Shuru
Apke Nagar Ki App…
২৩/১১/২৪ | জয়পুর সদর নতুন হাট | Krishi Bangla
Pradip Mandol
২৩/১১/২৪ | জয়পুর সদর নতুন হাট | Krishi Bangla
More news from Vishnupur and nearby areas
- রামপুরে ১ হাজার ক্রেতাকে উপহার দিল জিয়া ফোম এন্ড ফার্ণিচার --------------------- ফেনীর ঐতিহ্যবাহী মেসার্স জিয়া ফোম এন্ড ফার্ণিচারের ৩০ বছর পূর্তি উপলক্ষে ক্রেতা সমাবেশে ১ হাজার ক্রেতাকে উপহার দেয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে ফেনী শহরের রামপুর রোড এলাকায় ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে ক্রেতাদের হাতে উপহার তুলে দেন চট্টগ্রাম আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মহিবুল্লাহ। প্রতিষ্ঠানটির সত্বাধিকারী জিয়াউল হক হায়দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির, রামপুর গালস উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক আবুল হাসেম, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, এনআরবি গ্লোবাল ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, দিলদার ব্রেড এন্ড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী হাজী আবুল কালাম। মেসার্স জিয়া ফোম এন্ড ফার্ণিচারের জিয়াউল হক হায়দার জানান, দীর্ঘ ৩ দশক আমরা সুনামের সাথে ব্যবসা করে আসছি। দীর্ঘ এ পথচলায় ভালো মন্দ অনেক ক্রেতার সাথে আমাদের সম্মিলন হয়েছে। দোকানের ক্রেতা রেজিস্ট্রার থেকে দেখে দেখে আমরা বাছাই করে ১ হাজার ক্রেতাকে সংবর্ধনা ও উপহার দেয়ার জন্য নির্বাচন করেছি। এটি এজন্যই করেছি যে, ক্রেতারা আমাদের সাথে আছে বলেই দিন দিন আমাদের প্রতিষ্ঠান বড় হচ্ছে। ভালো ক্রেতারা সব সময় ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে দেন। কিন্তুু তাদেরকে কেউ মনে রাখেনা। আমরা চেষ্টা করেছি ক্রেতাদের সম্মানীত করতে। তিনি বলেন, ৩ দশক পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য সহজ কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা ও ভিআইপি কাস্টমারের জন্য বিশেষ ছাড়ে ফার্ণিচার সামগ্রী বিক্রি করা হচ্ছে।1
- শান্ত কিন্তু সুন্দর!! কালো মেয়ের নাচ তো আলো করে দিল!!আপনার কাছে কেমন লাগলো!!!নৃত্যে-আদ্রিজা গাঙ্গুলী। বিষ্ণুপুর, বাঁকুড়া ।1
- বিষ্ণুপুরে রানিং ফুটবল প্রতিযোগিতা ২৪.১১.২০২৪ রবিবার:=দ্বারিকা মিলন সংঘের পরিচালনায় সপ্তম তম বর্ষে আট দলীয় নক আউট রানিং ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের প্রথম খেলা হয়ে গেল দ্বারিকা মিলন সংঘের ফুটবল মাঠে। এদিনের খেলাতে মুখোমুখি হয় হেমব্রম একাদশ জয়রামপুর ও বিষ্ণুপুরের রাজু একাদশ শ্যামসুন্দরপুর। দুই শূন্য গোলে জয়লাভ করে রাজু একাদশ শ্যামসুন্দরপুর সেমিফাইনাল খেলাতে পৌঁছে গেল। খেলার প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় রাজু একাদশ দলের হয়ে প্রথম গোলটি করে বিকাশ মান্ডি। খেলার দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে রাজু একাদশ দলের হয়ে বিদেশি খেলোয়াড় বোবো সখা। পুরো খেলাতে দুর্দান্ত খেলে ও একটি গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন রাজু একাদশ দলের বিদেশি খেলোয়াড় বোবো সখা। এই দিনের খেলাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এ ছাড়া উপস্থিত ছিলেন দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক লোহার ও বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাদ খান ও অন্যান্য অতিথি বৃন্দ। আয়োজক ক্লাবের তরফে শেখ মইদুল জানান আগামী ৩০ শে নভেম্বর প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলায় মাঠে নামবে লেদার ঘাট আজাদ হিন্দ ক্লাব ও কৃত্তিবাস বামনী একাদশ ইন্দপুর। এ দিনের খেলা পরিচালনা করেন অভিজিৎ ঘটক সহকারী রেফারির ভূমিকায় ছিলেন দিব্যেন্দু মাঝি ও অভিজিৎ কুম্ভকার1
- বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর এর কাছে পিয়ারডোবা রেল স্টেশন সংলগ্ন এলাকায় মালগাড়ি লাইনচ্যুত! ধীর গতিতে থাকায় বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।1
- আবর্জনা মুক্ত হল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর, খুশি রোগী রোগীর আত্মীয়রা,1
- আবর্জনা মুক্ত হল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।1
- কৃষি এবং কৃষক ..... #বাংলারকৃষি , #পশ্চিমবঙ্গ #নদিয়া , #চুয়াডাঙ্গা ,1
- আজ ঘটে গেল বিষ্ণুপুর বি এস এ স্টেডিয়ামে বিষ্ণুপুর এমএলএ কাপের আটটি দলের মধ্যে জার্সি বিতরণ ও কোন দলের সাথে কোন দলের খেলা হবে1
- চাঁদপুর বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আড়েৎ ইলিশ মাছের দাম কত উঠলো1