Shuru
Apke Nagar Ki App…
মহারাষ্ট্রের বিপুল জয়ে বিজয় মিছিল করলেন মোহনপুর মন্ডল।।
Sanjay Kumar Chaurasia
মহারাষ্ট্রের বিপুল জয়ে বিজয় মিছিল করলেন মোহনপুর মন্ডল।।
More news from Medinipur East and nearby areas
- #পূর্ব_মেদিনীপুর_জেলা "খেজুরির অজেয় সংগ্রাম - হার্মাদ মুক্ত দিবস" আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি-১ ব্লকের কলাগাছিয়া অঞ্চলের ঘোলাবাড় খেলার মাঠে উদযাপিত হলো এক অগ্নিগর্ভ অধ্যায়ের বিজয় দিবস—হার্মাদ মুক্ত দিবস। ২০১০ সালের এই দিনে খেজুরির বুকে সিপিআই (এম)-এর হার্মাদ বাহিনী যখন রক্তস্রোত বইয়ে দিতে চেয়েছিল,তখন জনতার ঐক্য, সাহস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রচিত হয়েছিল প্রতিরোধের ইতিহাস। সেই অন্ধকার অধ্যায়কে পেছনে ফেলে খেজুরি দেখেছিল নতুন আলোর সকাল—মানুষের লড়াইয়ের জয়গাথা! আজকের এই স্মরণসভায় মানুষের ঢল প্রমাণ করলো, খেজুরির মাটি শোষণ, সন্ত্রাস, আর ষড়যন্ত্রকে কখনোই মেনে নেয়নি, নেবেও না। তৃণমূল কংগ্রেসের সংগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দীপনায় আজও আমরা এগিয়ে চলছি—একই লক্ষ্য, একটাই পথ, জনগণের উন্নতি ও অধিকার। বিশেষ ধন্যবাদ জানাই খেজুরি বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটিকে, যারা এই ঐতিহাসিক দিনটি সফলভাবে উদযাপন করেছে। তাদের কঠোর পরিশ্রম, উদ্যম এবং নেতৃত্বের কারণে আজকের এই জনসভা আরও বড়, আরও শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের সকল কর্মী, সমর্থক, এবং দলের প্রতিটি সদস্যের জন্য একটাই বার্তা—এই লড়াই চলবে, আমরা একসাথে এগিয়ে যাবো, কোনও শক্তিই আমাদের রুখতে পারবে না। তৃণমূল কংগ্রেসের পতাকা সবসময় উচ্চে উড়বে! জয় বাংলা, জয় খেজুরি! #হার্মাদমুক্তদিবস #খেজুরি #তৃণমূলকংগ্রেস #অগ্নিগর্ভইতিহাস #মানুষেরজয় #মমতাবানার্জি #অভিষেকব্যানার্জি #বাংলারগর্ব #জনতারলড়াই #সংগ্রামেরপ্রেরণা3
- #মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ে অভিনন্দন মিছিল অনুষ্ঠিত মোহনপুর বিধানসভার বিভিন্ন এলাকায়1
- মোহনপুর রাবার ব্রিজ দিনাজপুর1
- কামারপাড়া মোহনপুর রাজশাহী1
- কামারপাড়া মোহনপুর রাজশাহী1
- মোহনপুর#উত্তর চিল বড় মসজিদ দুই দিন ব্যাপী# মিলাদ গজল অনুষ্ঠান #আয়োজন করেছে# Islami# gojol🤲🤲🤲🤲🌹🕋💖1