তিনি আরও বলেন, মহিলাদের স্বাধীনতা ও সম্মান সবার আগে হওয়া উচিত। কিন্তু বর্তমান তৃণমূলের শাসনকালে তা একেবারেই নেই বলে অভিযোগ করেন তিনি। তারক ঘোষের দাবি, বিজেপি ক্ষমতায় এলে নারী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং মহিলাদের উন্নয়ন ও অগ্রগতি দ্রুততার সঙ্গে নিশ্চিত করা হবে। বিজেপির সুশাসনে রাজ্যে নারীর সম্মান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশ্বাস দেন।1
- বাড়ির সামনে থেকে শিক্ষকের বাইক চুরি ! সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি ধরা পড়ার পড়েও অধরা দুষ্কৃতিরা। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার তিনদিন পরেও কোনও কিনারা না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাত সকালে শিক্ষক মহম্মদ কামারুজ্জামান নিজের বাড়ির সামনে বাইক রেখে নামাজ পড়ছিলেন। অর্ধেক ঘন্টা পর এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী তাঁর বাইকের হ্যান্ডেলের লক ভেঙে বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছে । শিক্ষক কামারুজ্জামান বলেন,মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়েরর পাশে দেদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। বহিরাগত দুষ্কৃতীদের আড্ডা বাড়ছে এলাকায়। নেশার টাকা যোগাড় করতে তারা এই ধরনের চুরির কাজ করছে। পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা না নিলে এলাকায় আরও চুরির সংখ্যা বাড়বে। দুষ্কৃতিদের একেরপর এক এই ধরনের কান্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।1
- ২০২১ এর বিধানসভা নির্বাচনে মালদহের সুজাপুর বিধানসভা মুখ্যমন্ত্রী কে আমরা উপহার দিয়েছিলাম। ২০২৬ এর নির্বাচনে আরো বিপুল ভোটে এই বিধানসভা আমরা উপহার দিব মুখ্যমন্ত্রীকে। তার প্রস্তুতি আমরা ইতিমধ্যেই শুরু করে ফেলেছি। মূলত তাকে সামনে রেখেই কালিয়াচক এক নম্বর ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল। স্থানীয় দারিয়াপুর স্টান্ডে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, সংগঠনের রাজ্য কমিটির সদস্য মোঃ কুরবান শেখ সহ অন্যান্যরা। উল্লেখ্য ইতিমধ্যেই কৃষকদের স্বার্থে গোটা জেলা জুড়েই কাজ করে চলেছে কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি। কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করা থেকে তাদের পাশে দাঁড়ানো তার মধ্যে অন্যতম। এদিন এই ব্লক বাৎসরিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে আগামী ২৬ র বিধানসভা নির্বাচনে কিষান ক্ষেত মজদুর সংগঠনের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।1
- খেলার মঞ্চ থেকে জনপ্রিয় হিন্দি সিনেমার ডায়লগ উল্লেখ করে ইঙ্গিত পূর্ণ মন্তব্য। আগামী তিন চার দিনের মধ্যে বড় চমকের ঘোষণা। ফের তৃণমূল নেতাদের প্রশংসা। মন্ত্রী তাজমুলের গড় হরিশ্চন্দ্রপুরে বিশিষ্ট ব্যবসায়ি তথা গত একুশে বিজেপির প্রার্থী মতিউর রহমান।তৃণমূলে যোগদান কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। যিনি সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য এখন গরিবের বন্ধু নামে জনপ্রিয়।হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় গড়গড়ি মাঠে আদিবাসীদের দাড়া পরিচালিত বীর বিরসা মুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়ে ছিলেন মতিউর রহমান।তার সাথে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুর আলী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। প্রসঙ্গত এলাকায় ক্রীড়া ক্ষেত্রে বারবার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন গরীবের বন্ধু মতিউর রহমান ।এর আগে তিনি বিভিন্ন খেলার মঞ্চ থেকে ২৬ এর বিধানসভা ভোটে টি-টোয়েন্টি খেলা হওয়ার ডাক দিয়েছেন। এবার তিনি জিতবেন এটাও বলেছেন। কিন্তু কোন দলের হয়ে সেটা স্পষ্ট করেননি।তবে বিভিন্ন ঘটনাক্রমে তার তৃণমূলে যোগদানের জল্পনা জোড়ালো হয়েছে।এদিন মঞ্চ থেকে হিন্দি জনপ্রিয় ফিল্মের ডায়লগ উদ্ধৃত করে তিনি বলেন,' ঠাকুর তো গেঁয়ো।' কাকে তিনি ইঙ্গিত করেছেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।আর এদিন তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং আগামী ২২ তারিখে চমক দেওয়ার ঘোষণা তে চর্চা আরো বেড়েছে।সাথে আজ উপস্থিত তৃণমূল নেতারাও তার প্রশংসা করেন। প্রসঙ্গত রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুলের হোসেনের হরিশ্চন্দ্রপুরে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত শাসকদল।দলের মধ্যেই মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ।এই আবহে সমাজ সেবক হিসেবে জনপ্রিয় স্বচ্ছ ভাব মূর্তির মতিউর রহমান কে সামনে রেখেই গুটি সাজাতে পারে শাসকদল।1