ক্লাব সভাপতি মহঃ রুহুল আমিনের মাইক নিয়ে ঘোষণ করছেন। কাচি হাতে বিধায়ক লাল ফিতে কাটবেন। তখন গাঁদা ফুলের বৃষ্টিতে ভেসে যাচ্ছে নতুন ক্লাব প্রাঙ্গন। আর কয়েক মূহুর্তের অপেক্ষা। বহু প্রতিক্ষিত সেই মুহূর্ত। আদ্যোপান্ত ক্লাব করা লোক রাজারহাট নিউটাউনের বিধায়ক লাল রিবন কেটে উদ্বোধন করলেন গুরুরআইট নবদিগন্ত ক্লাব ঘর। মুহূর্তটি ফ্রেম বন্দি তো হলোই সেই সঙ্গে ইতিহাসের সাক্ষি থাকল। মেঝেয় পাতা সাদা চাদর মোরা তোষক। টি চেবিল। ইন্টেরিয়র ডেকরেশনে আধুনিক সাজ বেশ ভাল লেগেছে বিধায়কের। সেখানে বসেই বললেন ক্লাব হয়েছে এবার মাঠ হবে। মাঠের অধিকার ছাড়ব না। শীতের মরশুমে চারি দিকে হচ্ছে নানা রকম উৎসব। আর গুরুর আইটে হচ্ছে ক্রীড়া উৎসব। উৎসবই বটে। আগের দিন ফুটবল। পরের দিন সকাল থেকে গ্রামের ছেলে-মেয়েদের নিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা। মহিলাদের আর্ষনীয় ইভেন্ট,যেমন খুশি সাজা সব নিয়ে দিনভর চলে ক্রীড়া উৎসব। সেরা গ্রামীন ক্রীড়া উৎসব হয় রাদারহাট বিষ্ণপুর ১ নম্বর গ্রাম পন্চায়েতের গুরুরআটি গ্রামে। কিন্তু ক্লাবের নিজস্ব মাঠ নেই। কোম্পানির জায়গায় এতোদিন খেলা করে আসছে গ্রামের ছেলে মেয়েরা। জেলা পরিষদের সদস্য মহঃ আফতাব উদ্দিনও মাঠ রক্ষা করার জোরাল দাবী করে গেলেন। বিধায়ক তাপস চ্যাটার্জীতো প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে কোন মূল্যেই এই মাঠ তিনি রক্ষা করবেন। তিনি নিজে কোম্পানির সঙ্গে কথা বলবেন বলে জানান। ক্লাব ভবন উদ্বোধন হওয়ার পাশাপাশি মহঃ রুহুল আমিনের লেখা গুরুরআটি নব দিগন্ত সংঘের থিম সং উদ্বোধন হল বিধায় তাপস চ্যাটার্জী উপস্থিতিতে । দুপুরে রাজারহাট পন্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর উদ্বোধন করেন ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের।
ক্লাব সভাপতি মহঃ রুহুল আমিনের মাইক নিয়ে ঘোষণ করছেন। কাচি হাতে বিধায়ক লাল ফিতে কাটবেন। তখন গাঁদা ফুলের বৃষ্টিতে ভেসে যাচ্ছে নতুন ক্লাব প্রাঙ্গন। আর কয়েক মূহুর্তের অপেক্ষা। বহু প্রতিক্ষিত সেই মুহূর্ত। আদ্যোপান্ত ক্লাব করা লোক রাজারহাট নিউটাউনের বিধায়ক লাল রিবন কেটে উদ্বোধন করলেন গুরুরআইট নবদিগন্ত ক্লাব ঘর। মুহূর্তটি ফ্রেম বন্দি তো হলোই সেই সঙ্গে ইতিহাসের সাক্ষি থাকল। মেঝেয় পাতা সাদা চাদর মোরা তোষক। টি চেবিল। ইন্টেরিয়র ডেকরেশনে আধুনিক সাজ বেশ ভাল লেগেছে বিধায়কের। সেখানে বসেই বললেন ক্লাব হয়েছে এবার মাঠ হবে। মাঠের অধিকার ছাড়ব না। শীতের মরশুমে চারি দিকে হচ্ছে নানা রকম উৎসব। আর গুরুর আইটে হচ্ছে ক্রীড়া উৎসব। উৎসবই বটে। আগের দিন ফুটবল। পরের দিন সকাল থেকে গ্রামের ছেলে-মেয়েদের নিয়ে বিভিন্ন ইভেন্টের খেলা। মহিলাদের আর্ষনীয় ইভেন্ট,যেমন খুশি সাজা সব নিয়ে দিনভর চলে ক্রীড়া উৎসব। সেরা গ্রামীন ক্রীড়া উৎসব হয় রাদারহাট বিষ্ণপুর ১ নম্বর গ্রাম পন্চায়েতের গুরুরআটি গ্রামে। কিন্তু ক্লাবের নিজস্ব মাঠ নেই। কোম্পানির জায়গায় এতোদিন খেলা করে আসছে গ্রামের ছেলে মেয়েরা। জেলা পরিষদের সদস্য মহঃ আফতাব উদ্দিনও মাঠ রক্ষা করার জোরাল দাবী করে গেলেন। বিধায়ক তাপস চ্যাটার্জীতো প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে কোন মূল্যেই এই মাঠ তিনি রক্ষা করবেন। তিনি নিজে কোম্পানির সঙ্গে কথা বলবেন বলে জানান। ক্লাব ভবন উদ্বোধন হওয়ার পাশাপাশি মহঃ রুহুল আমিনের লেখা গুরুরআটি নব দিগন্ত সংঘের থিম সং উদ্বোধন হল বিধায় তাপস চ্যাটার্জী উপস্থিতিতে । দুপুরে রাজারহাট পন্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর উদ্বোধন করেন ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের।
- পিরিত করিস না highlight #shorts #trindingreels♥️😘 #highlights #viralreels #viral #video #instagram #murshidabad #public #follow #like #comments #shere 👍🏻❣️1
- রাজারহাট কফি হাউজ1
- 💥💥💯😕1
- 06/01/2025 Kolkata fatafat 4 to 8 baji game tips today কলকাতা ফটাফট টিপস Kolkata ff 4 to 8 baji game1
- 'স্বাস্থ্য দফতর নতুন ভাইরাস নিয়ে বেশ চিন্তিত', মন্তব্য কলকাতা মেডিক্যাল কলেজের সুপারের1
- Foggy mornings in New Town, Kolkata 🥹❤️✨ What a sight it was - The iconic Biswa Bangla Gate completely immersed in fog - the scene that looked straight up from a Hollywood movie1
- #youtube#shots#video কলকাতা চিড়িয়াখানা কে কে গেছে1
- 7 January 2025 Akashvani Live news | আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ । আকাশবাণী বাংলা সংবাদ1