Shuru
Apke Nagar Ki App…
পাড়া থানার উদয়পুর গ্রামে প্রথম বর্ষ মনোজ মিশ্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা পাড়া থানার উদয়পুর গ্রামে প্রথম বর্ষ মনোজ মিশ্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। #purulianews #cricketnews #cricketlovers #para #udaipur #villagecricket #cricketournament
Bidyut Mallik
পাড়া থানার উদয়পুর গ্রামে প্রথম বর্ষ মনোজ মিশ্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা পাড়া থানার উদয়পুর গ্রামে প্রথম বর্ষ মনোজ মিশ্র স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। #purulianews #cricketnews #cricketlovers #para #udaipur #villagecricket #cricketournament
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা / পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের.......... আসানসোল, ১২ জানুয়ারিঃ আসানসোল পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে রেলপার এলাকার ডিপোপাড়ার পলাশবাগান পোস্ট অফিসটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক বিভাগের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার তারা পোষ্টার হাতে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দারা বলেন, পলাশবাগান পোস্ট অফিসটি গত ৫০ বছর ধরে এখানে রয়েছে। অনেক বয়স্ক মহিলা এবং পুরুষ এখানে তাদের অ্যাকাউন্ট করেছেন। যদি এই পোস্ট অফিসটি অন্য কোনও স্থানে স্থানান্তরিত করা হয়, তাহলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে। তারা আরো বলেন, অনেক লোক এমন আছেন যারা এই পোস্ট অফিস থেকে তাদের পেনশন তোলেন। যদি ডাক বিভাগ কর্তৃপক্ষ হঠাৎ করে এই পোস্ট অফিসটি এখান থেকে অন্য কোনও স্থানে স্থানান্তর করে, তাহলে এই লোকেরা কোথায় যাবেন? তাই এই বিষয়টি নিয়ে পলাশ বাগান এলাকার বাসিন্দারা এদিন পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান। মলয় মজুমদার, রাম বাগচি, তাপস মুখোপাধ্যায় , প্রদীপ বাগচি সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলের একটাই দাবি, এই পোস্ট অফিসটি এখান থেকে স্থানান্তরিত করতে দেওয়া হবে না। তবে, এই বিষয় ও এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে ডাক বিভাগের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।1
- Post by Amjad Khan1
- মকর সংক্রান্তিকে ঘিরে বীরভূমের জয়দেব মেলায় পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করতেই আঁটোসাটো নিরাপত্তায় মুড়লো গোটা এলাকা। জয়দেব পদ্মাবতীর রাধা বিনোদের মন্দিরকে কেন্দ্র করে লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা কাঁকসার বিদ বিহারের নবগ্রামের অজয় ঘাট হয়ে মেলামুখী হচ্ছেন। সেই পথকেই নিরাপত্তার বিশেষ করিডর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। বীরভূম জেলা প্রশাসনের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন যৌথভাবে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে।নবগ্রামে গড়ে তোলা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পঞ্চায়েত কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মেলা ও সংলগ্ন এলাকায়।নিরাপত্তা জোরদার করতে বসানো হয়েছে পঞ্চাশেরও বেশি সিসি ক্যামেরা, গুরুত্বপূর্ণ জায়গায় ব্যারিকেডিং করা হয়েছে।অজয় নদের বিপজ্জনক অংশগুলিতে সতর্কতামূলক বোর্ড লাগানো হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও আকাশপথে নজরদারি চালানো হবে। সব মিলিয়ে, নির্বিঘ্নে পুণ্যস্নান ও মেলা উপভোগ করতে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সে জন্য প্রশাসনের প্রস্তুতি এবার একেবারে প্রশ্নাতীত। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার বলেন,"পঞ্চায়েতের তরফ থেকে নির্মল বাংলার একাধিক ব্যানার দেওয়া হয়েছে। মেলায় যাতে আবর্জনা না হয় অজয়। নদ যাতে দূষণ না হয় সেজন্য সতর্কতা করা হচ্ছে। পঞ্চায়েত সদস্যরা নজরদারির মধ্যে রাখছে গোটা মেলা চত্বর। পুলিশ প্রশাসনেরও সহযোগিতা রয়েছে।"1
- Humayun Kabir: অভিষেক যেখানে যেখানে সভা করবে তার ৪৮ ঘন্টার মধ্যে পাল্টা সভা করবো।1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- * বিষ্ণুপুর, বাঁকুড়া:- আজ নেতাজির ১৬৪ তম জন্মজয়ন্তী, এই মহতি দিনে বিষ্ণুপুর হেরিটেজ স্কুলে annual function অনুষ্ঠিত করল স্কুল কর্তৃপক্ষ। সকাল থেকেই স্কুল চত্বরে উৎসবের চেহারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের SDPO, প্রথমেই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সমর্থনা জ্ঞাপন তারপর জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন, ছাত্র-ছাত্রীদের প্যারেড মশাল দৌড় ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশিষ্ট ব্যক্তিবর্গদের ভাষণ এবং মঞ্চে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাবছর ছাত্র-ছাত্রীদের শেখানো বিভিন্ন অ্যাক্টিভিটি। ছাত্র-ছাত্রীদের গান নাচ সমস্ত কিছুর মধ্য দিয়ে অনুষ্ঠান যেন রঙিন হয়ে ওঠে। যেহেতু আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন তাই বিশিষ্ট অতিথিরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে সম্মান জ্ঞাপন করা হয়। স্কুল কর্তৃপক্ষ মনে করেন সারা বছর লেখাপড়ার পাশাপাশি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। তারা মনে করছেন লেখাপড়ার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন রয়েছে। সারা বছর যে সমস্ত অ্যাক্টিভিটি ছাত্র-ছাত্রীদের শেখানো হয়। তারা এই দিন বিশিষ্ট অতিথিদের সামনে এবং অভিভাবকদের সামনে পারফরম্যান্স করেন। সবশেষে সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা হয়। সর্বোপরিটেজ স্কুলের এই উদ্যোগে ব্যাপক খুশি অভিভাবকরা।1
- स्वामी विवेकानंद की जयंती पर भाजयुमो ने निकाली रैली रानीगंज : स्वामी विवेकानंद के जयंती के अवसर पर आसनसोल जिला भारतीय जनता युवा मोर्चा की तरफ से रानीगंज रेलवे स्टेशन से एक रैली निकाली गई। इस रैली का नाम अभिलेख यात्रा रखा गया था। यह रैली रानीगंज रेलवे स्टेशन से निकली और तिलक रोड नेताजी मोड होकर फिर से रानीगंज रेलवे स्टेशन पर आकर समाप्त हुई। यहां युवा गर्जन सभा का भी आयोजन किया गया। इस मौके पर यहां भाजपा जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, भारतीय जनता युवा मोर्चा के प्रदेश सचिव मुकुंद झा, राष्ट्रीय सदस्य विशाल त्रिवेदी, बाबन मंडल, अनिरुद्ध चक्रवर्ती, अभिक मंडल, अभिराज शर्मा, दिनेश सोनी, रानीगंज मंडल एक अध्यक्ष शमशेर सिंह, बिजन मुखर्जी, रानीगंज विधानसभा प्रभारी आशा शर्मा भी उपस्थित थे। इस मौके पर मुकुंद झा ने सभा को संबोधित करते हुए कहा कि स्वामी विवेकानंद ने एक ऐसे देश का सपना देखा था। जहां पर कोई भेदभाव नहीं होगा जहां पर सभी लोग आत्म सम्मान के साथ अपनी जिंदगी जिएंगे। उन्होंने कहा था कि हिंदू होने पर गर्व होना चाहिए लेकिन आज स्थिति ऐसी हो गई है कि अगर बंगाल में कोई कहता है कि वह हिंदू है तो ममता बनर्जी की पुलिस उसे गिरफ्तार कर लेगी। उन्होंने कहा कि इस तरह के बंगाल के कल्पना किसी ने नहीं की थी और अगर बंगाल को इस स्थिति से निकलना है तो सबको एकजुट होकर अगले विधानसभा चुनाव में प्रतिद्वंद्विता करनी होगी। उन्होंने कहा कि स्वामी विवेकानंद या नरेंद्र नाथ दत्त ने एक सपना देखा था और आज दिल्ली में बैठे एक और नरेंद्र बंगाल को नई दिशा देने का एक बार सपना देख रहे हैं जिसे हम सबको मिलकर पूरा करना है।1
- ক্রিকেট খেলা নিয়ে বিবাদে রণক্ষেত্র বরাকর / ছোঁড়া হলো পাথর , চললো গুলি, জখম চার মহিলা.......... বরাকর ( পশ্চিম বর্ধমান), ১২ জানুয়ারিঃ ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলো। যা নিয়ে সোমবার সকালে রণক্ষেত্র হয়ে উঠে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকরের বেগুনিয়া বাজার সংলগ্ন এলাকা। এই ঘটনায় দু রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ । পুলিশ এলাকা থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে। এলোপাতাড়ি ছোঁড়া হয় পাথরও। মোট চারজন মহিলা জখম হন। আরো কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। রয়েছে পুলিশের টহল। ঠিক কি কারণে এই ঘটনা ও কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার কুলটি থানার বেগুনিয়া বাজার সংলগ্ন চিরকুন্ডা সেতুর নীচে ডায়মন্ড গ্রাউন্ডে ক্রিকেট খেলছিলো বেশ কয়েকজন ছেলে। খেলার সময় দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বরাকর ফাঁড়িতে বিরোধের মীমাংসা করা হয়। সোমবার, বেগুনিয়া বাজার শিব মন্দির রোডের বাউরি পাড়ার যুবকরা স্নান করতে যাচ্ছিল। তখনই ডায়মন্ড গ্রাউন্ডের কাছে অন্য একটি দলের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। একপক্ষ অন্য পক্ষের দিকে পাথর ছোঁড়ে। সেই পাথরে স্থানীয় বাসিন্দা ছোটি খাতুন, রেশমা খাতুন, সাজা খাতুন এবং বিলকিস খাতুন নামে চার মহিলা আহত হন। আরো বেশ কয়েকজন জখম হন বলে খবর। এদিকে, এরইমধ্যে এক ব্যক্তি শূন্যে গুলি চালায়। পুলিশ এলাকা থেকে দুটি গুলির খোল উদ্ধার করে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে, এই ঘটনার প্রতিবাদে একপক্ষের শতাধিক মানুষ বরাকর পুলিশ ফাঁড়ির কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। পরে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে । খবর পেয়ে কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন যে উভয় দলই স্থানীয়। তাদের ভ্রাতৃত্ব বজায় রাখা এবং শান্তি বজায় রাখা উচিত। কুলটি টাউন ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত যাদব বলেন, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত ও দোষী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে, কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ কৃষ্ণন্দু দত্ত বলেন, এঃ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে পুরো বিষয়টি তদন্ত করা হবে। তবে সোমবার সন্ধ্যে পর্যন্ত, এই ঘটনার বিষয়ে কোনও লিখিত অভিযোগ বরাকর ফাঁড়িতে দায়ের করা হয়নি।1
- এক বুথে ৩৭০ জনের সুনানিতে ডাক। ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার মানুষ। এইখানে জন্ম হলেও শুনানিতে ডেকে সমস্যায় ফেলা হচ্ছে সাধারণ মানুষকে কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। বৈধ নথি থাকলে কারো নাম বাদ যাবে না পাল্টা বিজেপি। গোলসি বিধানসভার ১৩নং বুথ কাঁকসার জাঠগড়িয়া। সেইখানেই রয়েছে প্রায় ১২৬০জন ভোটার। তাদের মধ্যে ৩৭০ জনের ডাক পড়েছে শুনানিতে। নোটিশ আসতেই ক্ষুব্ধ গোটা এলাকার মানুষ। কারোর নোটিশে লেখা হয়েছে একজন বাবার একাধিক ছেলে হওয়ায় সন্দেহের তালিকা দেখা দিয়েছে। কারোর নোটিশের লেখা রয়েছে নথির গোলযোগ রয়েছে। কিন্তু ক্ষুব্ধ মানুষের দাবী, তাদের এখানেই জন্মভিটে। বাপ ঠাকুরদারাও এখানেই জন্মগ্রহণ করেছে। এখন তাদের বিপাকে ফেলার চেষ্টা করছে নির্বাচন কমিশন। বেছে বেছে আবার সংখ্যালঘুদের পাঠানো হয়েছে এই নোটিশ বলেও অভিযোগ করেন। শেখ মনিরুল বলেন,"আমাদের নাম রয়েছে ২০০২ এর তালিকায়। তার পরেও ভোগান্তিতে ফেলা হচ্ছে। আমাদের মত গরিব মানুষ এখন কতবার করে যাবে ৩০ কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে। ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন আমাদের বিপাকে ফেলছে। আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।" কটাক্ষ করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,"ভোটার তালিকায় ধর্মীয় বিভাজন করছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন। প্রথম থেকেই যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্ট ভাষায় বলেছেন যদি কোন যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে জাঠ গড়িয়ার মত বহু প্রাচীন গ্রামের মানুষদেরও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে।" পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,"তৃণমূল ভয় পেয়েছে বলেই উল্টোপাল্টা বকছে তৃণমূল। আমরা বলছি যারা অবৈধভাবে এখানে রয়েছে তাদের নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। যারা যোগ্য ভোটার যাদের কাছে সব নথি আছে তাদের কারণ নাম বাদ যাবেনা। কিন্তু তৃণমূল উল্টোপাল্টা বলেও রেহাই পাবে না। বাংলার মানুষ তৃণমূলের নাটক বুঝে যাচ্ছে।"1