Shuru
Apke Nagar Ki App…
বিষ্ণুপুর পোড়ামাটির হাটে মিউজিক ফেস্টিভাল বাঁকুড়ার বিষ্ণুপুর
Bishnupur subdivision News
বিষ্ণুপুর পোড়ামাটির হাটে মিউজিক ফেস্টিভাল বাঁকুড়ার বিষ্ণুপুর
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ক্ষীরপাই, ঘাটাল ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ড নিয়ে দুই দিনের সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। ৭ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান বিকাশ দাস। মঞ্চটি তৃণমূল নেতা প্রয়াত সুজয় পাত্রের নামে উৎসর্গ করা হয়েছে।1
- গড়বেতার ছোট আঙ্গারিয়া দিবসকে সামনে রেখে শহীদ স্মরণসভা তৃণমূলের ৪ঠা জানুয়ারি অর্থাৎ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া দিবস। প্রত্যেক বছরের মতো তৃণমূলের তরফ থেকে শহীদ সভার আয়োজন করা হয়।এইদিন শহীদ সভার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ জেলা ও ব্লকের এক ঝাঁক নেতৃত্ব। এই দিন বক্তব্য রাখতে গিয়ে এক জোটে বিজেপি ও সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৪ঠা জানুয়ারি ছোট আঙ্গারিয়াতে গণহত্যার ঘটনা ঘটে। এই গণহত্যায় ১১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। আর অভিযোগ ওঠে CPIM এর দুষ্কৃতীদের উপর। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেক বছর এই দিনে শহীদ স্মরণ সভা করছে তৃণমূল।1
- আরামবাগ গ্রন্থমেলা নাট্যোৎসব শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো #newsarambaghtown #arambaghhooghly #HooghlyNews #আরামবাগ #Hooghly #arambagh #arambaghmela #arambaghbookfair News Arambagh Town1
- শুভেন্দু অধিকারীকে হেনস্তার অভিযোগ তুলে বিক্ষোভে বিজেপি। দুর্গাপুরের মুচিপাড়ার উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বিজেপি। বিকেল পাঁচটা দশে অবরোধ শুরু হয়। কুড়ি মিনিট ধরে চলে অবরোধ। পুলিশের সাথে চলে বচসা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় অবরোধ। বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দেন কেন শুভেন্দু অধিকারীর উপর বারে বারে আক্রমণ হবে জবাব দিতে হবে পুলিশকে।1
- ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের হরিরামপুরে প্রতীকী পথ অবরোধ হল রবিবারের সন্ধ্যেতে। অবরোধকারীদের থেকে জানা গেছে শনিবার চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে এই অবরোধ। জানা গেছে রবিবার সন্ধ্যায় ঘাটাল ব্লকের সুলতানপুরে ঘাটাল-আরামবাগ রাজ্যসড়কেও টায়ার জ্বালিয়ে পথঅবরোধ বিক্ষোভে সামিল হয় বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির অন্য নেতারা।প্রায় আধঘন্টা চলার পর অবরোধ উঠে স্বাভাবিক হয় যানচলাচল।ছাড়াও দাসপুরের হরিরামপুরে ঘাটাল-মেদিনীপুর রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা।প্রসঙ্গত,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ায় জনসভা করে ফেরার পথে চন্দ্রকোণা রোডে তার কনভয় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হয় তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকদের হাতে।এমনই অভিযোগে শুভেন্দু অধিকারী সোজা চলে যান চন্দ্রকোণা রোড পুলিশ ফাঁড়িতে।ফাঁড়ির অফিসার ইন চার্জ অর্থাৎ আইসি র রুমের ভিতরে অবস্থানে বসে পড়েন।দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর লিখিত অভিযোগ জানিয়ে ফিরে যান।3
- सोशल मीडिया पर एक बच्चे का मज़ेदार वीडियो वायरल हो रहा है, जिसमें उसके एक्सप्रेशन पर यूज़र्स ने लिखा, अब होगी पूरी फैमिली की फील्डिंग सेट।वीडियो को ह्यूमर और रिएक्शन मीम के तौर पर खूब शेयर किया जा रहा है। #Viral #TrendingReels #InternetBuzz #FunnyVideo #MemeCulture #Reels1
- লোকসংস্কৃতি উৎসব ও মেলা ২০২৬, রক্তদান শিবির। রক্ত সংগ্রহ করলেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার। গত ৩রা জানুয়ারি লোকসংস্কৃতি উৎসব ও মেলা শুরু হয়েছিল। মেলাটি ২১ বাৎসর পূর্ণ করল।1
- Post by News Arambagh Town1
- চতুর্থ বারের জন্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। সাধারণ মানুষকে আহ্বান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর। বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে রবিবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে জনসভা হয় তৃণমূলের। সেই জনসভায় যোগদান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি মমতা বালা ঠাকুর, রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় প্রমূখ। বিজেপিকে নিশানা করে মমতা বালা ঠাকুর বলেন,"মতুয়াদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। যখন দেশভাগ হয়েছিল তখন আইনে বলা হয়নি যে ওই দেশ থেকে এই দেশে আসা যাবেনা। তখন আইন ছিল আপনারা ধীরে ধীরে আসুন। ২০১৪ সাল পর্যন্ত যে সরকার ছিল তারা কোন ক্ষতি করেনি। কিন্তু ২০১৪ সালের পর যে সরকার রয়েছে সরকার একটার পর একটা আইন করছে। সাধারণ মানুষকে সমস্যার মুখে ফেলছে। সংবিধানের লেখা নেই যে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের বঞ্চিত করে দেওয়া হোক। কিন্তু এই সরকার নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শান্তনু ঠাকুর টাকা নিয়ে সিএএ ফর্ম দিয়েছিল মতুয়া কার্ড দিয়েছিল সেই এখন বলছে ১ লক্ষ ভোট কেটে গেলেও আমার কোন কিছু এসে যায় না। ওপার বাংলা থেকে যারা এসেছে তাদের কেউ বিবেচনা করতে হবে তাদের পাশে কে রয়েছে। সেই জন্যই আমাদের হাত শক্ত করতে হবে।"পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,"২০১৯ সালে কেন্দ্রীয় সরকার বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই সব ভুয়ো। যাদের ভোট পেয়ে শান্তনু ঠাকুর সাংসদ হলেন মন্ত্রী হলেন সেই শান্তনু ঠাকুর বলছেন তিনি বৈধ আর বাকিরা অবৈধ।"1